For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হার্দিকের অলরাউন্ড পারফরমেন্সে ল্যাজে-গোবরে অস্ট্রেলিয়া

রাত সাড়ে আটটার মধ্যে খেলা শুরু না হলে বাতিল হয়ে যেত এই ম্যাচ। শেষপর্যন্ত প্রকৃতি সদয় হওয়ায় ম্যাচ শুরু হয়। ২১ ওভারে অস্ট্রেলিয়ার সামনে টার্গেট ১৬৪।

  • |
Google Oneindia Bengali News

বৃষ্টিবিঘ্ন ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ২১ ওভারে ১৬৪ রানের টার্গেট দেওয়া হয়েছিল। সেই রান তাড়া করতে নেমে ৩৫ রানেই ৪ উইকেট খুইয়ে বসে ক্যাঙারুরা। একে একে প্যাভিলিয়নে ফিরে যান স্মিথ-ওয়ার্নাররা। সেই খাদের কিনারা থেকে আর ফিরে আসতে পারেনি অস্ট্রেলিয়া। নির্ধারিত ২১ ওভারে ৯ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ভারত ডার্কওয়ার্থ লুইস নিয়মে ৩৭ রানে জয়ী হয়।

এদিন চেন্নাই-এ ভারতের ইনিংস শেষ হওয়ার পরেই বৃষ্টি নামে।খারাপ আবহাওয়ার কারণে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম একদিনের ম্যাচ প্রায় বাতিলই হতে বসেছিল। রাত সাড়ে আটটার মধ্যে খেলা শুরু না হলে বাতিল হয়ে যেত এই ম্যাচ। শেষপর্যন্ত প্রকৃতি সদয় হওয়ায় ম্যাচ শুরু হয়। নির্ধারিত ৫০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ২১-শে। অস্ট্রেলিয়ার সামনে টার্গেট ১৬৪।

হার্দিক-ধোনির দাপটে জয়ী ভারত

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ খারাপ হয়েছিল ভারতের মাত্র ১১ রানের মধ্যেই ফিরে যান ভারতের প্রথম সারির তিন ব্যাটসম্যান শেষ পর্যন্ত হার্দিক পাণ্ডিয়া ও মহেন্দ্র সিং ধোনির ব্যাটে স্বস্তির নিঃশ্বাস ফেলেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। হার্দিক পাণ্ডিয়ার ঝোড়ো ৮৩ ও ধোনির অনবদ্য ৭৯-তে ভর করে ভারত সম্মানজনক রানে পৌঁছায়। ৫০ ওভারে অস্ট্রেলিয়ার সামনে ২৮২ রানের টার্গেট খাড়া করে হার্দিক-ধোনিরা।

শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে এদিন রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করতে নামেন অজিঙ্কা রাহানে। নাইলের বলে ব্যক্তিগত ৫রানের মাথায় ওয়েডের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপরেই ক্রিজে নামেন অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু এদিন কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। দলের ১১রানের মাথায় অধিনায়ক বিরাট কোহলি ও মণীশ পাণ্ডেকে হারিয়ে ধুঁকতে থাকে ভারত। সেই অবস্থা থেকে দলকে টেনে তোলেন রোহিত শর্মা (৪০), হার্দিক পাণ্ডিয়া ও ধোনি। শেষবেলায় চালিয়ে খেলেন ভুবনেশ্বর কুমারও।তিনি ৩২ রানে অপরাজিত থাকেন।

এদিন ব্যাট হাতে চমক দিলেন হার্দিক। ৬৬ বলে ৮৩ রনের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল পাঁচটি বিশাল ছক্কা ও পাঁচটি বাউন্ডারিতে। শেষমেশ অস্ট্রেলিয় প্রতিভাবান স্পিনার জাম্পার বলে ফকনারকে ক্যাচ দিয়ে তিনি ফেরেন প্যাভিলিয়নে। হার্দিকের পাশে এদিন ফের অনবদ্য ইনিংস উপহার দেন ধোনি ৮৮ বলে ৭৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল চারটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারিতে।

English summary
India defeat Australia in first oneday match at Chennai. Hardik Pandia and MS Dhoni do great performance today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X