For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম রানে জয় ভারতের, কোহলিরা ম্যাচ জিতলেও দিল জিতল আফগানিস্তান

সাউদাম্পটনে ভারত বনাম আফগান ম্যাচের আগে এটাই ছিল ক্যাচলাইন। আইসিসি'র ওয়ান ডে ক্রমতালিকায় দুই নম্বরে রয়েছে ভারত আর দশ নম্বরে আফগানিস্তান।

  • |
Google Oneindia Bengali News

দুই বনাম দশের লড়াই!

সাউদাম্পটনে ভারত বনাম আফগান ম্যাচের আগে এটাই ছিল ক্যাচলাইন। আইসিসি'র ওয়ান ডে ক্রমতালিকায় দুই নম্বরে রয়েছে ভারত আর দশ নম্বরে আফগানিস্তান। ক্রমতালিকার দুই প্রান্তের দুই দলের লড়াইয়েই এত মশলা থাকবে আন্দাজ ছিল না ক্রিকেটবিশ্বের! কান ঘেঁষে মান বাঁচিয়ে ভারত ১১ রানে ম্যাচ জিতলেও হৃদয় জিতল আফগানিস্তান।

ম্যাচে টস ভাগ্য সাথ দেয় কোহলির। টস জিততেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত কাপ্তানের। পরিকল্পনা একটাই, স্কোরবোর্ডে পাহাড়প্রমাণ রান তোল আর আফগানদের বড় ব্যবধানে হারাও।যার অর্থ নেট রান রেট বাড়িয়ে নেওয়া।

কোহলিদের সেই পরিকল্পনাতেই ধাক্কা দিয়ে ক্রিকেটদুনিয়ার সামনে নিজেদের পরিচয় তৈরি করল আফগান দল। শুরুতে রোহিতকে স্পিন ভেল্কিতে সাজঘরে ফেরালেন মুজিব। গত ম্যাচের শতরান মেকার বোল্ড অনলি ফর ১!

পরে রাহুল ফিরলেন নিজের দোষে। তাঁকে ৫৩ বলে ৩০ এর বেশি পেটাতে দেখনি নবি-রশিদরা। কোহলি উইকেটের চরিত্র বুঝে ক্লাস পেয়ারের উদাহরণ রেখে খেলে গেলেন। ৬৩ বলে তাঁর সংগ্রহ ৬৭। কোহলির লড়াইয়ের চেয়ে দিনের সেরা বিজ্ঞাপন হতে পারে রহমত, আফতাবদের বোলিং। চলতি বিশ্বকাপ বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানের সামনে কামিন্স, আমির, স্টার্করা যেখানে ফেল করেছেন সেখানেই চোখে চোখ রেখে আফগান বোলিং ইউনিট লড়াই করে গিয়েছে। যার ফলও মিলেছে হাতে নাতে। অর্ধশতরানের পর ১৭ রান জুড়েই নবির শিকার হয়ে সাজঘরের রাস্তা ধরেছেন ভিকে।

রশিদদের পরিকল্পনামাফিক আঁটোসাঁটো বোলিংয়ের সামনে ধোনি- কেদাররাও হাত খোলার সুযোগ পাননি। তাও কেদারের ৫২ রানে মানরক্ষে। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে অনেক লড়াই করে ২২৪ রান!

স্কোরটা ইন্ডিয়াসুলভ নয়, তবুও বুমরাহ, হার্দিক আর শামিররা আশা দেখিয়েছিলেন। পরে নবির অর্ধশতরানে ক্রমে সেই আশা ফিঁকে হতে থাকে।২২৫ রান তাড়া করতে নেমে ম্যাচের শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় প্রয়োজন ১৬ রান। এরপর শামির হ্যাটট্রিকে কান ঘেঁষে মান বাঁচায় ভারত। কোহলিরা আফগানিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় ১১ রানে। ভারত ম্যাচ জিতলেও আফগানদের এই লড়াইকে সেলাম জানাচ্ছে ক্রিকেট দুনিয়া।

পরিসংখ্যান বলছে বিশ্বকাপের ইতিহাসের এটাই রানের বিচারে সবচেয়ে কম ব্যবধানে জয় ভারতের

১১ রানে জয়, প্রতিপক্ষ আফগানিস্তান, সাউদাম্পটন ২০১৯

১৬ রানে জয়, প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেঙ্গালুরু ১৯৮৭

২৯ রানে জয়, প্রতিপক্ষ পাকিস্তান, মোহালি ২০১১

English summary
IND Win Match, AFG Win Hearts in ind vs afg match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X