
কারা বাদ
বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বল হাতে একেবারেই দাগ কাটতে পারেননি বাঁ-হাতি খলিল আহমেদ। সেকারণে তাকে বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার দলে ফিরলেন। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ না পাওয়া সঞ্জু স্যামসানকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে রাখা হল না । যা নিয়ে সমালোচনা তুঙ্গে।

কারা এলেন
পিঠের চোটের কারণে দলের বাইরে ছিলেন ভুবনেশ্বর কুমার। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওডিআই দুই দলেই সুযোগ পেয়েছেন ভুবনেশ্বর। অন্যদিকে দলে কামব্যাক করেছেন কেদার যাদব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই দলে সুযোগ পেয়েছেন তিনি।

পন্থের সুযোগ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওডিআই দুই সিরিজেই ঋষভ পন্থ সুযোগ পেয়েছেন। বাংলাদেশ সিরিজে তাঁর পারফর্ম্যান্স নিয়ে তুমুল আলোচনা হলেও আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে থাকবেন পন্থ।

রোহিতকে বিশ্রাম নয়
টানা ম্যাচের মধ্যে থাকার কারণে রোহিত শর্মাকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে মনে করা হলেও তাঁকে এই মুহূর্তে বিশ্রাম দেওয়া হচ্ছে না। দুই স্কোয়াডেই রয়েছেন হিটম্যান

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড
বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, ওয়াশিংটন সুন্দর।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড
বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, ঋষভ পন্থ, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভালো পারফর্ম্যান্স করার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই স্কোয়াডে জায়গা করে নিলেন শিবম দুবে।
অন্যদিকে টি-টোয়েন্টিতে সফল হওয়ায় ওডিআইতে সুযোগ পেলেন দীপক চাহার