For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদৌ কি রিহ্যাব হয়েছিল শর্দুলের! বিসিসিআই-এর প্রশ্নের মুখে এনসিএ-র রিহ্যাব প্রোগ্রাম

হায়দ্রাবাদ টেস্টে মাত্র ১০ বল করার পর পেসার শর্দুল ঠাকুর চোট পাওয়ার পর বিসিবিআই-এর প্রশ্নের মুখে এনসিএ-র রিহ্যাব প্রোগ্রাম।
 

  • |
Google Oneindia Bengali News

২০১৬ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই প্রথম টেস্ট দলে ডাক পেয়েছিলেন শর্দুল ঠাকুর। তারপর থেকে দুবছর তিনি ভারতের টেস্ট দলের সঙ্গে ব্যাক আপ পেসার হিসেবে ঘুরেছেন। এরমধ্যে ৫টি একদিনের আন্তর্জাতিক ও ৭টি টি২০ খেলা হয়ে গিয়েছে তাঁর। কিন্তু সাদা জার্সিতে শিকে ছেঁড়েনি।

অবশেষে সেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই সুযোগ পেলেন প্রথম একাদশে। কিন্তু মাত্র ১০ বল করতে না করতেই দুর্ভাগ্যের শিকার হতে হল তাঁকে। চোট পেয়ে বেরিয়ে যেতে হয়েছে মাঠ ছেড়ে। তিনি আর এই টেস্টে বল করতে পারবেন না - একথা সরকারিভাবে ঘোষণা না করা হলেও স্পষ্টই বোঝা যাচ্ছে। আর এতেই প্রশ্নের মুখে পড়েছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম।

ডিমনা লেক

ডিমনা লেক

দলমা পাহাড়ে পাদদেশে অবস্থিত এই ডিমনা লেক। ঝাড়খণ্ডের মানুষের কাছে সেরা পিকনিক স্পট বলা যেতে পারে একে। এই লেকে আপনি বোটিং ও সাঁতারও কাটতে পারবেন।

শর্দুলের চোট ফিটনেসজনিত

শর্দুলের চোট ফিটনেসজনিত

মাঠে ক্রিকেটাররা চোট পেতেই পারেন। কিন্তু শর্দুল ঠাকুরের কুঁচকিতে টান লেগেছে। এই ধরণের চোট মাঠে খেলতে গিয়ে আঘাত পেয়ে হয় না, হয় ফুটনেসের অভাবে। মনে করা হচ্ছে ফিটনেসের অভাবেই মাত্র ১.৪ ওভার বল করতে না করতেই চোট পেয়েছেন এই তরুণ জোরে বোলার।

জুবিলি পার্ক

জুবিলি পার্ক

জামশেদপুরের এই পার্কটি আকারে বেশ বড়। নানা ধরনের ফুলের গাছে সুসজ্জিত বাগান সন্ধ্য়াবেলা ঝরনা ও আলোর সাজে অপরূপ লাগে।

পুরনো চোট কি আদৌ সেরেছিল

পুরনো চোট কি আদৌ সেরেছিল

এই কুঁচকির টানের জন্যই কিন্তু হংকং ম্যাচের পর এশিয়া কাপের স্কোয়াড ছেড়ে দেশে ফিরে আসতে হয়েছিল শর্দুলকে। কাজেই হায়দরাবাদ টেস্টের প্রথম দিন শর্দুলের পাওয়া চোট নতুন নয়। পুরনো সমস্যাই ফিরে এসেছে।

স্যর দোরাবজী টাটা পার্ক

স্যর দোরাবজী টাটা পার্ক

জামশেদজী টাটার জ্য়েষ্ঠ পুত্র স্যর দোরাবজীর নামে সুসজ্জিত এই পার্কটি জামশেদপুরের অন্যতম আকর্ষণ।

দেশে ফেরার পর আদৌ কি রিহ্যাব হয়েছিল শর্দুলের

দেশে ফেরার পর আদৌ কি রিহ্যাব হয়েছিল শর্দুলের

দেশে ফেরার পর সব চুক্তিবদ্ধ ক্রিকেটারের মতো শর্দুলেরও রিহ্যাবের বন্দোবস্ত হয়েছিল ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের আওতাতেই। কিন্তু দিন কয়েকের মধ্যেই তাঁকে সম্পূর্ণ ফিট ঘোষণা করে শংসা দেয় ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি। ফলে ১০ দিন পরেই মুম্বইয়ের হে তিনি বিজয় হাজারে ট্রফি খেলতে নেমে গিয়েছিলেন। এরপরই টেস্টে হল করতে গিয়ে ফের পুরনো চোটই ফিরে আসায় প্রশ্ন উঠতে শুরু করেছে তাঁর রিহ্যাব নিয়ে।

টাটা স্টিল জুলজিক্যাল পার্ক

টাটা স্টিল জুলজিক্যাল পার্ক

খারকাই নদী ও সুবর্ণরেখা নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই পার্কটিতে বন্যপ্রাণীতে ঠাসা। এই চিড়িয়াখানায় পরিযায়ী পাখিদের ভিড় লেগেই থাকে। এছাড়া নদীতে বোটে চড়েও আপনি ভ্রমণ করতে পারবেন।

