For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরছেন শামী? কী হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের একাদশ?

Google Oneindia Bengali News

শুক্রবার হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে বিরাট ঔদ্ধত্যে উড়ে যায় উইন্ডিজরা। মাঝে একটা দিনের ছুটি। রবিবার আবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারতীয় দল। এদিকে শেষ পর্যন্ত ম্যাচ সহজে জিতে গেলেও টিম ম্যানেজমেন্টের কপালে বোলারদের ফর্ম নিশ্চিত ভাবে চিন্তার ভাঁজ ফেলেছে। সেই ক্ষেত্রে দলের বোলিং বিভাগে বদলের সম্ভাবনা দেখা যেতে পারে। সেই ক্ষেত্রে দলে কী স্থান পাবেন মহম্মদ শামী? পেসাররা মার খেয়েছেন। দুটি উইকেট নিলেও প্রচুর থেক বেশি রান দিয়েছেন যুজবেন্দ্র চাহল।

কেএল রাহুল

কেএল রাহুল

এদিকে শিখরের চোটের কারণে ওপেনিংয়ে স্থান পাওয়া কেএল রাহুল প্রথম ম্যাচে খুব ভালো খেলেছেন। বিরাটের সঙ্গে তাঁর পার্টনারশিপটাই ম্যাচটি ভারতের পকেটে পুরতে সাহায্য করে। মাত্র ৪০ বলে করা তাঁর ৬২ রানের ইনিংশের উপর ভর করেই বিরাট পরে ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে শুরু করেন তাঁর আক্রমণাত্বক ব্যাটিং।

রোহিত শর্মা

রোহিত শর্মা

প্রথম ম্যাচে ফ্লপ করলেও চলতি বছরে দুর্দান্ত ফর্মে রয়েছেন রোহিত শর্মা। তাঁর স্বপ্নের দৌড় শুরু হয়েছে সেই ইংল্যান্ড বিশ্বকাপ থেকে। এরপর টেস্টেও ওপেন করতে নেমে দলে জায়গা পাকা করেছেন। এবার পরবর্তী বছরে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁর ফোকাস নিশ্চই হবে আন্তর্জাতিক ক্রিকেটের সব থেকে ছোট ফর্ম্যাটের দিকে।

বিরাট কোহলি

বিরাট কোহলি

মাত্র ৫০ বলে ৯৪ করা বিরাট থাকবেন তিন নম্বরে। প্রথম ম্যাচে শুরুর দিকে টাইমিং ঠিক করে না হলেও তিনি রাহুলের সঙ্গে ক্রিজে টিকে থাকেন। এরপর জেসন হোল্ডারের বলে লং অফের উপর দিয়ে ছক্কা মেরে নিজের অর্ধশতরানে পৌঁছালে বদলে যায় তাঁর ব্যাটিংয়ের ধরন। ম্যাচ শেষে বিরাট নিজেও স্বীকার করে নেন যে প্রথম দিকে তিনি জোরে মারতে চাইছিলেন। পরে তিনি তাঁর টাইমিং ফিরে পান। সেই টাইমিংয়ের উপর ভর করেই দ্বিতীয় ম্যাচেও তাঁর ব্যাট থেকে বড় রানের আশায় থাকবেন ক্রিকেট প্রেমীরা।

শ্রেয়স আইয়ার

শ্রেয়স আইয়ার

প্রথম ম্যাচে সস্তায় আউট হয়ে গেলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে এবং দেশের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দারুণ পারফরম্য়ান্স করা শ্রেয়স আইয়ার, এই ম্যাচেও চার নম্বরে নামবেন বলে নিশ্চিত।

ঋষভ পন্থ

ঋষভ পন্থ

দেশে ও বিদেশে বিগত বেশ কয়েকটি সিরিজে একাধিকবার সুযোগ পেয়েও সেভাবে ঝলক দেখাতে পারেননি তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। তা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে দলে সুযোগ পান তিনি। ম্যাচে বড় রান না পেলেও তাঁর ৯ বলে ১৮ রানের ইনিংসটি বেশ গুরুত্বপূর্ণ ছিল। তাই দ্বিতীয় ম্যাচেও তাঁকেই দলে রাখা হবে বলে মনে করা হচ্ছে। সেই ক্ষেত্রে ঘরের মাঠে অভিষেক হবে না সঞ্জু স্যামসনের।

শিবম দুবে

শিবম দুবে

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন শিবম দুবে। তবে মুম্বই-র এই অল রাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র এক ওভআর বল করে ১৩ রান দেন। ব্যাটহাতে তিনি ছিলেন শুধুই দর্শকের ভূমিকায়।

রবীন্দ্র জাদেজা

রবীন্দ্র জাদেজা

এদিকে দেশের অভিজ্ঞ অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজাকে এই ম্যাচেও মাঠে নামতে দেখা যাবে। প্রথম ম্যাচে ভারতীয়দের হয়েসব থেকে ভালো বোলিং করেন তিনিই। রানও সব থেকে কম দিয়েছিলেন। চার ওভারে ৩০ রানদিয়ে তিনি তুলে নিয়েছিলেন একটি উইকেট।

ওয়াশিংটন সুন্দর

ওয়াশিংটন সুন্দর

ফিল্ডিংয়ের সময় দুটি ক্যাচ মিস ও বল হাতে তিন ওভারে দিয়েছেন ৩৪ রান, যা সাধারণত তাঁর থেকে প্রত্যাশিত নয়। তবে দ্বিতীয় ম্যাচেও তিনি তাঁর স্থান ধরে রাখবেন বলে আশা করা হচ্ছে। সেই ক্ষেত্রে আগেম ম্যাচে স্মৃতি ভুলিয়ে নতুন করে শুরু করতে হবে ওয়াশিংটন সুন্দরকে।

যুজবেন্দ্র চাহল

যুজবেন্দ্র চাহল

চায়না ম্যান কুলদীপ যাদব দলে থাকলেও লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে দেখা যাবে বলে নিশ্চিত ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রথম ম্যাচে ৩৬ রান দিলেও গুরুত্বপূর্ণ সময় একই ওভারে ফর্মে থাকা দুই ক্যারিবিয়ান ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরান তিনি।

পেসার

পেসার

প্রথম ম্যাচে বল হাতে উইকেট না পেলে ভুবনেশ্বর থাকবেন দলে। সেই ক্ষেত্রে মহম্মদ শামী কার স্থানে আসতে পারেন? দীপক চাহারকে বসিয়ে শামীকে খেলানোর একটি সম্ভাবনা রয়েছে। প্রথমম ম্যাচে ৪ ওভারে ৫৬ রান দেন।

English summary
India's probable eleven against West Indies in second t 20 match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X