For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীলঙ্কার বিরুদ্ধে বদলার ম্যাচ ভারতের, রোহিতের বড় চ্যালেঞ্জ

শ্রীলঙ্কা বিরুদ্ধে নামার জন্য তৈরি ভারত ম্যাচ জিতে টেবলের এক নম্বরে যেতে চায় তারা। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ভারত নিদহাস ট্রফিতে টোয়েন্টি -টোয়েন্টি ফাইনালে নিজের জায়গা পাকা করে নিয়েছে। শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজ দারুণ জমজমাট অবস্থায়। তিনটি করে দলই একটি করে ম্যাচ জিতেছে। এদিকে জায়গা পাকা করতে রাউন্ড রবিনের দ্বিতীয় লেগের ম্যাচগুলি তাই গুরুত্বপূর্ণ জায়গায়।

শ্রীলঙ্কার বিরুদ্ধে বদলার ম্যাচ ভারতের, রোহিতের বড় চ্যালেঞ্জ

[আরও পড়ুন:বিরাটের গালে অনুষ্কার চুম্বন, ছবি দেখে 'বোল্ড' সকলে][আরও পড়ুন:বিরাটের গালে অনুষ্কার চুম্বন, ছবি দেখে 'বোল্ড' সকলে]

সোমবারের ম্যাচে ভারত-শ্রীলঙ্কার মধ্যে যে ম্যাচ জিতবে তারা লিগ টেবলের একদম ওপরে চলে যাবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে পাঁচ উইকেটে ম্যাচ জিতেছিল শ্রীলঙ্কা। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেটে ম্যাচ জিতেছে ভারত।

এদিকে ভারতীয় দলের বিরুদ্ধে শ্রীলঙ্কা জিতে বেশ আত্মবিশ্বাসী, দীর্ঘদিন বাদে প্রতিবেশী প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জিততে পেরেছে তারা। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে তারা হেরেছে ৫ উইকেটে। যেটা মোটেই ভালভাবে নিচ্ছে না তারা।

বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১৪ রান করেছিল। মুশফিকুর রহিম ৭২রানে অপরাজিত ছিলেন. বোলারদের কার্যত ছিন্নভিন্ন করেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী হলেও সাবধানী রোহিত এন্ড কোং।

[আরও পড়ুন: ২২ গজে তিনি নাকি 'ফিয়ারলেস', কিন্তু গলায় যে কিশোরের জাদু তা কে জানত, দেখুন ভিডিও][আরও পড়ুন: ২২ গজে তিনি নাকি 'ফিয়ারলেস', কিন্তু গলায় যে কিশোরের জাদু তা কে জানত, দেখুন ভিডিও]

ভারতের হয়ে শিখর ধাওয়ান দারুণ ফর্মে রয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে ধাওয়ানের স্বপ্নের দৌড় শুরু হয়েছে। শেষ দশটা ইনিংসে তাঁর স্কোর ৫৫, ৯০, ৪৭, ২৪,৭২, ১৮, ৩৪, ১০৯ , ৭৬, ৫১।

তবে রোহিত শর্মা পাঁচটা টি-টোয়েন্টিতে ৩৯ মাত্র রান করেছেন। মণীশ পান্ডে ৩৭ ও ২৭ রান করেছেন দুটি টি-টোয়েন্টি ম্যাচে। সুরেশ রায়না শেষ ম্যাচে ২৮ রান করেছেন। ঋষভ পন্থ এখনও অবধি দাগ কাটতে পারেননি। দুটি ইনিংসে তিনি করেছেন ৭ ও ২৩ রান।

বোলারদের মধ্যে জয়দেব উনদকট, শার্দুল ঠাকুর, বিজয় শংকর বাংলাদেশকে ৮ উইকেটে ১৩৯ রানে বেঁধে রেখেছিলেন। মাঝের ওভারে যজুবেন্দ্র চাহাল ও ওয়াশিংটন সুন্দর বড় ভূমিকা নিতে পারেন।

শ্রীলঙ্কার ম্যাচ জয়ে বড় ভূমিকা নিতে পারেন দানুষ্কা গুণাতিলকা, কুশল পেরেরা, কুশল মেন্ডিসরা। মাঝের ওভারে দীনেশ চান্দিমল ও উপুল থরঙ্গার ওপর।

[আরও পড়ুন: ডেভিস কাপ দলে লিয়েন্ডারের ফেরা, অশান্তির ইঙ্গিত ভারতীয় টেনিসে ][আরও পড়ুন: ডেভিস কাপ দলে লিয়েন্ডারের ফেরা, অশান্তির ইঙ্গিত ভারতীয় টেনিসে ]

English summary
India is ready to face Sri Lanka and wish to go to table top after winning 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X