For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লর্ডস টেস্টের শুরুতেই ব্যকফুটে থাকা ভারতের ভাগ্য নির্ভর করছে সামি-ইশান্তদের হাতে

লর্ডস টেস্ট জিততে হলে ভারতীয় পেসারদের দুরন্ত পারফর্ম করতে হবে।

Google Oneindia Bengali News

প্রথম টেস্টে বিশ্রীভাবে হারা ভারত ফের ব্যাকফুটে দ্বিতীয় টেস্টেও। বৃষ্টি বিঘ্নিত টেস্টে দ্বিতীয় দিনেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। মাত্র ১০৭ রানে শেষ হয়ে যায় বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।

লর্ডস টেস্টের শুরুতেই ব্যকফুটে থাকা ভারতের ভাগ্য নির্ভর করছে সামি-ইশান্তদের হাতে

ভারতীয় ইনিংসের মেরুদন্ড একাই ভেঙে দেন জেমন অ্যান্ডারসন। একাই তুলে নেন পাঁচটি উইকেট। লর্ডসের মাটিতে সব থেকে সফল বোলার কিংবদন্তি এই পেসারই। লর্ডসের মাটিতে জিমির সংগ্রহ ৯৯টি উইকেট।

অ্যান্ডারসন ছাড়া দু'টি উইকেন পান ক্রিস ওকস। একটি করে শিকার স্টুয়ার্ট ব্রড এবং স্যাম কুরানের। ভারতের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন রবিচন্দ্রন অশ্বিন। ২৩ রান করেন বিরাট।

তবে, ভারতকে ১০০ রানের গণ্ডি পেরতে যিনি সব থেকে বড় ভূমিকা নেন তিনি হলেন মহম্মদ সামি। ৩ বলে ১০ রান করে ভারতেরল রানকে ১০০-এর গণ্ডি পেরতে সাহায্য করেন সামি।

এই পরিস্থিতিতে লর্ডস টেস্ট জিততে হলে তৃতীয় দিনের শুরু থেকে জ্বলে উঠতে হবে ভারতীয় পেসারদের। এমনিতেই পেস সহায়ক উইকেট হিসেবে পরিচিত লর্ডস। তার উপর বৃষ্টি এবং তার ফলে পরিবর্তিত আবোহাওয়া পেসারদের কাজটা আরও সহজ করে দেওয়ার জন্য যথেষ্ট। ইংল্যান্ডের ইনিংসের প্রথম পাঁচ ওভারের মধ্যে তিনটি উইকেট তুলে নিতে পারলে অনেকটাই ম্যাচে ফিরে আসবে ভারত।

লর্ডসের যা উইকেট তাতে এই কাজ মোটেও কঠিন নয়। মহম্মদ সামি এবং ইশান্ত শর্মা যদি স্ব-মেজাজে থাকেন তা হলে এই কাজ করে দেখানোর ক্ষমতা রয়েছে ভারতের। ফলে এই ম্যাচে ভারতের ভাগ্য কী হতে চলেছে, তা ঠিক হয়ে যাবে তৃতীয় দিনের প্রথম সেশনের পরই। আরও পরিস্কার করে বলতে গেলে খুব বেশি প্রথম ১০ ওভার পরই ছবিটা স্পষ্ট হয়ে যাবে।

English summary
Indian pace lineup need to work hard if india want to win the test at Lords.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X