For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোহলি-ধাওয়ান ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা, দ্রুততম সেঞ্চুরি গব্বরের

ডাম্বুলা থেকেই শুরু হয়েছে কোহলি বাহিনীর মিশন বিশ্বকাপ। প্রথম ম্যাচেই একশো শতাংশ সফল কোহলির দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার ভাবনা।

Google Oneindia Bengali News

ফের ঝলসে উঠল গব্বরের ব্যাট। সেইসঙ্গে অধিনায়ক কোহলির ওয়ান ডে সুপার-ফর্মের দাপটে কার্যত উড়ে গেল শ্রীলঙ্কা। মাত্র ২৮.৫ ওভারেই জয়ের রান তুলে নিলেন কোহলি-ধাওয়ানরা। ডাম্বুলায় প্রথম একদিনের ম্যাচে ৯ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। রবিবার শ্রীলঙ্কান বোলাররা একেবারেই দাগ কাটতে পারেননি। একটি উইকেটও তারা তুলে নিতে পারেননি। রোহিত শর্মা রান আউট হন।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল শ্রীলঙ্কা। কিন্তু ইনিংসের মাঝপথে এসেই খেই হারিয়ে ফেলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। অক্ষর প্যাটেল ও কেদার যাদবের ঘূর্ণিতেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার যাবতীয় জারিজুরি। একটা সময় ১৩৯ রানে এক উইকেট ছিল লঙ্কাবাহিনীর। তারপর ২১৬ রানেই শেষ। ৭৭ রানেই শেষ ন'টি উইকেট পড়ে যাওয়ার পরই স্পষ্ট হয়ে গিয়েছিল কী হতে চলেছে ম্যাচের ভাগ্য।

কোহলি-ধাওয়ান ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা

জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই রোহিত শর্মা ব্যক্তিগত ৪ রানের মাথায় রান আউট হন। তারপরই ম্যাচের রাশ নিজেদের হাতে নিতে থাকেন শিখর ধাওয়ান ও বিরাট কোহলি। ধাওয়ান মাত্র ৯০ বলে ১৩২ রান করে অপরাজিত থাকেন। এদিন তাঁর দ্রুততম সেঞ্চুরি করেন শিখর। ৭১ বলে শতরান পূর্ণ করেন তিনি। এর আগে ৭৩ বলে সেঞ্চুরি ছিল তাঁর।

কোহলি এদিনও ছিলেন তাঁর পুরনো ফর্মে। ৭০ বলে ৮২ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন তিনি। কোহলি ও ধাওয়ানের দাপটে শ্রীলঙ্কা বোলারদের এদিন অসহায় লাগছিল। মালিঙ্গা চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। তাঁর বলে একাধিক ক্যাচ পড়ে। কোহলি বা ধাওয়ানকে আউট করার যাবতীয় আশা শেষ হয়ে যায় অচিরেই।

ডাম্বুলা থেকেই শুরু হয়েছে কোহলি বাহিনীর মিশন বিশ্বকাপ। প্রথম ম্যাচেই একশো শতাংশ সফল কোহলির দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার ভাবনা। এই সিরিজে অশ্বিন-জাদেজাদের বিশ্রাম দেওয়া হয়েছিল। তাদের বদলে অক্ষর প্যাটেল ও কেদার যাদবের দেখে নিতে চেয়েছিলেন কোহলি। তাঁরা প্রথম ম্যাচেই সফল। ভারতের রিজার্ভ বেঞ্চ যে আগামী বিশ্বকাপের জন্য তৈরি তা বোঝালেন প্যাটেল-যাদব-চাহলরা।

এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে অক্ষর প্যাটেল তিন উইকেট নেন। চাহাল, বুমরাহ ও কেদার যাদব নেন দু-টি করে উইকেট। বাকি একটি উইকেট আসে রান আউট থেকে। শ্রীলঙ্কার একমাত্র সফল ব্যাটসম্যান দিকওয়ালে। তিনি ৬৪ রান করেন। তাঁর আউটের পরই ঝরে যায় শ্রীলঙ্কার ইনিংস। ম্যান অফ দ্যা ম্যাচ হন শিখর ধাওয়ান।

English summary
India defeat Srilanka by 9 wickets for wonderful batting performance of Kohali and Dhawan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X