For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়ার্ন থেকে শাকিব, ম্যাচ ফিক্সিং-এ ভারতীয় বুকিদের যোগ, এক নজরে দেখে নিন

ওয়ার্ন থেকে শাকিব, ম্যাচ ফিক্সিং-এ ভারতীয় বুকিদের যোগ, এক নজরে দেখে নিন

  • |
Google Oneindia Bengali News

ম্যাচ ফিক্সিং-এ রাজি না হয়েও তার তথ্য গোপন করার অভিযোগে বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসানকে দুই বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসনে পাঠিয়েছে আইসিসি। শাকিব নিজের অপরাধ কবুল করায় তাঁর এক বছরের শাস্তি মুকুবও করেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। ক্রিকেট বিশ্বকে স্তম্ভিত করা এই ঘটনার পিছনে জড়িত এক ভারতীয় বুকি। অতীতে আর কোন কোন ম্যাচ ফিক্সিং-র ঘটনায় ভারতীয় বুকিদের নাম জড়িয়েছে তা এক নজরে দেখে নিন।

শাকিব কাণ্ড

শাকিব কাণ্ড

আইসিসি প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলার সময় ঢাকা ডায়নামাইটসের হয়ে টুর্নামেন্টে অংশ নেওয়া শাকিব আল হাসানের ফোন নম্বর দীপক আগরওয়াল নামে এক ভারতীয় বুকিকে দেন ওই দলেরই এক অল রাউন্ডার। একই বছরের নভেম্বরে হোয়াটস অ্যাপে শাকিবের সঙ্গে দীপকের কথা হয়। বাংলাদেশের তারকা ক্রিকেটারকে দেখা করতে বলে ওই ভারতীয় বুকি। আইসিসি প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৮ সালে শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য শাকিব আল হাসানের সঙ্গে হোয়াটস অ্যাপে ফের যোগাযোগ করে দীপক। সিরিজ চলাকালীনও শাকিবের সঙ্গে ওই বুকির কথা হয় বলে জানানো হয়েছে। দুই বার বুকির প্রস্তাব ফিরিয়ে দেন শাকিব আল হাসান। তবু ওই বছরই আইপিএল চলার সময় দীপক আগরওয়াল আরও একবার বাংলাদেশী তারকার সঙ্গে যোগাযোগ করে বলে আইসিসি জানিয়েছে।

মার্ক ওয়া ও শেন ওয়ার্ন বেটিং কেলেঙ্কারি

মার্ক ওয়া ও শেন ওয়ার্ন বেটিং কেলেঙ্কারি

বিশ্বের প্রাচীন বেটিং কাণ্ডগুলির মধ্যে অন্যতম এই দুর্নীতিতে জড়িয়েছিলেন অস্ট্রেলিয়ার লেজেন্ডারি লেগ স্পিনার শেন ওয়ার্ন ও ওপেনার মার্ক ওয়া। ১৯৯৪ সালে ওই দুই ক্রিকেটারকে ভারতীয় বুকির কাছ থেকে টাকা নিতে দেখা যায়। এক বছর পর ওই দুই ক্রিকেটার ও তাঁদের জাতীয় দলের সতীর্থ টিম মে, পাকিস্তানি ক্রিকেটার সেলিম মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং-র প্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন।

কেলেঙ্কারিতে আজহারউদ্দিন-ক্রোনিয়ে

কেলেঙ্কারিতে আজহারউদ্দিন-ক্রোনিয়ে

বিশ্বের ক্রিকেট ইতিহাসের অন্যতম চর্চিত এই ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি ঘটেছিল ১৯৯৬ সালে। ওই দুর্নীতিতে নাম জড়িয়েছিল ভারতের তৎকালীন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন, দক্ষিণ আফ্রিকার তৎকালীন অধিনায়ক প্রয়াত হ্যান্সি ক্রোনিয়ের নাম। পরে ওই ম্যাচ ফিক্সিং কাণ্ডে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেব, মনোজ প্রভাকর, অজয় জাদেজা ও অজয় শর্মার নামও জড়িয়ে গিয়েছিল। ঘটনায় জড়িয়ে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার হার্সাল গিবস ও স্পিনার প্যাট সিমকক্স। গোটা কেলেঙ্কারির হোতা ছিল সঞ্জয় চাওলা নামে ব্যবসায়ীর আড়ালে এক ভারতীয় বুকি।

কলঙ্কিত ক্রিস ক্রেয়ার্নস ও লু ভিনসেন্ট

কলঙ্কিত ক্রিস ক্রেয়ার্নস ও লু ভিনসেন্ট

বিসিসিআই-কে চ্যালেঞ্জ করে আইপিএল-র আগে ভারতে শুরু হয়েছিল ইন্ডিয়ান ক্রিকেট লিগ বা আইসিএল। বন্ধ হয়ে যাওয়া ওই টুর্নামেন্টে ম্যাচ ফিক্সিং-র অভিযোগ ওঠে। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার লু ভিনসেন্ট অভিযোগ আনেন, প্রাক্তন কিউই অধিনায়ক তাঁকে ম্যাচ ফিক্সিং-র প্রস্তাব দেন। এই ঘটনার পিছনেও নাম জড়ায় এক ভারতীয় বুকির।

দানিশ কানেরিয়ার বেটিং যোগ

দানিশ কানেরিয়ার বেটিং যোগ

পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া ২০১৮ সালে স্বীকার করেন যে ২০০৯-এ ইংল্যান্ডে কাউন্টি খেলার সময় তাঁকে ম্যাচ ফিক্সিং-র প্রস্তাব দেয় অনু ভাট নামে এক ভারতীয় বুকি।

নির্বাসিত আশরাফুল

নির্বাসিত আশরাফুল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ স্পট ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৮ বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হন বাংলাদশের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আশরাফুল। সেই ক্রিকেট টুর্নামেন্টের একটি দলের সিইও তথা ভারতীয় নাগরিক গৌরব রাওয়াত ও এক বুকির কথাতেই তিনি এই অপরাধে জড়িয়েছিলেন বলে স্বীকার করেন আশরাফুল।

English summary
India's connection match fixing from Warne to Shakib
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X