For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাপানে বাজিমাত ভারতীয় ক্রীড়াবিদের! হেঁটে হেঁটেই টোকিও অলিম্পিকে স্থান পেলেন ইরফান

রবিবার (১৬ মার্চ) এশিয়ান রেস ওয়াকিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থান অর্জন করে ২০২০ টোকিও অলিম্পিক-এ যোগ্যতা অর্জন করলেন জন্য ভারতের ইরফান কেটি।

Google Oneindia Bengali News

রবিবার, আরও এক ভারতীয় ক্রীড়াবিদ যোগ্যতা অর্জন করলেন ২০২০ টোকিও অলিম্পিকে। জাপানের নোমি-তে এশিয়ান রেস ওয়াকিং চ্যাম্পিয়নশিপ ২০১৯-এ চতুর্থ হলেন ভারতীয় রেস ওয়াকার ইরফান কেটি। ২০ কিলোমিটার পথ হেঁটে অতিক্রম করতে ইরফান সময় নেন ১ ঘন্টা ২০ মিনিট ৫৭ সেকেন্ড। এরফলেই টোকিওয় ওয়ার্ল্ডস গ্রেটেস্ট শো-তে অংশ নেওয়ার সুযোগ পেলেন তিনি।

হেঁটে হেঁটেই টোকিও অলিম্পিকে ইরফান

টোকিও অলিম্পিক ইরফানের দ্বিতীয় অলিম্পিক। এর আগে ২০১২ লন্ডন অলিম্পিকেও তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। তবে গত বছর গোল্ড কোস্টে 'নো নিডল' নীতি না মানায় তাঁকে প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়া হয়নি।

এদিন এই প্রতিযোগিতায় চতুর্থ স্থানে শেষ করার ফলে তিনি আসন্ন আইএএএফ বিশ্বকাপেও অংশ নিতে পারবেন। ২৭ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত কাতারের রাজধানী দোহাতে এই বিশ্বকাপের আসর বসবে। ভারত থেকে দেবিন্দর ও গণপতি নামে আরও দুইজন রেস ওয়াকার এই বিশ্বকাপে অংশ নেবেন।

English summary
India's Irfan KT has qualified for the 2020 Tokyo Olympics after finishing fourth at the Asian Race Walking Championship on Sunday (March 17).
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X