For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬ বছর, ৮টি নক আউট, ৮টি হার, ভারতের পরিসংখ্যানে চিন্তার মেঘ

৬ বছর, ৮টি নক আউট, ৮টি হার, ভারতের পরিসংখ্যানে চিন্তার মেঘ

  • |
Google Oneindia Bengali News

মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হেরেছে ভারতের মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীত কৌরদের ৮৫ রানে হার দেখে হতাশ হয়েছেন দেশের ক্রীড়াপ্রমেীরা। তার চেয়েও হতাশাজনক গত ছয় বছরে কোনও আইসিসি টুর্নামেন্টের নক আউটে টিম ইন্ডিয়ার ফলাফল। সেই পরিসংখ্যানের দিকে নজর ফেরানো যাক।

শেষবার বিশ্বকাপ

শেষবার বিশ্বকাপ

২০১১ সালে ভারতের মাটিতে বসেছিল ৫০ ওভারের বিশ্বকাপের আসর। ২৮ বছরের প্রতীক্ষার পর সেবারই লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দেশের মাটিতে সেই ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। তারপর থেকে আট বছর কোনও বিশ্বকাপ (৫০ ও ২০ ওভার) জিততে পরেনি ভারতীয় ক্রিকেট দল।

শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি

শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি

২০১৩ সালে লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। তারপর থেকে ছয় বছর এই ট্রফি আর জিততে পারেননি বিরাট কোহলিরা। এ ক-বছরে মহিলাদের ক্রিকেটেও কোনও আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি টিম ইন্ডিয়া।

২০১৪-র টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল

২০১৪-র টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল

বাংলাদেশে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারত। আগে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩০ রান তুলেছিলেন বিরাট কোহলিরা। জবাবে ১৭.৫ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ৬ উইকেটে ম্যাচ, ফাইনাল ও ট্রফি হেরে যায় ভারত।

২০১৫-র বিশ্বকাপ সেমিফাইনালে

২০১৫-র বিশ্বকাপ সেমিফাইনালে

ওই বিশ্বকাপের সেমিফাইনালে হোম টিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল ভারত। আগে ব্যাট করে ৩২৮ রান করেছিল অজিরা। জবাবে ২৩৩ রানে অল আউট হয়ে গিয়েছিল মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া।

২০১৬-র টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল

২০১৬-র টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল

দেশের মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ ইন্ডিজের মুখোমুখি হয়েছিল ভারত। আগে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯২ রান তুলেছিল টিম ইন্ডিয়া। জবাবে ১৯.৪ ওভারে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল ক্যারিবিয়ানরা।

২০১৭-র মহিলা বিশ্বকাপ

২০১৭-র মহিলা বিশ্বকাপ

সেবার ইংল্যান্ডে হয়েছিল মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ। ঐতিহাসিক লর্ডসে হোম টিমের বিরুদ্ধে ফাইনাল খেলেছিলেন মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা। আগে ব্যাট করে ৫০ ওভারে ২২৯ রান তোলে ইংল্যান্ড। জবাবে মাত্র ৯ রান দূরে থেমে যায় ভারত। মাত্র ২৮ রানে শেষ ৮ উইকেট হারায় দেশের মহিলা ক্রিকেট দল।

২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফি

২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফি

ইংল্যান্ডে হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। আগে ব্যাট করে ৫০ ওভারে ৩৩৮ রান তুলেছিল পাকিস্তান। জবাবে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়া টিম ইন্ডিয়া ১৮০ রানে ম্যাচ হেরেছিল।

২০১৮-র টি-টোয়েন্টি বিশ্বকাপ

২০১৮-র টি-টোয়েন্টি বিশ্বকাপ

ওয়েস্ট ইন্ডিজে হওয়া মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল ভারত। আগে ব্যাট করে ইংল্যান্ডকে মাত্র ১১৩ রানের লক্ষ্য দিতে পেরেছিলেন হরমনপ্রীত কৌররা। জবাবে ২ উইকেট হারিয়েই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিলেন ইংরেজরা।

২০১৯-র বিশ্বকাপ সেমিফাইনাল

২০১৯-র বিশ্বকাপ সেমিফাইনাল

বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ধরা হয়েছিল। ইংল্যান্ডে হওয়া ওই বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছে গিয়েছিল মেন ইন ব্লু। কিন্তু সেই ধাপে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হারতে হয়েছিল ভারতকে।

২০২০-র মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ

২০২০-র মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়ায় হওয়া এই বিশ্বকাপে হোম টিমের কাছে ৮৫ রানে ফাইনাল ম্যাচ হেরে যায় ভারতের মহিলা ক্রিকেট দল। খেলার সব বিভাগেই চূড়ান্ত ব্যর্থ হন হরমনপ্রীত কৌররা।

English summary
India's bad run in ICC tournaments is on after 6 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X