For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মায়াঙ্কের অতিমানবিক ব্যাটিং-এ ভর করে রানের পাহাড়ে ভারত


 মায়াঙ্ক আগরওয়ালের অতিমানবিক ব্যাটিং-এ ভর করে রানের পাহাড়ে অবস্থান করছে ভারত। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে যা পরিস্থিতি, তা ভারতের ম্যাচ হারার কোনও সম্ভাবনা নেই।

  • |
Google Oneindia Bengali News

মায়াঙ্ক আগরওয়ালের অতিমানবিক ব্যাটিং-এ ভর করে রানের পাহাড়ে অবস্থান করছে ভারত। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে যা পরিস্থিতি, তা ভারতের ম্যাচ হারার কোনও সম্ভাবনা নেই। ম্যাচ ড্র করাও বাংলাদেশের পক্ষে সম্ভব নয় বলেই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। দ্বিতীয় দিনে ৬ উইকেট হারিয়ে ৪৯৩ রানে থামল ভারত। প্রথম ইনিংসে বাংলাদেশের থেকে ৩৪৩ রানে এগিয়ে রয়েছেন বিরাট কোহলিরা।

মায়াঙ্কের অতিমানবিক ব্যাটিং-এ ভর করে রানের পাহাড়ে ভারত

ইন্দোর টেস্টে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৫৮.৩ ওভারে মাত্র ১৫০ রানে অল আউট হয়ে যান টাইগার্সরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন মুশফিকুর রহিম। ভারতের হয়ে ৩ উইকেট নেন মহম্মদ শামি। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার রোহিত শর্মাকে (৬) হারায় ভারতীয় দল। দলের দ্বিতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ও চেতেশ্বর পূজারার মধ্যে ৮৯ রানের পার্টনারশিপ হয়। ৭২ বলে ৫৪ রান করে আউট হন পূজারা। শূণ্য রানে সাজঘরে ফিরে যান ভারত অধিনায়ক বিরাট কোহলিও।

পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারতীয় দলকে ভরসা জোগান অজিঙ্ক রাহানে। ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে তাঁর ১৯০ রানের পার্টনারশিপ হয়। ১৭২ বলে ৮৬ রান করে আউট হন রাহানে। তবে অন্যদিকে মায়াঙ্কের ব্যাট তোপ দাগতেই থাকে। ১২তম টেস্ট ইনিংসে কেরিয়ারের দ্বিতীয় দ্বিশতরান হাঁকিয়ে এক অনন্য নজির গড়েন এই কর্নাটকী ব্যাটসম্যান। ৩৩০ বলে ২৪৩ রান করে থামেন তিনি। ২৮টি চার ও ৮টি ছক্কা হাঁকান তিনি। ঝড় থামলেও ততক্ষণে ম্যাচের প্রথম ইনিংসে ভারতের লিড ৩০০ ছাড়িয়েছে।

মায়াঙ্ক আগরওয়ালের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার মানসিকতা নিয়ে ব্যাট করতে শুরু করেন রবীন্দ্র জাদেজা। দিনের শেষে ৭৬ বলে ৬০ রান করে অপরাজিত আছেন তিনি। অন্যদিকে নেমেই তিনটি ছক্কা হাঁকানো উমেশ যাদব ১০ বলে ২৫ রানে ব্যাট করছেন। বাংলাদেশের হয়ে চার জন ভারতীয় ব্যাটসম্যানকে আউট করেন পেসার আবু জায়েদ। একটি করে উইকেট নেন এবাদত হোসেন ও মেহেদি হাসান।

English summary
India 343 runs ahead of Bangladesh at the second day of Indore test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X