For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেপ টাউন টেস্টের দুঃসহ স্মৃতি যেন ফিরিয়ে আনলেন বিরাটরা! এই হারই ভোগাতে পারে গোটা সিরিজে

কেপটাউন টেস্টের পুনরাবৃত্তি যেন হল এজবাস্টনে।

  • |
Google Oneindia Bengali News

কেপটাউন টেস্টের পুনরাবৃত্তি যেন হল এজবাস্টনে। বছরের শুরুতেই কেপটাউন টেস্টে মাত্র ২০৮ রান তাড়া করতে নেমে ৭২ রানে হেরে শেষ অবধি সিরিজ খোয়াতে হয়েছিল বিরাট কোহলিদের। প্রোটিয়ারা প্রথম ২টি টেস্টে জিতে তিন ম্যাচের সিরিজ পকেটে পুরে নেয়। শেষ টেস্টে জিতে মর্যাদার লড়াইয়ে ১-২ করে কোহলির ভারত। সেদিনও জেতার সুবর্ণ সুযোগ ছিল। তবে এক-দুজন বাদে কেউ ক্রিজে টিকে খেলতে পারেননি। উইকেট ছুঁড়ে দিয়ে এসেছিলেন।

কেপ টাউন টেস্টের দুঃসহ স্মৃতি যেন ফিরিয়ে আনলেন বিরাটরা! এই হারই ভোগাতে পারে গোটা সিরিজে

এদিনও ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৯৪ রান তাড়া করতে নেমে ভারত হারল ৩১ রানে। বিরাট কোহলি (৫১) ও শেষদিকে হার্দিক পান্ডিয়া (৩১) বাদে আর কোনও ব্যাটসম্যান সফল হতে পারেননি। উইকেটে এমন জুজ ছিল না যে চতুর্থ দিন শুরুতে খেলা যাচ্ছিল না। তবে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতা ও ইংল্যান্ড বোলারদের দুরন্ত বোলিংয়ে কোহলি অ্যান্ড কোং হেরে বসল। কেপটাউনের মতোই একই ধরনের ছোট টার্গেট তাড়া করে বিলেতের মাটিতে সহজ জয় ফেলে এল ভারত।

কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকা ২৮৬ করার পরে ভারত ২০৯ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের ১৩০ রানে আউট করায় ভারতের টার্গেট দাঁড়ায় ২০৮ রান। তবে কোহলিরা ১৩৫ রানে সব উইকেট হারিয়ে ফেলে ৭২ রানে হারে।

এদিন ইংল্যান্ডের মাটিতে জেতা ততটা কঠিন ছিল না। কোহলি নিজে ক্রিজে ছিলেন। একটা পার্টনারশিপ দলকে জয় এনে দিতে পারত। তবে কেউ ন্যূনতম প্রতিরোধ গড়তে পারলেন না। ফলে ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। এত সুন্দর সুযোগ তৈরি করেও শেষ অবধি বিরাট ভাগ্যের চাকা ঘোরাতে ব্যর্থ হলেন।

English summary
India repeats Cape Town test loss in Birmingham against England
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X