বিসিসিআই কী বলছে

বিসিসিআই কী বলছে

ঘটনাচক্রে শর্দুল চোট পাওয়ার মাত্র ২দিন আগেই ভারতীয় ক্রিকেটের সবপক্ষকে নিয়ে বৈঠকে বসেছিলেন ক্রিকেট প্রশাসক কমিটির সদস্যরা। এরপরই শর্দুলের এই চোটের ঘটনায় বোর্ড কর্তারা ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির উপর যারপর নাই ক্ষুব্ধ বলে জানা গিয়েছে। অ্যাকাডেমির দুই সিওও তুফান ঘোষ ও আশীষ কৌশিকের কাছে এই নিয়ে জবাবদিহিও চাওয়া হতে পারে। জানা গিয়েছে এর আগেই প্রশাসনিক কমিটির কাছে এনসিএ ঠিকমতো চলছে না বলে অভিযোগ জানিয়েছিলেন কোষাধক্ষ্য অনিরুদ্ধ চৌধুরি। কিন্তু সেই অভিযোগের কোনও জবাব আসেনি।

দলমা ওয়াইন্ডলাইফ স্যানচুয়ারি

দলমা ওয়াইন্ডলাইফ স্যানচুয়ারি

হরিণ, ভালুক, বাঘ, চিতা ও নানা বন্যপ্রাণ এখানের সেরা আকর্ষণ।

এনসিএ-এর বক্তব্য

এনসিএ-এর বক্তব্য

মাইখেল বেঙ্গলির পক্ষ থেকে বারবার আশীষ কৌশিককে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। আর তুফান ঘোষকে ফোনে পাওয়াই যায়নি। তাই এই নিয়ে তাঁদের বক্তব্য জানা যায়নি। সংবাদমাধ্যমকে এড়িয়ে গেলেও, বোর্ড কর্তাদের রোষ শেষ পর্যন্ত তাঁরা এড়াতে পারেন কিনা সেটাই দেখার।

মাইথন বাঁধ

মাইথন বাঁধ

ঝাড়খণ্ডের সেরা আকর্ষণ মাইথন বাঁধ। দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম এই এই মাইথন বাঁধটিতে মাটির তলায় পাওয়ার স্টেশন তৈরি হয়। এখানকার বাঁধের জলাশয়ে বোটিং খুব জনপ্রিয়।

 শক্তি মন্দির

শক্তি মন্দির

মা দুর্গার নামে তৈরি এই মন্দিরে রয়েছে 'অখণ্ড জ্যোতি' শিখা যা বৈষ্ণুদেবী থেকে আনা হয়েছে।

তোপচাঁচি লেক

তোপচাঁচি লেক

মানুষের তৈরি এই লেকটি জঙ্গল ও পাহাড়ে ঘেরা জায়গায় অবস্থিত। ঝাড়খণ্ডের মানুষের কাছে সেরা পিকনিক স্পটগুলির একটি এই লেক।

বীরসা-মুণ্ডা পার্ক

বীরসা-মুণ্ডা পার্ক

এই পার্কে ছোটদের নানা ধরনের রাইড রয়েছে তাছাড়া জায়গাটি অত্যন্ত মনোরম।

পাঞ্চেত বাঁধ

পাঞ্চেত বাঁধ

এখানে তৈরি জলবিদ্যুৎ সারা ঝাড়খণ্ডে সাপ্লাই হয়। মাইথন বাঁধের খুব কাছেই অবস্থিত এটি। এর জলাশয়ে প্রচুর পরিমাণে রুই, কাতলা, মৃগেলের চাষ হয়।

ধানবাদ কয়লাখনি

ধানবাদ কয়লাখনি

কয়লা খাদানের জন্য বিখ্য়াত এই এলাকা। পর্যটকেরা ঝাড়খণ্ডে এলে কয়লা খাদানগুলি একবার ঢুঁ মেরে যান।

ম্যাসাঞ্জোর বাঁধ

ম্যাসাঞ্জোর বাঁধ

ময়ুরাক্ষী নদীর উপর নির্মিত এই বাঁধটি পর্যটকদের সেরা ঠিকানা।

টাটলোই উষ্ণ প্রস্রবন

টাটলোই উষ্ণ প্রস্রবন

এই উষ্ণ প্রস্রবনটিও ঝাড়খণ্ডের ভ্রমণ পিপাসুদের কাছে অন্যতম চেনা জায়গা। শীতের সময়ে বহু মানুষ এখানে স্নানের উদ্দেশ্যে ভিড় জমান।

বাবা সোমেশ্বরনাথ মন্দির

বাবা সোমেশ্বরনাথ মন্দির

এই শিব মন্দিরটিও দর্শনার্থীদের পরিচিত গন্তব্যস্থল।

এর আগে গত কয়েক মাসে ভূবনেশ্বর কুমার, ঋদ্ধিমান সাহা, আর অশ্বিন, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল - একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটোরকবলে পড়েছেন। তারপরেও এনসিএ তাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বড়াই করেছে।

English summary
NCA rehab programme is now under the BCCi scanner as pacer Shardul Thakur got injured during Hyderabad test after delivering just 10 balls. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X