For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘোষিত দ্বিতীয় টেস্টের দল, অস্ট্রেলিয়া সফরের আগে বড় সুযোগ হাতছাড়া করল ভারত

ভারতের বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের জন্য ১২ সদস্যের খেলোয়াড় তালিকা প্রকাশ করল ভারত। মায়াঙ্ক আগরওয়াল, হনুমা বিহারী ও মহম্মদ সিরাজ এই তালিকায় নেই।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। সেই টেস্টের জন্য বৃহস্পতিবার ১২ সদস্যের দল ঘোষণা করে দিল ভারত। রাজকোটের প্রথম টেস্টে ১ ইনিংস ও ২৭২ রানে বিশাল জয় পেয়েছে ভারত।

প্রত্যাশা মতই দ্বিতীয় টেস্টেও দলে আছেন প্রথম টেস্টের ম্যান অব দ্য ম্যাচ তরুণ ওপেনার পৃথ্বী। বাকি দলে কিন্তু প্রত্যাশিত পরিবর্তন দেখা গেল না। অস্ট্রেলিয়া সফরের আগে বড় সুযোগ হাতছাড়া করলেন শাস্ত্রী-কোহলি জুটি।

রইলেন লোকেশ রাহুল ও আজিঙ্কা রাহানে

রইলেন লোকেশ রাহুল ও আজিঙ্কা রাহানে

তরুণ ওপেনার পৃথ্বী শ যেখানে মারকাটারি শতরান করেছেন রাজকোট টেস্টে সেখানে অপর ওপেনার লোকেশ রাহুলের অবদান ছিল শূন্য। আবার ইংল্যান্ড সফরে ওভাল টেস্টের শেষ ইনিংসে তিনি শতরান করেছিলেন। সম্ভবত সেই কারণেই অস্ট্রেলিয়া সফরের আগে শেষ একটি সুযোগ দেওয়া হল তাঁকে।

সহ অধিনায়ক আজিঙ্কা রাহানে রাজকোটে করেন ৪২। গত ১১ টেস্ট ইনিংসে মাত্র ২টি অর্ধশতরান করতে পেরেছেন তিনি। তাঁকেও কিন্তু হায়দরাবাদ টেস্টের দলে রেখে দেওয়া হয়েছে।

সুযোগ পেলেন না মায়াঙ্ক, সিরাজ, হনুমা

সুযোগ পেলেন না মায়াঙ্ক, সিরাজ, হনুমা

এবারেই প্রথম স্কোয়াডে ডাক পেয়েছিলেন মায়াঙ্ক আগরওয়াল ও মহম্মদ সিরাজ। তরুণ এই দুই ক্রিকেটারের দুর্ভাগ্য পৃথ্বী শ'কে সুযোগ দেওয়া হলেও প্রথম সিরিজে স্কোয়াডে থেকেও প্রথম একাদশে জায়গা হল না তাঁদের। অভিষেকের জন্য আরও অপেক্ষা করতে হবে এই দুই তরুণকে। করুণ নায়ারের মতোই একটিও ম্যাচ না খেলে হয়তো তাঁরা বাদ পড়বেন এর পরের অস্ট্রেলিয়া সফরের দল থেকেই।

ইংল্যান্ডে শেষ টেস্টে করুণ নায়ারকে না খেলিয়ে অভিষেক ঘটানো হয়েছিল হনুমা বিহারির। প্রথম ইনিংসে অর্ধশতরানও করেন তিনি। তারপর ঘরের মাঠের দুই টেস্টেই তাঁকে প্রথম একাদশের বাইরেই কাটাতে হচ্ছে। হায়দরাবাদে শিকে ছিঁড়ল না তাঁরও।

ভাল বলের পুরষ্কার ও ব্যাক আপ

ভাল বলের পুরষ্কার ও ব্যাক আপ

রাজকোটে দর্দান্ত বল করেন মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। এঁদের তিনজনকেই হায়দরাবাদেও দলে রাখা হয়েছে। এছাড়া ১২ জনের দলে ব্যাক আপ পেসার হিসেবে সুযোগ পেয়েছেন শর্দুল ঠাকুরও।

অস্ট্রেলিয়া সফরের আগে বড় সুযোগ হাতছাড়া

অস্ট্রেলিয়া সফরের আগে বড় সুযোগ হাতছাড়া

প্রথম টেস্টের বিশাল জয়েই স্পষ্ট হয়ে গিয়েছে এই ওয়েস্ট ইন্ডিজ দলের পক্ষে ভারতের শক্তিশালী দলকে বেগ দেওয়া সম্ভব নয়। দ্বিতীয় টেস্টে ভারতের সহজ জয়ই প্রত্যাশিত। এই অবস্থায় অস্ট্রেলিয়া সফরের আগে নতুন কয়েকজন খেলোয়াড়কে সুযোগ দিয়ে দেখে নেওয়ার ভাল সুযোগ ছিল। বিশেষ করে স্কোয়াডে ছিলেন মায়াঙ্ক, সিরাজ, হনুমার মতো প্রতিভাবানরা।

লোকেশ রাহুল মোটেই ধারাবাহিক নন, তাঁর জায়গায় দেখে নেওয়া যেত ঘরোয়া ক্রিকেটে হইচই ফেলা মায়াঙ্ক আগরওয়ালকে। মিডল অর্ডারে হনুমারও আরও সুযোগ পাওয়া দরকার। খেলানো যেত লিস্ট এ ক্রিকেটে রেক্রড করা জোরে বোলার মহম্মদ সিরাজকেও। এই ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধেও পরীক্ষা নিরীক্ষার রাস্তায় গেল না ভারত।

১২ জনের ঘোষিত দল

১২ জনের ঘোষিত দল

বিরাট কোহলি (অধিনায়ক), কেএল রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কূলদীপ যাদব, মহম্মদ শামী, উমেশ যাদব, শর্দুল ঠাকুর।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Team India for the 2nd Test against Windies at Hyderabad 🇮🇳 <a href="https://twitter.com/hashtag/INDvWI?src=hash&ref_src=twsrc%5Etfw">#INDvWI</a> <a href="https://t.co/QMgNm6jf4Q">pic.twitter.com/QMgNm6jf4Q</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1050261411056812032?ref_src=twsrc%5Etfw">October 11, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

English summary
India has named 12-member shortlist for the India vs West Indies 2nd test. Mayank Agarwal, Hanuma Vihari and Mohd Siraj are not there in the list.&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X