For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে চালকের আসনে ভারত

ছয় উইকেটের হারিয়ে দিনের শেষে ভারতের রান ৩০৭। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিরাট কোহলি এবং অজিঙ্ক রাহানে।

Google Oneindia Bengali News

শেষ হল তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা। ট্রেন্ট ব্রিজে প্রথম দিনের খেলা শেষে চালকের আসনে ভারত। দিনের শেষে ৮৭ ওভারে ভারতের রান ৬ উইকেটে ৩০৭।

তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে চালকের আসনে ভারত

প্রথম দু'টি টেস্টের তুলনায় তৃতীয় টেস্টটি ট্রেন্ট ব্রিজের যে উইকেটে খেলা হচ্ছে, তা অনেকটাই ব্যাটিং সহায়ক। তবে, ব্যাটিং সহায়ক উইকেট হলেও ইংল্যান্ডের বোলারদের ভেল্কি দেখা গিয়েছে ট্রেন্ট ব্রিজের উইকেটেও।

ব্যাটিং সহায়ক উইকেটের কারণে সুবিধা পায় ভারত। চোট কাটিয়ে এদিনে রান পান অধিনায়ক বিরাট কোহলি। মাত্র তিন রানের জন্য শতরান হাত ছাড়া করেন বিরাট। ১৫২ বলে ৯৭ রানের ইনিংস খেলেন বিরাট। ১১টি চার দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।

গত দু'টি টেস্টে অফ ফর্মে থাকা অজিঙ্ক রহানেও রান পান এই টেস্টের প্রথম ইনিংসে। ৮১ রান করেন তিনি। মূলত এই জুটিই বড় রানের শিখরে পৌঁছতে সাহায্য করে ভারতকে। ৩৫ রান করেন শিখর ধবন, কেএল রাহুল করেন ২৩ রান, ১৪ রানে আউট হন চেতেশ্বর পূজারা, ১৮ রান করেন হার্দিক পান্ডিয়া। দীনেশ কার্তিকের পরিবর্তে তৃতীয় টেস্টে সুযোগ পাওয়া ঋষভ পন্থ ২২ রানে অপরাজিত রয়েছেন।

ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন ক্রিস ওকস। একটি করে শিকার জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড এবং আদিল রশিদের।

English summary
India manages to score 307 runs with the loss of 6 wickets.Virat Kohli and Ajinkya Rahane played important role.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X