For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিতীয় ইনিংসের শুরুতেই মুখ থুবড়ে পড়ল ভারত

দ্বিতীয় ইনিংসের শুরুটা ভাল হল না ভারতের জন্য। দ্বিতীয় ইনিংসের লাঞ্চের আগেই দু’উইকেট হারাল ভারত। লাঞ্চ পর্যন্ত ভারতের রান ৯ ওভারে ১৭/২। রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন মুরলী বিজয়।

Google Oneindia Bengali News

দ্বিতীয় ইনিংসের শুরুটা ভাল হল না ভারতের জন্য। দ্বিতীয় ইনিংসের লাঞ্চের আগেই দু'উইকেট হারাল ভারত। লাঞ্চ পর্যন্ত ভারতের রান ৯ ওভারে ১৭/২।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই মুখ থুবড়ে পড়ল ভারত

২৮৯ রানের লিড নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। সেক্ষেত্রে ম্যাচে ফিরতে হলে প্রথম থেকেই ধরে খেলা প্রয়োজন ছিল ভারতের। কিন্তু যে ভাবে দ্বিতীয় ইনিংসে ভারতীয় ওপেনিং জুটি খেললেন, তাতে সিঁদূরে মেঘ দেখছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন মুরলী বিজয়। কেএল রাহুল করেন ১০ রান।

ভারতের দু'টি উইকেটই নেন জেমস অ্যান্ডারসন। এদিনই লর্ডসের মাটিতে নিজের শততম উইকেটটি নিলেন অ্যান্ডারসন। মোট মিলিয়ে অ্যান্ডারসনের টেস্ট উইকেট ৫৫১।

ভারতের হয়ে ক্রিজে অপরাজিত রয়েছেন চেতেশ্বর পূজারা(৫) এবং অজিঙ্ক রাহানে(১)। গত ম্যাচে এই দুই ক্রিকেটারই কিন্তু সফল হননি। ভারতকে এই ম্যাচে প্রত্যাঘাত হানতে হলে জ্বলে উঠতে হবে এই দুই ক্রিকেটারকে।

পাশাপাশি চোট কাটিয়ে এখন অনেকটাই সুস্থ অধিনায়ক বিরাট কোহলি। পরবর্তী সময়ে বিরাটের ব্যাটের উপরও অনেকটাই নির্ভর করবে ভারতের ভাগ্য। ভারতের এই তিন তারকা যদি নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে না পারেন, তা হলে ইনিংসে হারের মুখেও পড়তে হতে পারে ভারতকে।

English summary
India vs England: India is in difficult position till the lunch of second innings, day 4 at Lords test.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X