For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফ্লপ পন্থ, হিট শ্রেয়স, ভবিষ্যতের চার নম্বর কে? কোহলি দিলেন বড় ইঙ্গিত

ওয়েস্ট ইন্ডিজ সফরে শ্রেয়সের হিট শো, ফেল করলেন পন্থ। যার পর ক্যাপ্টেন কোহলির গলায় শ্রেয়সের ব্যাটিং নিয়ে ভূয়সী প্রশংসা

  • |
Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিজ সফরে শ্রেয়সের হিট শো, ফেল করলেন পন্থ। যার পর ক্যাপ্টেন কোহলির গলায় শ্রেয়সের ব্যাটিং নিয়ে ভূয়সী প্রশংসা

মেন ইন ব্লু-র ভবিষ্যতের চার নম্বর কে?

মেন ইন ব্লু-র ভবিষ্যতের চার নম্বর কে?

ভারতীয় দলে চার নম্বরে পাকাপাকিভাবে কে? বিশ্বকাপের আগে এই প্রশ্নেরই উত্তরের খোঁজে ছিলেন কোহলি। বিশ্বকাপ কেটে গিয়েছে একমাস হল। এখনও ভারতীয় দলের চার নম্বরে পাকাপাকি কোনও নাম ঠিক করতে পারল না টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপে বিজয় শংকর, ঋষভ পন্থদের পরীক্ষা করা হয়েছে। প্রস্তুতি ম্যাচে লোকেশ রাহুলও খেলেছে এই পজিশনে। তবে পাকাপাকিভাবে কাউকেই এই জায়গায় ফিট করতে পারছে না দল। শ্রেয়সের ইনিংস দেখে এরপর বোধহয় চিন্তামুক্ত হতে পারেন কোহলি।

ক্যারিবিয়ন সফরে শ্রেয়সের পারফর্ম্যান্স

ক্যারিবিয়ন সফরে শ্রেয়সের পারফর্ম্যান্স

টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পাননি। এরপর প্রথম ওডিআই বৃষ্টিতে ধুয়ে যায়। শেষ দুই ওডিআইতে ব্যাটিংয়ের সুযোগ পেতেই টিমকে ভরসা দিলেন ডানহাতি শ্রেয়স আইয়ার। দ্বিতীয় ওডিআইতে ৭১ রান করার পর তৃতীয় ম্যাচে ৬৫ রান। দুই ইনিংসেই শট নির্বাচনে পরিণত ব্যাটিং তুলে ধরেছেন।

পন্থের ব্যর্থতা

পন্থের ব্যর্থতা

সেখানেই ক্যারিবিয়ান সফরে টি-টোয়েন্টি ও ওডিআই মিলিয়ে ৫ ইনিংসে সংগ্রহ যথাক্রমে ০, ৪, ৬৫*,২০, ০! এই চার বার আউটের ক্ষেত্রে প্রতিবারই তাঁর ঝুঁকিপূর্ণ শট নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে।

শ্রেয়সকেই কি তবে চার নম্বরে দেখতে চাইবেন কোহলি

কথার ছলে সেই ইঙ্গিত দিয়ে রাখলেন বিরাট। বর্তমানে পন্থ চারে ও শ্রেয়স ৫ নম্বরে ব্যাট করেন। শ্রেয়সের ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে কোহলি বলেন, 'শ্রেয়সের আত্মবিশ্বাস দারুণ। সিরিজে দুবারই আমার সঙ্গে ব্যাটিং করেছে। লক্ষ্য করলাম শ্রেয়স চাপটা শুষে নিতে জানে। সীমিত ওভারের সিরিজে দলে সুযোগ পেয়ে সেটা দারুণভাবে কাজে লাগাল।'

English summary
Ind vs WI: Shreyas Iyer hit, rishabh pant flop, Virat Kohli praises Shreyas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X