For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত পৌঁছল পাঁচশ' জয়ে! ওডিআই-তে সবচেয়ে বেশি জয় পেয়েছে কোন ৫ দল - একনজরে দেখে নিন

মঙ্গলবার নাগপুরে ভারত ওডিআই-তে ৫০০তম জয় পেয়েছে। দেখে নেওয়া যাক একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি জয় পাওয়া প্রথম ৫টি দল কোনগুলি।

Google Oneindia Bengali News

নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একেবারে শেষ ওভারে রোমাঞ্চকর জয় পেয়েছে ভারত। শেষ ওভারে ৩ বলে ২ উইকেট নিয়ে নতুন নায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন বিজয় শঙ্কর। ৮ রানে ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে ভারত ২-০ ফলে এগিয়ে গিয়েছে। সিরিজ ও বিশ্বকাপের দল বাছাই দুই দিক থেকেই ভারতের এই জয় গুরুত্বপূর্ণ।

তবে শুধু তাই নয় এই জয় স্মরণীয় হয়ে থাকবে আরও এক কারণে। এই জয়ই একদিনের ক্রিকেটে ভারতের ৫০০তম জয়। ১৯৭৪ সালের ১৩ জুলাই একদিনের ক্রিকেট খেলা শুরু করে পরের ৪৫ বছরে মোট ৯৬৩টি ওডিআই খেলে ৫০০ ম্য়াচে জয় পেল ভারত। পরাজিত হয়েছে ৪১৪টিতে। অমিমাংসিত হয়েছে ৯টি ম্য়াচ। আর ৪০টি ম্য়াচে কোনও ফলাফল হয়নি।

ক্রিকেট বিশ্বে ৫০ ওডিআই জয়ের কৃতিত্ব আর আছে অস্ট্রেলিয়ার। ভারতের এই কীর্তি উপলক্ষে এক নজরে দেখে নেওয়া যাক একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি জয় পাওয়া প্রথম ৫টি দলের পরিসংখ্য়ান।

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া

১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ - পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ও ১৯৭৫ ও ১৯৯৬ সালের রানার্স আপ-রাই একদিনের ক্রিকেটের সেরা দল।

একদিনের ম্য়াচ - ৯২৪
জয় - ৫৫৮
পরাজয় - ৩২৩
অমিমাংসিত - ৯
ফলাফলহীন - ৪০
জয়ের শতকরা হিসেব - ৬৩.২০%
সর্বোচ্চ রান সংগ্রহকারী - রিকি পন্টিং (১৩,৫৮৯)
সর্বোচ্চ উইকেট শিকারী - গ্লেন ম্য়াকগ্রা (৩৮০)

ভারত

ভারত

২০১৯ সালের আসন্ন বিস্বকাপ জেতার সবচেয়ে বড় দাবিদার। এর আগে ১৯৮৩ ও ২০১১ সালে দুইবার বিশ্ব-চ্যাম্পিয়ন হয়েছে এবং ২০০৩ সালে রানার্স-আপ হয়েছিল।

একদিনের ম্য়াচ - ৯৬৩
জয় - ৫০০
পরাজয় - ৪১৪
অমিমাংসিত - ৯
ফলাফলহীন - ৪০
জয়ের শতকরা হিসেব - ৫৪.৬৫%
সর্বোচ্চ রান সংগ্রহকারী - সচিন তেন্ডুলকার (১৮,৪২৬)
সর্বোচ্চ উইকেট শিকারী - অনিল কুম্বলে (৩৩৪)

পাকিস্তান

পাকিস্তান

১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী এবং ১৯৯৯ সালের রানার্স আপ।

একদিনের ম্য়াচ - ৯০৭
জয় - ৪৭৯
পরাজয় - ৪০১
অমিমাংসিত - ৮
ফলাফলহীন - ১৯
জয়ের শতকরা হিসেব - ৫৪.৩৯%
সর্বোচ্চ রান সংগ্রহকারী - ইনজামাম-উল-হক (১১,৭৩৯)
সর্বোচ্চ উইকেট শিকারী - ওয়াসিম আক্রম (৫০২)

ওয়েস্টইন্ডিজ

ওয়েস্টইন্ডিজ

প্রথম দুইবারের (১৯৭৫ ও ১৯৭৯) বিশ্বকাপ চ্যাম্পিয়ন।

একদিনের ম্য়াচ - ৭৯৩
জয় - ৩৯০
পরাজয় - ৩৬৫
অমিমাংসিত - ১০
ফলাফলহীন - ২৮
জয়ের শতকরা হিসেব - ৫১.৬৩%
সর্বোচ্চ রান সংগ্রহকারী - ব্রায়ান লারা (১০,৩৪৮)
সর্বোচ্চ উইকেট শিকারী - কোর্টনি ওয়ালশ (২২৭)

শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা

১৯৯৬ সালের বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। ২০০৭ ও ২০১১ হয় রানার্স-আপ।

একদিনের ম্য়াচ - ৮৩২
জয় - ৩৭৯
পরাজয় - ৪১১
অমিমাংসিত - ৫
ফলাফলহীন - ৩৭
জয়ের শতকরা হিসেব - ৪৭.৯৮%
সর্বোচ্চ রান সংগ্রহকারী - কুমার সাঙ্গাকারা (১৩,৯৭৫)
সর্বোচ্চ উইকেট শিকারী - মুথাইয়া মুরলিধরণ (৫২৫)

বিস্ময়কর হলেও ক্রিকেটের জন্মদাতা দেশ ইংল্যান্ড, যাঁরা প্রথম একদিনের ক্রিকেট খেলতে শুরু করেছিল তারাই এই তালিকায় প্রথম পাঁচে নেই। ৩৬২ জয় নিয়ে তারা আছে তালিকার ৭ নম্বরে।

*সব পরিসংখ্য়ানই বুধবার (৬ মার্চ) তারিখ পর্যন্ত।

English summary
India have registered their 500 ODI wins in Nagpur on Tuesday. Let's see which are the top 5 teams with most wins in ODI cricket.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X