For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভকে টপকে ও ধোনির রেকর্ড ছুঁয়ে ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক বনে গেলেন বিরাট

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যান্টিগায় প্রথম টেস্ট জিতে ভারতীয় অধিনায়ক হিসেবে রেকর্ড গড়লেন বিরাট কোহলি। বিদেশের মাটিতে ভারতীয় অধিনায়কদের মধ্যে সব চেয়ে বেশি টেস্ট ম্যাচ জয়ের কীর্তি গড়লেন বিরাট।

  • |
Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যান্টিগায় প্রথম টেস্ট জিতে ভারতীয় অধিনায়ক হিসেবে রেকর্ড গড়লেন বিরাট কোহলি। বিদেশের মাটিতে ভারতীয় অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ জয়ের কীর্তি গড়লেন বিরাট।

দীপিকা-সিদ্ধার্থ মাল্য

দীপিকা-সিদ্ধার্থ মাল্য

আইপিএল-এ আরসিবি জেতার পর বাবার সামনেই দীপিকা জড়িয়ে ধরে চুমু খেয়ে সংবাদের শিরোনামে এসেছিলেন বিজয় মাল্যর ছেলে সিদ্ধার্থ মাল্য।

সৌরভের কোন রেকর্ড ভাঙলেন বিরাট

সৌরভের কোন রেকর্ড ভাঙলেন বিরাট

ভারতীয় অধিনায়কদের মধ্যে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট জয়ের কীর্তি ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে ২৮টি টেস্ট খেলে ১১টি টেস্ট জিতেছিলেন সৌরভ। রবিবার ক্যারিবিয়ান সফরের প্রথম টেস্ট জিতে বিদেশের মাটিতে ১২টি টেস্ট জয়ের নজির গড়লেন ভিকে। বিদেশের মাটিতে কোহলির নেতৃত্বে ২৬টি টেস্ট খেলে ১২টিতে জয় পেয়েছে ভারত।

মহেশ ভট-পুজা ভট

মহেশ ভট-পুজা ভট

পত্রিকার কভার ফটোর জন্য বাবা মেয়ের জুটি একে অপরের সঙ্গে লিপ লক করে বিতর্ক উস্কেছিলেন।

বিদেশের মাটিতে ভারতীয় টেস্ট অধিনায়কদের সাফল্যের পরিসংখ্যান

বিদেশের মাটিতে ভারতীয় টেস্ট অধিনায়কদের সাফল্যের পরিসংখ্যান

বিরাট কোহিল- ২৬ টেস্ট খেলে ১২টিতে জিতেছেন
সৌরভ গঙ্গোপাধ্যায় ২৮ টেস্ট খেলে ১১টি জিতেছেন
এম এস ধোনি ৩০ টেস্ট খেলে ৬টি জিতেছেন
রাহুল দ্রাবিড় ১৭ টেস্টে ৫টিতে জিতেছেন
মনসুর আলি খান পতৌদি ১৩টি টেস্ট খেলে ৩টিতে জিতেছেন।

রাম জেঠমলানি ও লীনা চন্দ্রভরকার

রাম জেঠমলানি ও লীনা চন্দ্রভরকার

রাম জেঠমালানির সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা হওয়ার পর তাঁর সঙ্গে লিপ লক করে সবাইকে চমকে দিয়েছিলেন কিশোর কুমারের স্ত্রী লীনা চন্দ্রভরকার।

ধোনির কীর্তি স্পর্শ করলেন

ধোনির কীর্তি স্পর্শ করলেন

ভারতীয় অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট জয়ের নজির ছিল ধোনির। ঘরে-বাইরে মিলিয়ে মোট ২৭টি টেস্ট ম্যাচ জিতেছেন ধোনি। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে রবিবার টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে ২৭ ম্যাচ জিতে ধোনির কীর্তি ছুঁয়ে ফেললেন কোহলি।

ধর্মেন্দ্র ও রাম জেঠমালানি

ধর্মেন্দ্র ও রাম জেঠমালানি

একটি অনুষ্ঠানে ধর্মেন্দ্রকে জড়িয়ে ধরে সপাটে চুমু খেয়েছিলেন রাম জেঠমালানি। এদৃশ্য দুঃস্বপ্নেও ভুলবেন না ধর্মেন্দ্র।

দীপিকা ও হোমি আদজানিয়া

দীপিকা ও হোমি আদজানিয়া

ফাইন্ডিং ফ্যানি ছবির প্রচারে দীপিকাকে আচমকা যেভাবে চুমু দিয়েছিলেন হোমি তাতে চমকে উঠেছিলেন খোদ দীপিকাও।

অজয় দেবগণ এবং ঐশ্বর্য রাই

অজয় দেবগণ এবং ঐশ্বর্য রাই

একটি অনুষ্ঠানে অভিষেকের পাশেই ঐশ্বর্যর অজয়ে চুমু দেওয়া সত্যিই আশ্চর্যের।

করিনা ও বিপাশা

করিনা ও বিপাশা

এই দৃশ্যটি বলিউডের এক সময়ের সবচেয়ে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল।

ক্যাটরিনা ও রানি

ক্যাটরিনা ও রানি

ক্যাট ও রানির এই ছবিটি এই দুই অভিনেত্রীকে নিশ্চই এখনও বিড়াম্বনায় ফেলে।

রেখা ও হৃতিক

রেখা ও হৃতিক

একেবারেই স্নেহের পরশে হৃতিককে চুম্বন দিচ্ছেন রেখা, কিন্তু যেভাবে ছবিটি তোলা হয়েছে তাতে বেশ লজ্জায় পড়তে হতে পারে হৃতিককে।

রাখি ও মিকা

রাখি ও মিকা

এই ছবিই সব কথা বলে দেয়। রাখি সাওয়ন্তকে মিকার কিস কার অজানা বলুন তো।

শিল্প শেঠি ও রিচার্ড গেয়ার

শিল্প শেঠি ও রিচার্ড গেয়ার

এইডস সচেতনতা নিয়ে একটি অনুষ্ঠানে এসে একেবারে প্রিটি ওয়ম্যান কায়জায় শিল্পাকে চুমু দিয়েছিলেন রিচার্ড গেয়ার।

বিপাশা ও রোনাল্ডো

বিপাশা ও রোনাল্ডো

পৃথিবীর নয়া সপ্তম আশ্চর্য অনুষ্ঠানে বিপাশাকে চুমু খেয়েছিলেন রোনাল্ডো। তার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না বিপস।

English summary
Ind win against wi by 318 runs, Virat Kohli becomes most successful India captain in overseas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X