For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসি ক্রমতালিকা, অনেকটা এগোলেন পৃথ্বী-ঋষভ, এগোলেন এই দুই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারও

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকায় এগোলেন পৃথ্বী শ ও ঋষভ পন্থ। 

  • |
Google Oneindia Bengali News

রাজকোটের পর হায়দরাবাদ টেস্টেও ভারত মাত্র তিনদিনেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে। দুই টেস্টেই ভারতের দুই তরুণ ক্রিকেটার পৃথ্বী শ ও ঋষভ পন্থ ভারততের জয়ে বড় ভূমিকা নিয়েছেন। ভাল খেলার পুরস্কার পেলেন তাঁরা। দুই টেস্টের এই সিরিজ ভারতের এই দুই তরুণকে অনেকটা এগিয়ে দিল আইসিসির সাম্প্রতিকতম টেস্ট ব্যাটম্যানদের তালিকায়।

তাঁদের সঙ্গে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে ভারতের টেস্ট দলের সহঅধিনায়ক আজিঙ্কা রাহানের ও ১০ উইকেট নেওয়া জোরে বোলার উমেশ যাদবেরও। ওয়েস্ট ইন্ডিজ হারলেও তাদের দুই ক্রিকেটার অধিনায়ক জোসন হোল্ডার ও রোস্টন চেজও অনেকটা এগিয়েছেন ক্রমতালিকায়।

শাহরুখ-কাজল

শাহরুখ-কাজল

দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে-র একেবারে শেষে বিখ্যাত ট্রেন দৃশ্যের মতো -দৃশ্য এই সিনেমাতেও থাকছে। সম্প্রতি বুলগেরিয়াতে হল সেই শুটিং।

পৃথ্বী শ

পৃথ্বী শ

এই বছরের শুরুতেই নিউজিল্যান্ডে ভারতের অনুর্ধ ১৯ দলকে অনুর্ধ ১৯ আইসিসি বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছিলেন পৃথ্বী। অভিষেক সিরিজ তিনি স্মরণীয় করে রেখেছেন ম্যান অব দ্য সিরিজ হয়ে। হায়দরাবাদ টেস্টে মারকাটারি ৭০ ও অপরাজিত ৩৩ রানের ইনিংসের সুবাদে তিনি আপাতত আইসিসি টেস্ট ক্রমতালিকায় ১৩ ধাপ এগিয়ে ৬০তম স্থানে রেছেন। রাজকোটে অভিষেক হওয়ার পর তিনি প্রথমবার আইসিসি টেস্ট ব্য়াটসম্যানদের তালিকায স্থান পেযে়ছিলেন। সেই সময় তাঁর স্থান ছিল ৭৩তম।

শাহরুখ খান

শাহরুখ খান

বুলগেরিয়ায় শুটিংয়ের ফাঁকে বলিউড বাদশা শাহরুখ খান।

ঋষভ পন্থ

ঋষভ পন্থ

ভারতের এই বাঁহাতি উইকেট রক্ষক ব্যাচটসম্যান ইংল্যান্ডের মাটিতে অভিষেক ঘটানোর পর সিরিজ শুরু করেছিলেন আইসিসি ক্রমতালিকায় ১১১তম স্থানে। রাজকোট ও হায়দরাবাদ, দুই টেস্টেই তিনি নিশ্চিত শতরান হারিয়েছেন। দুই টেস্টেই তিনি ৯২ রানে আউট হন। শতরান হারালেও সিরিজের পর তাঁর টেস্ট ক্রমতালিকায় অবাবনীয় উন্নতি ঘটেছে। এই মুহূর্তে তাঁর ক্রম ৬২।

কাজল

কাজল

বেশ কিছুদিন পর ফের একবার বলিউড ছবিতে কাজ করছেন তনুজা কন্য়া কাজল।

আজিঙ্কা রাহানে

আজিঙ্কা রাহানে

হায়দরাবাদ টেস্টের আগে ১১ ইনিংসে মাত্র ২টি অর্ধশতরান পেয়েছিলেন রাহানে। কিন্তু এই সিরিজের শেষ টেস্টে তাঁর লড়াকু ৮০ রানের সৌজন্যে ভারের টেস্ট দলের সহঅধিনায়কও ৪ ধাপ উঠে ফের ঢুকে পড়েছেন প্রথম ২০ জন ব্যাটম্যানের মধ্যে। এই মুহূর্তে ক্রমতালিকায় তাঁর স্থান ১৮।

