For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় টেস্টে গো হারা হারিয়ে সিরিজ জিতল ভারত

দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় টেস্টে গো হারা হারিয়ে সিরিজ জিতল ভারত

  • |
Google Oneindia Bengali News

পুনে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে এক ইনিংস ও ১৩৭ রানে হারিয়ে ঘরের মাঠে সিরিজ জিতল ভারত। পেসার উমেশ যাদব, স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিনের দাপটে দ্বিতীয় টেস্টেও প্রোটিয়াদের গো হারা হারাল ভারত। ম্যাচে দুর্দান্ত তিনটি ক্যাচ নিয়ে স্মরণীয় হয়ে থাকলেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। অধিনায়ক বিরাট কোহলির ২৫৪ ও মায়াঙ্ক আগরওয়ালের ১০৮ ভারতের জয়ে প্রধান ভূমিকা নেয়।

টসে জিতে ব্যাট

টসে জিতে ব্যাট

সিরিজে ১-০ ফলে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুনে টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল ভারত। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে টসে জিতে ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

 প্রথম ইনিংসে বিরাট ক্যারিশমা

প্রথম ইনিংসে বিরাট ক্যারিশমা

পুনে টেস্টে আগে ব্যাট করেতে নেমে শুরুতেই ভাইজাক ম্যাচের হিরো রোহিত শর্মাকে হারায় ভারত। দলের অন্য ওপেনার মায়াঙ্ক আগরওয়াল এই টেস্টেও শতরান করেন। ১০৮ রান করে আউট হন কর্নাটকী। অর্ধ শতরান করেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে। পুনে ম্যাচে কেরিয়ারের সপ্তম দ্বিশতরান করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ২৫৪ রানে তিনি অপরাজিত থাকেন। ৯১ রান করে আউট হন রবীন্দ্র জাদেজা। পাঁচ উইকেটের বিনিময়ে ৬০১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে টিম ইন্ডিয়া।

দক্ষিণ আফ্রিকার ইনিংসে ধস

দক্ষিণ আফ্রিকার ইনিংসে ধস

পুনে টেস্ট ম্য়াচের প্রথম ইনিংসে পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে প্রথম ইনিংসে ২৭৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। প্রোটিয়াদের হয়ে কিছুটা লড়েন অধিনায়ক ফাফ ডু প্লেসিস (৬৪), স্পিনার কেশব মহারাজ (৭২) ও ভেরনন ফিলেন্ডার (৪৪)। ভারতের হয়ে ৪ উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন। ৩ উইকেট নেন উমেশ যাদব। ২ উইকেট নেন মহম্মদ শামি।

ফলো অন

ফলো অন

ম্যাচের চতুর্থ দিনের সকালে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ফলো-অনে ডাকে ভারত। দিনের প্রথম ওভারেই প্রোটিয়া ওপেনার এইডেন মার্করামকে শূণ্য রানে ফিরিয়ে দেন ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মা। একে একে সাজঘরের পথে হাঁটা লাগান দক্ষিণ আফ্রিকার সব তাবড় ব্যাটসম্যানও। প্রোটিয়া ওপেনার ডিন এলগার (৪৮), টেম্বা মাভুবা (৩৮), ফিলেন্ডার (৩৭) ও কেশব মহারাজ (২২) কিছুটা লড়লেও শেষরক্ষা হয়নি। দ্বিতীয় ইনিংসে ৩টি করে উইকেট নেন উমেশ যাদব ও রবীন্দ্র জাদেজা। ২ উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন।

দুর্দান্ত ঋদ্ধি

দুর্দান্ত ঋদ্ধি

ম্যাচের দুই ইনিংসেই উমেশ যাদবের বলে প্রোটিয়া ব্যাটসম্যান ডে ব্রুইনকে যথাক্রমে ডান দিকে ও বাঁ-দিকে ঝাঁপিয়ে ক্যাচ নিয়ে আউট করে ভারতের পক্ষে ম্যাচ ঘোরান উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। রবীচন্দ্রন অশ্বিনের বলে প্রোটায়া অধিনায়ক ফাফ ডু প্লেসিসের দুর্দান্ত ক্যাচও নেন ঋদ্ধি।

English summary
India beat South Africa in the second test and win the series
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X