For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওভাল টেস্টেও হার ভারতের, রাহুল ও পন্থের শতরান-এ হারের ধাক্কা এড়াতে পারল না কোহলি ব্রিগেড

ওভাল টেস্টেও হার এড়াতে পারল না ভারত। ১১৮ রানে সিরিজের পষ্ণম টেস্টে জয় ছিনিয়ে নিল ইংল্য়ান্ড।

Google Oneindia Bengali News

ওভাল টেস্টেও হার এড়াতে পারল না ভারত। ১১৮ রানে সিরিজের পষ্ণম টেস্টে জয় ছিনিয়ে নিল ইংল্য়ান্ড। ভারতের পক্ষে কে এল রাহুল ও ঋষভ পন্থ শতরান করেন। তবু ভারতের হার আটকানোর পক্ষে তা যথেষ্ট ছিল না। এবার ভারতীয় ব্যাটিং লাইন-আপকে ভেঙে গুড়িয়ে দিলেন জেমস অ্যান্ডারসন। তিনি ৪৫রান দিয়ে ৩ উইকেট নেন। ম্যান অফ দ্য ম্য়াচ নির্বাচিত হয়েছেন অ্য়ালেয়েস্টার কুক।

৪-১ ফলে টেস্ট সিরিজ খোয়াল ভারত

ওভাল টেস্টে জয়ের জন্য ভারতের সামনে ৪৪৬৩ রানের লক্ষ্য রেখেছিল ইংল্য়ান্ড। শুরুতেই ২ রানের মধ্যে ভারত ৩টি উইকেট হারায়। শিখর ধওয়ান এই ইনিংসেও মাত্র ১ রান করেন। জেমস অ্যান্ডারসনের বলে এলবিডবলু হয়ে যান। ভারত দ্বিতীয় ইনিংসে তখন সবে ২.৩ ওভার ব্যাট করেছে। একই ওভারে ছয় নম্বর বলে পূজারাকে প্যাভিলিয়নের রাস্তা দেখান অ্যান্ডারসন। এর পরের ওভারেরই দ্বিতীয় বলে বেয়ারস্টো-র হাতে ক্যাচ দিয়ে স্টুয়ার্ট ব্রডের বলে প্যাভিলিয়নের রাস্তা ধরেন কোহলি। এরপর ইনিংসের হাল ধরেছিলেন কে এল রাহুল ও ঋষভ পন্থ। কে এল ১৪৯ রানের দুরন্ত ইনিংস খেলেন। ২০টা চার ও ১টি ছয় দিয়ে সাজানো এই ইনিংসে দুর্দান্তভাবে ভারতকে ওভাল টেস্টে কামব্যাক করিয়েছিলেন রাহুল। তাঁকে যোগ্য সহায়তা দিয়ে যান ঋষভ পন্থ। এদিন টেস্ট কেরিয়ারের প্রথম শতরানটিও পেয়ে যান পন্থ। তিনিও ১৪৬ বলে ১১৪ রানের এক দুরন্ত ইনিংস উপহার দেন। রাহুল ও ঋষভ যতক্ষন ব্যাট করছিলেন মনে হচ্ছিল ভারত ওভাল টেস্টে জয় না পেলেও তা বাঁচিয়ে নেবে। কিন্তু, রশিদ-এর রাহুল বোল্ড হতেই সমস্ত আশা ভেঙে যায়। এর কিছুক্ষণ পরে মইন আলির বলে জেন্নিংসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ঋষভ। এরপর ভারতীয় ব্যাটিং লাইন আপ ছিল আয়ারাম-গয়ারামের মতো।

যে জাদেজা প্রথম ইনিংসে সিংহ বিক্রমে ব্যাট করে ভারতের রানকে একটা ভদ্রস্থ স্থানে নিয়ে গিয়েছিলেন,এদিন সেই ফর্মের ধারাবাহিকতা ধরে রাখতে পারলেন না । ৪৬ বলে ১৩ রানের ইনিংস খেলেও বেয়াস্টো-র হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর ভারতের ব্যাটিং লেজের যেটুকু বাকি ছিল সেটাও শেষ করে দেয় ইংল্যান্ড। এর জন্য কোনও বেগ পেতে হয়নি। শেষমেশ ভারতের ইনিংস ৩৪৫ রানে শেষ হয়ে যায়।

১১৮ রানে জয়ী ইংল্যান্ড এদিন যে দাপটে খেলেছে তাতে ভারতের আত্মসমপর্ণ ছিল সময়ের অপেক্ষা। মাত্র তিন জন ছাড়া ইংল্যান্ডের বোলারদের মোকাবিলা কেউ করতে পারেনি। টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটিং লাইন-আপের দুর্দশা আরও একবার নানা প্রশ্নকে সামনে নিয়ে চলে এল। ইতিমধ্যেই আওয়াজ উঠেছে অন্যান্য দেশের মতো ভারতের টেস্ট টিমও সম্পূর্ণ আলাদা মানসিকতার প্লেয়ারদের নিয়ে গড়া উচিত। কারণ টি-টোয়েন্টির যুগে ধৈর্য ধরে বল দেখে সেভাবে ব্যাট চালানোর প্রবণতা ভারতের অধিকাংশ ব্যাটসম্যানেরই নেই। এই মানসিকতা থেকে বের হওয়াটা দরকারি বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

English summary
India's K L Rahul and Reesav Panth hot centuries in the second innings in Oval test. Though India could not able to save the test. At last England has smiled with 118 runs win.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X