For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেল-এন্ডারদের উইকেট, ভারতের নেতিবাচক রেকর্ডে আশঙ্কার মেঘ

টেল-এন্ডারদের ক্যারিশমা, ভারতের নেতিবাচক রেকর্ডে আশঙ্কার মেঘ

  • |
Google Oneindia Bengali News

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ভারতের ১৬৫ রানের জবাবে প্রথম ইনিংসে ৩৪৮ রান তোলে নিউজিল্যান্ড। কিউয়ি শিবিরের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ৮৯ রানের ইনিংস খেলেন তিনি। তার চেয়েও যে বিষয়টি ভারতের বুকে বিঁধছে, তা হল নিউজিল্যান্ডের টেল-এন্ডারদের ব্যাটিং পারফরম্যান্স। কিউয়ি ফাস্ট বোলার কেইল জেমিয়েসন ও ট্রেন্ট বোল্টকে আউট করতে কালঘাম ছুটে যায় টিম ইন্ডিয়ার। যদিও প্রতিপক্ষের টেল-এন্ডারদের বিরুদ্ধে বিরাট কোহলিদের বোলিং বিভাগের ব্যর্থতা ধারাবাহিক বলেই জানাচ্ছেন পরিসংখ্যানবিদরা।

কিউয়ি টেল-এন্ডার

কিউয়ি টেল-এন্ডার

ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ভারতের থেকে ১৮৩ রানে এগিয়ে থাকে নিউজিল্যান্ডে। সৌজন্যে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনের ঝকঝকে ব্যাটিং পারফরম্যান্সকে সরিয়ে রাখলে, দলের টেল-এন্ডাররা শক্ত পায়ে না দাঁড়ালে কিন্তু এত রান করতে পারতেন না নিউজিল্যান্ড। অভিষেক টেস্ট ম্যাচে ৪ উইকেট নেওয়া কিউয়ি ফাস্ট বোলার কেইল জেমিয়েসন ব্যাট হাতেও বাইশ গজ শাসন করেন। ৪৫ বলে ৪৪ রানে ঝড়ো ইনিংস খেলেন তিনি। চার ছক্কা হাঁকান কেইল। তাঁকে যোগ্য সঙ্গত দেওয়া ট্রেন্ট বোল্টের ব্যাট থেকে আসে ২৪ বলে ৩৮ রান।

শেষ ১৫ টেস্ট

শেষ ১৫ টেস্ট

গত দুই বছরের টেস্ট পরিসংখ্যানের নিরিখে প্রতিপক্ষের টেল-এন্ডারদের আউট করতে কিন্তু ধারাবাহিকভাবে বেগ পেতে হয়েছে ভারতীয় বোলারদের। শেষ ১৫টি টেস্টে প্রতিপক্ষ শিবিরে ৮ থেকে ১১ নম্বর পর্যন্ত নামা ব্যাটসম্যানদের আউট করতে ভারতকে আট বার সমস্যায় পড়তে হয়েছে বলে জানাচ্ছেন পরিসংখ্যানবিদরা।

লজ্জাজনক রেকর্ড

লজ্জাজনক রেকর্ড

২০১৮ সাল থেকে এখন পর্যন্ত হওয়া টেস্টের নিরিখে প্রতিপক্ষ শিবিরের শেষের দিকের ব্যাটসম্যানদের আউট করার ক্ষেত্রে নেওয়া বল সংখ্যার গড়ে ভারত, অন্যান্য দেশের থেকে অনেক এগিয়ে রয়েছে বলে জানাচ্ছেন পরিসংখ্যানবিদরা। তাঁদের বক্তব্য, গত দুই বছরে প্রতিপক্ষ দলের শেষ চার জন ব্যাটসম্যানকে আউট করতে গড়ে ১০১টি বল খরচ করেছে ভারত। ৯২ বল খরচ করা ইংল্যান্ড রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কা এক্ষেত্রে ৯০ বল খরচ করেছে বলে পরিসংখ্যানবিদদের দাবি।

কয়েকটি টেস্ট

কয়েকটি টেস্ট

২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহাম, লর্ডস, সাউদাম্পটন, ওভাল টেস্টে প্রতিপক্ষ দলের টেল-এন্ডারদের আউট করতে ভারতীয় বোলারদের ব্যর্থতা প্রকট হয়েছে। একই বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড ও মোলবোন টেস্টেও ভারতীয় বোলরদের একই সমস্যা চোখে পড়েছে। এমনকী ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করা সিরিজে প্রতিপক্ষ দলের টেল-এন্ডারদের আউট করতে বারবার সমস্যায় পড়তে হয়েছে ভারতীয় বোলারদের।

English summary
India had faced real problem to remove tail-enders for 8 times in last 15 test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X