For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম নিউজিল্যান্ড: কিউয়িদের ব্যাটিং ঝড়, কোহলিদের সামনে পাহাড় প্রমাণ রানের চাপ

ভারত বনাম নিউজিল্যান্ড: কিউয়িদের ব্যাটিং ঝড় ভারতের স্বাদের বোলিং দিশেহারা

  • |
Google Oneindia Bengali News

অকল্যান্ডে ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে নিল নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে কিউয়িরা ২০৩ রান তুলেছে। ম্যাচ জিততে বিরাটদের টার্গেট ২০৪ রান। কিউয়ি বোলিং আক্রমণের বিরুদ্ধে বিরাট-রোহিত-রাহুলরা এই রান তুলতে পারে কিনা,সেটাই এখন দেখার।

 কোহলিদের সামনে পাহাড় প্রমাণ রানের চাপ

এদিন টস জিতে বোলিং নিলেও ভারতীয় দল বল হাতে প্রত্যাশা পূরণ করতে পারেনি। সফরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের স্বাদের পেস আক্রমণে শামি-বুমরাহ ও শার্দুল ঠাকুর, প্রত্যেকেই রান খরচ করেছেন। শামি ৪ ওভারে কোনও উইকেট না নিয়ে ৫৫ রান করেন। শার্দুল ৩ ওভারে ৪৪ রান খরচ করে একটি উইকেট পেয়েছেন। যেখানে জসপ্রীত বুমরাহ আঁটোসাঁটো বোলিং করে ৩১ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন।

নিউজিল্যান্ডের হয়ে কলিন মুনরো, কেন উইলিয়ামসন ও টস টেলার হাফ সেঞ্চুরি করেছেন। তিন ব্যাটসম্যানের ধুঁয়াধার ইনিংস ভর করে কিউয়িরা দুশো রানের গণ্ডি পার করে। ৪২ বলে মুনরো ৫৯ রান করেন। ৬টি চার ও ২টি ছয়ে ইনিংস সাজান মুুনরো।

অন্যদিকে কেন উইলিয়ামসন ২৬ বলে ৫১ ও টস টেলার ২৭ বলে ৫৪ রানে অপরাজিত থেকে দলকে ২০৩ রানে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন।

English summary
INDIA need 204 runs to win in 1st t20i aginst new zealand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X