For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভোর ৬ টা পর্যন্ত জেগে ছিলাম'! ভারত-পাক হাইভোল্টেজ ম্য়াচের আগে ক্যাপ্টেন কোহলি কী বলছেন

Google Oneindia Bengali News

১৩০ কোটির দেশ জুড়ে গত রাতে হয়তো অনেকেই ঘুমোতে পারেননি! দাঁত দিয়ে নখ কাটতে কাটতে টিভির সামনে অনেককেই বসতে আজ দেখা যাবে! কারণ একটাই, আজ বিশ্বক্রিকেটের সবচেয়ে বড় হাইভোল্টেজ ম্যাচ। যুযুধান দুই পক্ষ ভারত-পাকিস্তান বিশ্বকাপ ক্রিকেটের রণাঙ্গণে ফের একবার! আর ম্যাচ ঘিরে সীমান্তের দুই পারে আপাতত ব্যাপক উত্তেজনা। যে উত্তেজনার আঁচ সুদূর ইংল্যান্ডে বিরাট কোহলির ম্যানচেস্টারের হোটেলের ঘরেও পৌঁছে গিয়েছে!

ভোর ৬ টা পর্যন্ত জেগে ছিলাম! ভারত-পাক হাইভোল্টেজ ম্য়াচের আগে ক্যাপ্টেন কোহলি কী বলছেন


ম্যাচের আগের রাতে বিরাট ঘুমোতেই পারেননি! ভোর ৬ টা পর্যন্ত জেগে ছিলেন তিনি। না! তবে এই অবস্থা বিশ্বকাপের ম্যাচ ঘিরে নয়। বরং ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির। সেই সময়ে হাইভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচের আগে এমন পরিস্থিতিতে পরে যান বিরাট। ক্যাপ্টেন কোহলি বলছেন, 'সেই সময় যুবির আঙুলে চোট ছিল। আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। দুই দিনের মাথায় সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিরুদ্ধে নামি খেলতে। এরকম টেনশন আগে কখনও অনুভূ করিনি। তবে আমি খুব বাজে শট খেলেছিলাম। আমি ভোর ৬ টা পর্যন্ত সকালে ঘুমোতে পারিনি। সিলিং এর দিকে তাকিয়ে ছিলাম।.... সেটাই ছিল আমার সবচেয়ে বেশি টেনস মোমেন্ট। '

প্রসঙ্গত, আজ ইংল্য়ান্ডের ম্যানচেস্টারে যুযুধান দুইপক্ষের লড়াই। ভারত -পাকিস্তান ম্যাচ ঘিরে ক্রমেই সাজো সাজো রব ইংল্যান্ড জুড়ে। বিশ্বকাপের রণাঙ্গণে এযাবৎকাল কখনও পাকিস্তানের কাছে হারেনি ভারত।সেই মান রক্ষার দায়িত্ব এবার বিরাট বাহিনীর কাঁধে।

English summary
ndia-Pakistan match in Worldcup 2019, Virat Couldn't sleep till 6 am.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X