For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ায় ইতিহাস! টেস্টের পর একদিনের সিরিজও পকেটে টিম ইন্ডিয়ার


 অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ল ভারতীয় দল। টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেওয়ার পরে একদিনের সিরিজও ২-১ ব্যবধানে জিতে নিল ভারত।

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ল ভারতীয় দল। টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেওয়ার পরে একদিনের সিরিজও ২-১ ব্যবধানে জিতে নিল ভারত। শেষ একদিনের ম্যাচে বিরাট কোহলির দল অনায়াসে জিতে সিরিজ পকেটে পুরল শুধু নয়, এক সর্বকালীন ইতিহাস তৈরি করল যা এর আগে কোনও ভারতীয় দল করে দেখাতে পারেনি।

অস্ট্রেলিয়ায় ইতিহাস! টেস্টের পর একদিনের সিরিজও পকেটে টিম ইন্ডিয়ার

এই সিরিজ জয়ে সবচেয়ে বড় অবদান রাখলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সিরিজে পরপর তিনটি অর্ধশতরান করেছেন তিনি। এদিনও ম্যাচ জেতানো ইনিংস খেলে দলকে জয় এনে দিলেন ধোনি।

এদিন টসে জিতে কোহলি অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠান। ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামি পেস বোলিংয়ের পর যুজবেন্দ্র চাহালের স্পিন অস্ত্রে ঘায়েল হন অজি ব্যাটসম্যানরা। ভুবি ও শামি ২টি করে উইকেট নিলেও একাই ৬টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ২৩০ রানে অলআউট করে দেন চাহাল।

ডু-অর-ডাই ম্যাচে রান তাড়া করতে নেমে ভারতের ওপেনিং জুটি ফের ব্যর্থ হয়। রোহিত শর্মা ৯ ও শিখর ধাওয়ান ২৩ করে ফেরেন। এরপরে ইনিংস ধরেন কোহলি ও ধোনি। কোহলি ৪৬ রান করে ফিরে গেলে পুরো দায়িত্ব এসে পরে 'ফিনিশার' ধোনির ওপরে।

কেদার যাদবকে সঙ্গে নিয়ে ইনিংস টানেন মাহি। করলেন অপরাজিত ৮৭ রান কেদারও অনবদ্য সঙ্গ দেন ধোনিকে। তিনি করেন অপরাজিত ৫৭ রান। দুজনে মিলে একেবারে নিশ্চিন্তে জিতিয়ে দেন ভারতকে। একইসঙ্গে তৈরি হয়ে যায় ইতিহাস। সফরকারী দল হিসাবে অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট ও একদিনের সিরিজ একসঙ্গে জেতার বিরল কৃতিত্ব অর্জন করল ভারত।

English summary

 India creates history by winning ODI series against Australia in their home ground
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X