For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমালোচকদের পাল্টা একহাত কোহলি-র, দ্বিতীয় টেস্টের আগে তোপ দাগলেন

শনিবার থেকে সে়ঞ্চুরিয়ানে শুরু দ্বিতীয় টেস্ট। তার আগে চূড়ান্ত প্রস্তুতি সেরে নিল ভারত -দক্ষিণ আফ্রিকা দু দলই।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

প্রথম টেস্টের হারের পর সমালোচকরা একের পর এক তোপ দেগেছেন সেটা যে ক্যাপ্টেন কোহলি ভালোভাবে নেননি তা বুঝিয়ে দিলেন সাংবাদিক সম্মেলনে। রীতিমতো ঝেঁঝে উঠলেন দিলেন পাল্টা।

সমালোচকদের পাল্টা একহাত কোহলি-র

বিরাট কোহলি সেঞ্চুরিয়ন টেস্ট শুরুর আগের দিন জানিয়েছেন, 'এটা খুব অদ্ভুত, যে এক সপ্তাহ বা পাঁচদিনের মধ্যে কী ভাবে পুরো বিষয় বদলে যায়। যে প্রথম একাদশে তাঁকে ভাবাই হয়নি, এখন তাঁকে কেন ঢোকানো হচ্ছে না তাই নিয়ে সকলে শোরগোল করছেন। '

সিরিজের প্রথম টেস্টে হারের পর তিন ম্যাচের সিরিজে সেঞ্চুরিয়ানে ভারতের কাছে ডু অর ডাই লড়াই। দ্বিতীয় টেস্টে বাউন্সি ও দ্রুত গতির পিচে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ আরও ভালোভাবে সামলানোর লক্ষ্যে নামতে হবে বিরাট কোহলির ভারতকে। তবে সেঞ্চুরিয়ানে চিরাচরিত পিচের বদলে খানিকটা বাদামি পিচ দেখা গেছে। পিচ নিয়ে বিশেষ অখুশি নয় টিম ইন্ডিয়া। অন্যদিকে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ডু প্লেসিস অবশ্য অবাক সেঞ্চুরিয়ানের পিচ দেখে।

এদিকে আবার বিরাট এও তোপ দেগেছেন , দলের ব্যালান্স ধরে রাখা যায় এমন প্রথম একাদশই বানায় থিঙ্কট্যাঙ্ক। দলে এমনভাবে প্লেয়ারদের ঢোকানো হয় যাতে একাদশ ঠিকভাবে তৈরি হয়। আমরা এমন কিছু চাইনা যা নিয়ে দলের বাইরে শোরগোল পড়ে যায়।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Belting out here in Centurion and <a href="https://twitter.com/hashtag/TeamIndia?src=hash&ref_src=twsrc%5Etfw">#TeamIndia</a> making full use of the conditions on the eve of the 2nd Test. Prep in full swing <a href="https://twitter.com/hashtag/SAvIND?src=hash&ref_src=twsrc%5Etfw">#SAvIND</a> <a href="https://t.co/opTTCkuVmq">pic.twitter.com/opTTCkuVmq</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/951802526071967744?ref_src=twsrc%5Etfw">January 12, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

তবে অজিঙ্ক রাহানের দলে ঢোকার সম্ভবনা রয়েছে তা মেনে নিয়েছেন ক্রদ্ধ বিরাটও। এদিকে শুধু রাহানে নয় দলে ঢোকার সম্ভবনা কে এল রাহুলের। শিখর ধাওয়ানের বদলে তিনি আসছেন। তবে এক ব্যাটসম্যান বাড়িয়ে অজিঙ্ক রাহানেকে যেমন রাখা হতে পারে, সেক্ষেত্রে বাদ পড়তে পারেন রবিচন্দ্রন অশ্বিন। কিম্বা রোহিতের বদলেই আসতে পারেন অজিঙ্ক রাহানে। আসলে অঙ্কে কোনও খামতি রাখতে চাইছে না টিম ইন্ডিয়া। নিজেদের দলকে জয়ে ফেরাতে বদ্ধপরিকর অধিনায়ক কোহলি।

English summary
India is prepared for second test, but Kohli blasts at critics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X