For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট সিরিজ হোয়াইট ওয়াশ

রাঁচি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ইনিংস ও ২০২ রানের জয় পেয়েছে ভারত। এদিনই ইতিহাসের পাতায় স্থান করে নিল বিরাট কোহলি ব্রিগেড।

  • |
Google Oneindia Bengali News

রাঁচি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ইনিংস ও ২০২ রানের জয় পেয়েছে ভারত। একই সঙ্গে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে বিরাট কোহলি ব্রিগেড। কী নজির গড়লেন তাঁরা এক নজরে দেখে নিন।

ফওয়াদ খান

ফওয়াদ খান

পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খান সদ্য ভারতে এসে বেশ সফলতার সাথে কাজ করছেন। পাকিস্তানি ধারাবাহিক 'জিন্দেগি গুলজার হ্যায়' তে মুখ্য ভূমিকায় অভিনয় করছিলেন। এরপর সোনম কাপুরের সাথে জুটি বেঁধে 'খুবসুরত' ছবিতে অভিনয় করেন। এরপর 'কাপূর এ্যন্ড সনস' ছবিতে অভিনয় করেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন।

প্রথম হোয়াইট ওয়াশ

প্রথম হোয়াইট ওয়াশ

নিজেদের মাঠ হোক বা অ্যাওয়ে, দক্ষিণ আফ্রিকাকে টেস্টে এর আগে কখনও সিরিজ হোয়াইট ওয়াশ করতে পারেনি ভারত। এই প্রথমবার সেই কীর্তির মালিক হল বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ঘরের মাঠে ফাফ ডু প্লেসিসদের ৩-০ ব্য়বধানে টেস্ট সিরিজ হারাল ভারত।

আলি জাফর

আলি জাফর

এই পাকিস্তানি অভিনেতা ও গায়ক আলি জাফর 'মেরি ব্রাদার কি দুলহন', 'তেরে বিন লাদেন', 'লণ্ডন প্যারিস নিউইয়র্ক' ছবিগুলিতে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন।

একই দিনে ১৬ উইকেট

একই দিনে ১৬ উইকেট

রাঁচি টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে আট উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ ধ্বংস করেন ভারতীয় বোলাররা। একই দিনে দ্বিতীয় ইনিংসেও আট উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ একই দিনে ১৬ জন প্রোটিয়া ব্যাটসম্যানকে আউট করেন ভারতীয় বোলররা। এমন ঘটনা এর আগে কোনওদিন ঘটেনি।

মাহিরা খান

মাহিরা খান

বি-টাউনে এখন সবচেয়ে বেশি চর্চিত পাকিস্তানি অভিনেত্রী হলেন মাহিরা খান। যিনি কিং খানের বিপরীতে অভিনয় করতে চলেছেন বলে বিটাউনে গুঞ্জন শোনা যাচ্ছে।

ঘরের মাঠে ১১তম সিরিজ জয়

ঘরের মাঠে ১১তম সিরিজ জয়

ভাইজাক ও পুনে টেস্ট জিতেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতে ভারত। রাঁচি ম্যাচে জয়ের ব্যবধান বাড়িয়ে ঘরের মাঠে ১১তম টেস্ট সিরিজ জিতে রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া।

ইমরান আব্বাস

ইমরান আব্বাস

ইমরান আব্বাসও পাকিস্তানে ছোট পর্দায় অভিনয় করছেন। এরপর বিপাশা বাসুর বিপরীতে অভিনয় করেন 'ক্রিয়েচার থ্রিডি' সিনেমাতে।

শামি-উমেশের ১০ উইকেট

শামি-উমেশের ১০ উইকেট

রাঁচি টেস্টেও কামাল দেখালেন ভারতীয় পেসাররা। মহম্মদ শামি ও উমেশ যাদব দুই ইনিংস মিলিয়ে মোট ১০ নিয়েছেন।

মওরা হোকানে

মওরা হোকানে

মওরা হোকানে 'সানাম তেরি কসম' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে সবে মাত্র বলিউডের যাত্রা শুরু করেছেন। এর মধ্যেই তার ইনোসেন্ট লুকের দিওয়ানার সংখ্যাটা কিন্তু খুব একটা কম না।

সারা লরেন

সারা লরেন

এই পাক অভিনেত্রী জনপ্রিয় বলিউড ছবি 'মার্ডার' এর সিক্যুয়েল 'মার্ডার থ্রি' তে অভিনয় করেছিলেন। এখন শোনা যাচ্ছে অধ্যয়ন সুমনের সঙ্গে তার পরবর্তী ছবির কাজ খুব তারাতারি শুরু হতে চলেছে।

হুমাইমা মালিক

হুমাইমা মালিক

ইমরান হাসমির বিপরীতে 'রাজা নটবরলাল' ছবিতে প্রথম কাজ করেন এই অভিনেত্রী । ছবিতে কাজ করার আগে হুমাইমা পাকিস্তানের একজন সফল মডেল ছিলেন।

জাভেদ শেখ

জাভেদ শেখ

এই অভিজ্ঞ পাক অভিনেতা বহু বলিউড ছবিতে সফলভাবে অভিনয় করে আসছেন। শাহরুখ খান, রণবীর কাপুর, ঋষি কাপুরের সঙ্গে অনেক ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছে।

English summary
India Clinch First ever whitewash in a test series against South Africa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X