For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোহলির ‘বিরাট’ ইনিংসে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চালকের আসনে ভারত

ক্রমশই সচিনকে ছোঁয়ার দিকে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছেন বিরাট। আবারও সেঞ্চুরি। ‘দুর্বল’ শ্রীলঙ্কার বিরুদ্ধে পর পর দুটি টেস্টে সেঞ্চুরি করে তিনি আন্তর্জাতিক কেরিয়ারের ৫১ তম শতরানের মালিক হলেন।

Google Oneindia Bengali News

প্রতি ম্যাচেই তিনি নিজেকে ছাপিয়ে যাচ্ছেন। ক্রমশই সচিনকে ছোঁয়ার দিকে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছেন বিরাট। আবারও সেঞ্চুরি। 'দুর্বল' শ্রীলঙ্কার বিরুদ্ধে পর পর দুটি টেস্টে সেঞ্চুরি করে তিনি আন্তর্জাতিক কেরিয়ারের ৫১ তম শতরানের মালিক হলেন। নাগপুরে হল তাঁর জীবনের ১৮ তম টেস্ট সেঞ্চুরি। সেইসঙ্গে ভারতকে বসিয়ে দিলেন চালকের আসনে।

কোহলির ‘বিরাট’ ইনিংসে চালকের আসনে ভারত

ইডেন টেস্টে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। তারপর নাগপুরে টেস্ট সেঞ্চুরি করে বিজয়রথ এগিয়ে নিয়ে চললেন তিনি। প্রথম টেস্টে একটুর জন্য জয় পায়নি ভারত। এবার শ্রীলঙ্কাকে হারিয়ে সেঞ্চুরি আরও মধুর করে রাখতে চান তিনি। এর আগে ওপেনার মুরলি বিজয় ও চেতেশ্বর পূজারাও সেঞ্চুরি করেছিলেন। এক ইনিংসেই ভারতের প্রথম চার ব্যটসম্যানের মধ্যে তিন ব্যাটসম্যান সেঞ্চুরি করলেন।

শনিবার দিনের শেষে ৫৪ রানে ব্যাট করছিলেন। সঙ্গী পূজারা ১২১ রানে ছিলেন অপারাজিত। কিন্তু শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন। লাঞ্চের আগেই তিনি সেঞ্চুরিতে পৌঁছে যান। বিরাট এই নিয়ে টেস্টে ১৯ ও একদিনের আন্তর্জাতিকে ৩২টি সেঞ্চুরি করেন। বিরাটের বয়স এখন মাত্র ২৯। তিনি আরও ছ-সাত বছর হেসে-খেলে খেলবেন। ২০১২ সালে টেস্টের আসরে অভিষেক হয়েছিল তাঁর। তারপর ছ-বছরে তিনি এই কীর্তি স্থাপন করেছেন। এখন ছ-সাত বছর খেললে তাঁর সামনে সমূহ সম্ভাবনা সচিনকে টপকে যাওয়ার।

এদিন অধিনায়ক হিসেবে সেঞ্চুরিতেও এক অনন্য কৃতিত্ব দেখান বিরাট কোহলি। বিশ্বের মধ্যে এক ক্রিকেট-বর্ষে তিনিই অধিনায়ক হিসেবে সবথেকে বেশি সেঞ্চুরির মালিক হলেন। রিকি পন্টিং ১১টি সেঞ্চুরি করেছিলেন। বিরাট নাগপুর টেস্টে সেঞ্চুরি করে টপকে গেলেন রিকিকেও। যে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছেন বিরাট, তা অদূর ভবিষ্যতে অনেক কীর্তিকেই ছাপিয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট।

English summary
India is in advantage position for Virat Kohli’s century in second test against Srilanka.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X