শুটিং স্পটে

শুটিং স্পটে

বুলগেরিয়াতে 'দিলওয়ালে'-র একটি দৃশ্য়ে কাজলকে প্রেমপ্রস্তাব দিচ্ছেন শাহরুখ।

উমেশ যাদব

উমেশ যাদব

হায়দরাবাদ টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট ১০ উইকেট দখল করে ভারের জাতীয় নির্বাচকদের কাজটাই শুধু কঠিন করে দেননি উমেশ যাদব। তাঁর এই দুর্দান্ত পারফরম্যান্সের জোরে তিনিও বোলাদের তালিকায় ৪ ধাপ উঠে পৌঁছেছেন ২৫তম স্থানে।

বিরতিতে

বিরতিতে

বেশ কয়েকদিন ধরে বুলগেরিয়াতে ছবির শুটিং করেছেন শাহরুখ-কাজল। শুটিংয়ের ফাঁকে এভাবেই চলেছে জমিয়ে আড্ডা।

জেসন হোল্ডার

জেসন হোল্ডার

ভারতের বিরুদ্ধে একেবারে নাস্তানাবুদ হতে হলেও তাঁর মধ্যেই নিজের চরিত্র স্পষ্ট করে দিয়েছেন তাদের অধিনায়ক জেসন হোল্ডার। প্রথম টেস্টে তিনি খেলেননি। হায়দরবাদে প্রথম ইনিংসে তিনি ৫৬ রান দিয়ে ৫ উইকেট দখল করেন। বোলারদের তালিকায় ৪ ধাপ এগিয়ে এই মুহূর্তে তাঁর কেরিয়ারকের সেরা নবম স্থানে রয়েছেন। আর ব্যাটে তাঁর কেরিয়ারের প্রথম অর্ধশতরানের ফলে ব্যাটসম্যানদের তালিকায় উঠেছেন ৩ ধাপ, আছেন ৫৩তম স্থানে। আর অলরাউন্ডারদের তালিকায় তিনি ভার্নন ফিলান্ডারকে পিছনে ফেলে উঠে এসেছেন তিন নম্বরে।

শাহরুখ-কাজল

শাহরুখ-কাজল

ফের একবার সেলুলয়েডের পর্দায় আসতে চলেছে বলিউডের অন্যতম সেরা অন স্ক্রিন জোড়ি শাহরুখ-কাজল। পর্দার বাইরেও দারুণ সম্পর্ক শাহরুখ-কাজলের।

রোস্টন চেজ

রোস্টন চেজ

ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্য়ানদের মধ্যে যিনি ভারতের মাথা ব্যাথার কারণ হয়েছিলেন সেই রোস্টন চেজেরও উন্নতি হয়েছে ক্রমতালিকায়। হায়দরাবাদে প্রথম ইনিংসে শতরানের ফলে আইিসি টেস্ট ব্যাটসম্য়ানদের তালিকায় ১০ ধাপ উঠে তিনি ৩১তম স্থানে রয়েছেন।

বরুণ-কৃতী

বরুণ-কৃতী

শাহরুখ-কাজল ছাড়াও এই সিনেমায় রয়েছেন বরুণ ধাওয়ান ও কৃতী শ্যানন।

বরুণ ধাওয়ান

বরুণ ধাওয়ান

শুটিংয়ের ফাঁকে ফেরারি নিয়ে সেলফি বরুণের।

দিলওয়ালের গানের দৃশ্যে বরুণ

দিলওয়ালের গানের দৃশ্যে বরুণ

দিলওয়ালেতে অনেকগুলি গান রয়েছে। ১৩ তম গানের দৃশ্যে শুটিং করছেন বরুণ।

শুটিংয়ে ব্যস্ত বরুণ

শুটিংয়ে ব্যস্ত বরুণ

গানের দৃশ্য়ে শুটিং করছেন বরুণ। কড়া নজর পরিচালক রোহিত শেট্টির।

দলগত তালিকায় কোনও পরিবর্তন অবশ্য ঘটেনি। ক্রমতালিকায় অনেক পিছনে থাকা ওয়েস্ট ইন্ডিজকে হারানোর ফলে ভারতের মাত্র ১ পয়েন্ট লাভ হযেছে। ওয়েস্ট ইন্ডিজের ক্ষতিও সেই ১ পয়েন্টই।

English summary
Prithvi Shaw and Rishabh Pant have surged in the ICC ranking for test batsmen after West Indies series.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X