For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্ধশতরান হাঁকিয়ে ব্যাটে ত্রাতা রবীন্দ্র জাদেজা, কোহলিকে কেন ধন্যবাদ দিলেন জাড্ডু

য়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৯৭ রান অলআউট হয়েছে ভারত।১১২ বল খেলে ৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৫৮ রানে ইনিংস খেলেন জাদেজা

  • |
Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৯৭ রানে অলআউট হয়েছে ভারত।

শুরুতে কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েলদের বোলিংয়ের সামনে ভারতীয় টপ অর্ডার ধরাশায়ী হলেও ইনিংসের হাল ধরেন রাহানে। সহঅধিনায়কের ব্যাটে এসেছে ৮১ রান। এরপর লোয়ার অর্ডারে দুরন্ত ইনিংস রবীন্দ্র জাদেজার।

১১২ বল খেলে ৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৫৮ রানের ইনিংস খেলেন। স্যার জাদেজার এই রানে ভর করেই দ্বিতীয় দিন ২৯৭ রানের স্কোরে পৌঁছয় ভারতীয় দল। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন জাড্ডু। টেস্ট কেরিয়ারে এটি জাদেজার ১১ তম হাফ সেঞ্চুরি।

অধিনায়ককে ধন্যবাদ দিলেন জাদেজা

অধিনায়ককে ধন্যবাদ দিলেন জাদেজা

দুরন্ত ইনিংস খেলে অধিনায়ককে ধন্যবাদ দিলেন জাদেজা। তিনি বলেন, 'দলের ক্যাপ্টেন আমার উপর আস্থা রেখেছিল। ব্যাট হাতে দলকে ভালো রানে পৌঁছে দিয়ে কোহলির সেই ভরসার মান রাখতে পারলাম।'

টেলেন্ডারদের সঙ্গে লড়াই

টেলেন্ডারদের সঙ্গে জুটি বেঁধে দলকে তিনশোর রানের কাছে পৌঁছে দিয়ে নিজের ইনিংস সম্পর্কে জাড্ডু বলেছেন, 'ঋষভ আউট হওয়ার পর গেমপ্ল্যানে পরিবর্তন করি। টেলেন্ডারদের সঙ্গী করে পার্টনারশিপ তৈরি করাই আমার লক্ষ্য ছিল। ধাপে ধাপে সেই লক্ষ্যে এগিয়েছি। অধিনায়ক যখন বিশ্বাস রাখেন, তখন এরকম আরও গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিয়ে তাঁর আস্থার মান রাখতে চাই।'

প্রসঙ্গত অষ্টম উইকেটে ইশান্তের সঙ্গে জুটিতে ৬০ রান জোড়েন রবীন্দ্র জাদেজা। সেই সঙ্গে শেষ আট ইনিংসে এটি জাদেজার চতুর্থ পঞ্চাশ প্লাস স্কোর।

বিশ্বকাপেও অধিনায়কের আস্থার মান রেখেছিলেন

প্রসঙ্গত ইংল্যান্ডের মাটিতে ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭৭ রানের ইনিংস(৫৯ বলে) খেলে দারুণ লড়াই করেছিলেন জাদেজা। শেষ পর্যন্ত যদিও ভারত ম্যাচ হারে ১৮ রানের ব্যবধানে।

 সংক্ষিপ্ত স্কোর

সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংস ২৯৭(অলআউট)
ওয়েস্ট ইন্ডিজ ১৮৯/৮( ইশান্ত শর্মা ৪২/৫)। ভারত এগিয়ে ১০৮ রানে।

English summary
Ind vs Wi: Ravindra Jadeja hit 58 against wi in 1st innigs thanks virat for shown faith on him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X