For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চতুর্থ টেস্টেও হারল ভারত, এবারেও ইংল্যান্ডে টেস্ট সিরিজ অধরাই রইল কোহলি-বাহিনীর

ইংল্যান্ডের বিরুদ্ধে সাউদাম্পটন টেস্টেও হারল ভারত। একই সঙ্গে সিরিজও খোয়াতে হল কোহলি বাহিনীকে।

Google Oneindia Bengali News

শেষ পর্যন্ত সাউদাম্পটনে ডুবেই গেল বিরাট কোহলির টাইটানিক। ম্যাচের অধিকাংশ সময় দাপট রেখেও, চতুর্থ দিন ইংল্যান্ডের দুর্দান্ত বোলিং আক্রমণের সামনে হেরে ম্যাচ এবং সিরিজ খোয়াতে হল ভারতকে। ৬০ রানে জিতে ৩-১ -এ সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড। চা পানের বিরতি পর্যন্ত ম্যাচ সমান সমান ছিল। ম্য়ান অব দ্য ম্যাচ হয়েছেন মইন আলি।

এবারেও ইংল্যান্ডে টেস্ট সিরিজ অধরাই রইল কোহলি-বাহিনীর

এদিন দিনের দিনের শুরুতে ২০ মিনিটেই ইংল্যান্ডের লেজের বাকিটুকু ছেটে ফেলে ভারত। ইংল্যান্ড আটকে যায় ২৭১ রানেই। গত কালের তৃতীয় দিনের রানের সঙ্গে মাত্র ১১ রান জুড়তে পেরেছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৩৫ রানের লিড ছিল ভারতের। তাই ভারতকে জিততে গেলে চতুর্থ ইনিংসে ২৪৫ রান তুলতে হত।

কিন্তু ইনিংসের শুরুতেই ব্রড-অ্য়ান্ডারসনের ধাক্কায় বেসামাল হয়ে পড়ে ভারত। ২২ রানেই পড়ে যায় ভারতের ৩ টি উইকেট। কে এল রাহুল কোনও রান তোলার আগেই তাঁর স্টাম্প ছিটকে দেন ব্রড। এই ইনিংসে ভারতের অন্যতম ভরসা ছিলেন চেতেশ্বর পুজারা। প্রথম ইনিংসে তিনি শতরান করেছিলেন। কিন্তু মাত্র ৫ রানে তিনি এলবিডব্লু হয়ে যান অ্য়ান্ডারসনের বলে। এরপর স্টোকস-এর একটি অসাধারণ ক্যাচে অ্য়ান্ডারসনের বলে ফিরে যান ধাওয়ানও।

এবারেও ইংল্যান্ডে টেস্ট সিরিজ অধরাই রইল কোহলি-বাহিনীর

এরপর অবশ্য খেলা ধরে নিয়েছিলেন ভারতীয় ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন। লাঞ্চে ভারতের স্কোর ছিল ৪৬-৩। যতক্ষণ বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে খেলছিলেন, কখনও মনে হয়নি ভারত এই ম্যাচে হেরে যাবে। বরং উইকেটে জমে গিয়ে তাঁদের জুচটি ভারতের রান ১০০ পার করে দেয়। কিন্তু এরপরেই ফের ধাক্কা লাগে ভারতের ব্যাটিং লাইনআপে।

৫০ তম ওভারে ইংল্যান্ড স্পিনার মইন আলির একটি বল বিরাট কোহলির গ্লাভস-এ লেগে শর্টলেগে দাঁড়ানো কুকের হাতে চলে যায়। রিভিউতে থার্ড আম্পায়ার কোহলিকে আউট ঘোষণা করেন। চা পানের বিরতিতে ভারতের স্কোর ছিল ৪ উইকেট হারিয়ে ১২৬। ক্রিজে অপরাজিত ছিলেন রাহানে ও হার্দিক পান্ড্য।

এবারেও ইংল্যান্ডে টেস্ট সিরিজ অধরাই রইল কোহলি-বাহিনীর

কিন্তু চায়ের পরই শুরু হয় ইংল্যান্ড বোলারদের ঝড়। চায়ের পরের প্রথম ওভারেই বেন স্টোকস-এর বলে দ্বিতীয় স্লিপে কুক-এর হাতে ক্যাচ দিয়ে শূন্য রানেই ফিরে যান হার্দিক পান্ড্য। ক্রিজে আসেন তরুণ ঋষভ পন্থ। শুরুর থেকেই স্পিনের বিরুদ্ধে আক্রমণ শুরু করেন ঋষভ। বেশ কয়েকবার আউট হতে হতে বাঁচলেও তিনি আক্রমণের রাস্তা থেকে সরেননি।

এরপর রীতিমতো পরিকল্পনা করে ঋষভের উইকেট তুলে নেন মইন আলি। মারতে গিয়ে কভারে কুকের হাতে ক্যাচ দিয়ে ১২ বলে ১৮ রান করে ফিরে যান ঋষভ। এরপর রাহানেকেও ৫১ রানে তুলে নেন মইন। ব্যাকফুটে খেলতে গিয়ে মইন আলির অফব্রেকে পরাস্ত হন রাহানে। ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলে যান রাহানে।

এবারেও ইংল্যান্ডে টেস্ট সিরিজ অধরাই রইল কোহলি-বাহিনীর

এরপর ভারতের হার কেবল সময়ের অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত ১৮৪ রানের বেশি এগোয়নি ভারতীয় ইনিংস। মইন আলি ইনিংসে মোট ৪টি উইকেট নেন। ম্যাচে মোট ৯ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের এই অফস্পিনার। ইংল্যান্ডের প্রথম ইনিংসে তিনি গুরুত্বপূর্ণ ৪০ টি রানও যুক্ত করেছিলেন।

English summary
India lost the fourth test against England in Southampton. Kohli brigade also lost the series here.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X