For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চায়নাম্যান কুলদীপের স্পিনে নাস্তানাবুদ মর্গ্যানরা, ভালো শুরু করেও ইংল্যান্ড তুলল ১৫৯/৮

ম্যাঞ্চেস্টারে প্রথম টি২০-তে খেলতে নেমে ইংল্যান্ড ভালো শুরু করেও ৮ উইকেটে ১৫৯ রানে থমকে গেল। ভারতের সামনে লক্ষ্য ১৬০ রানের।

  • |
Google Oneindia Bengali News

টুর্নামেন্ট শুরুর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ইংল্যান্ডে ভারতকে ভালো পারফর্ম করতে হবে ভালো বল করতে হবে স্পিনারদের। আর সেকথা যে কতখানি সত্যি তা এদিন প্রমাণিত হল। ম্যাঞ্চেস্টারে প্রথম টি২০-তে খেলতে নেমে ইংল্যান্ড ভালো শুরু করেও ৮ উইকেটে ১৫৯ রানে থমকে গেল। ভারতের সামনে লক্ষ্য ১৬০ রানের।

চায়নাম্যান কুলদীপের স্পিনে নাস্তানাবুদ ইংল্যান্ড

কুলদীপ যাদব একাই ২৪ রান দিয়ে ৫ উইকেট নেন। তাঁর চায়নাম্যান স্পিনের ভেলকির সামনে দাঁড়াতে না পেরে ১২ ওভারে ১০০ রান তোলার পরেও ইংল্যান্ড এত কম রানে গুটিয়ে গেল।

এদিন টসে জিতে বিরাট কোহলি ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান। দারুণ শুরু করেন জেসন রয় ও জস বাটলার। মাত্র ৫ ওভারে ৫০ রান তুলে ফেলে ইংরেজরা। রয় প্রথমে আউট হন ২০ বলে ৩০ রান করে। তবে বাটলার অন্যদিক ধরে রেখে ৪৬ বলে ৬৯ রান করে যান।

একসময়ে ১২ ওভারে ইংল্যান্ড ১০০ তুলে ফেলে ২ উইকেটের বিনিময়ে। তবে কুলদীপকে আক্রমণে আনতে থমকে যান ইংল্যান্ড ব্যাটিং। তারপরে অ্যালেক্স হেলস ৮, ইয়ন মর্গ্যান ৭, জনি বেয়ারস্টো ০, জো রুট ০, মঈন আলি ৬ রান করে পরপর ফিরে যান।

শেষদিকে ডেভিড উইলি ১৫ বলে ২৯ রান করে দলকে ভদ্রস্থ স্কোরে পৌঁছয়। ভারতের হয়ে কুলদীপ ৫ উইকেট নেওয়া ছাড়াও হার্দিক পান্ডিয়া ৩৩ রানে ১ উইকেট নেন ও উমেশ যাদব ২১ রানে ২ উইকেট নেন।

English summary
India restricts England at 159 for 8 as Kuldeep Yadav's spin troubles Morgan brigade
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X