For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ কবে-কোথায়, তরুণদের প্রশংসায় কোহলি

মোহালি টি-টোয়েন্টি জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। মোহালিতে বিরাটের ব্যাটে জয় ছিনিয়ে নেয় 'মেন ইন ব্লু'।

  • |
Google Oneindia Bengali News

মোহালি টি-টোয়েন্টি জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। মোহালিতে বিরাটের ব্যাটে জয় ছিনিয়ে নেয় 'মেন ইন ব্লু'। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে এক ওভার বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতল ভারতীয় দল। ৭২ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কোহলি। এই জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল কোহলিরা।

ম্যাচ জিতে দলের তরুণ ব্রিগেডের প্রশংসায় কোহলি

ম্যাচ জিতে দলের তরুণ ব্রিগেডের প্রশংসায় কোহলি

মোহালিতে জয়ের পর দলের তরুণদের প্রশংসা করেন বিরাট। ভারত অধিনায়ক বলেন, 'বল হাতে তরুণদের ঝকঝকে পারফর্ম্যান্স। প্রত্যেকেই দায়িত্ব নিয়ে বোলিং করেছে।' প্রসঙ্গত টি-টোয়েন্টি সিরিজে বুমরাহ-শামি- ভুবনেশ্বরদের মতো অভিজ্ঞ পেসাররা দলে নেই। পরিবর্তে নভদীপ সাইনি, দীপক চাহাররা এই সিরিজে খেলছেন। মোহালিতে প্রোটিয়াদের বিরুদ্ধে তাঁরা ভালো বোলিং করেছেন। শেষ ওভারে দুটি ছয় না হজম করলে নভদীপ আরও ভালো বোলিং ফিগারে শেষ করতে পারতেন(৩৪/১)। অন্যদিকে ২২ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন দীপক চাহার। স্পিনার ওয়াশিংটন সুন্দর ৩ ওভারে ১৯ রান খরচ করেন। আঁটোসাঁটো বোলিংয়ে ভর করেই দক্ষিণ আফ্রিকাকে ১৪৯ রানে আটকে রাখে ভারত। এই ম্যাচ জেতার জন্য তাই বোলারদের কৃতত্ব দিলেন বিরাট।

 সিরিজের শেষ ম্যাচ কবে

সিরিজের শেষ ম্যাচ কবে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ধর্মশালায় প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিল। মোহালিতে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে এই মুহূর্তে ১-০ লিড নিয়েছে ভারত। রবিবার বেঙ্গালরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে তৃতীয় তথা ফাইনাল টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল।

ম্যাচ দেখবেন কখন

ম্যাচ দেখবেন কখন

সুপার সানডে'তে সিরজ নির্ণায়ক এই টি-টোয়েন্টি ডুয়েল ভারতীয় সময় সন্ধ্যে ৭টা থেকে দেখা যাবে।

English summary
Ind vs Sa: Virat Kohli praises Youngsters for win in mohali, 3rd t20 in bengaluru on 22th
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X