For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রবিবার ওয়েস্ট ইন্ডিজ সফরের দল নির্বাচন,বিরাট কি অধিনায়ক? কারা থাকছেন দলে?

২১ জুলাই ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা। তার আগে একনজরে দেখে নেওয়া যাক কারা হতে পারেন ইন, কারা হতে পারেন আউট

  • |
Google Oneindia Bengali News

২১ জুলাই ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা। তার আগে একনজরে দেখে নেওয়া যাক কারা হতে পারেন ইন, কারা হতে পারেন আউট

শহরে আসছেন রাহুল গান্ধী

শহরে আসছেন রাহুল গান্ধী

বিবেকানন্দ উড়ালপুলের ভেঙে পড়ার ঘটনায় এদিন শহরে আসছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। আহতদের দেখতে হাসপাতালেও যেতে পারেন তিনি।

অধিনায়ক

অধিনায়ক

চলতি বছরের শুরু থেকে টানা ক্রিকেট খেলছেন। অস্ট্রেলিয়া সফর, আইপিএল, বিশ্বকাপ! ওয়ার্কলোড কমাতে তাই ওয়েস্ট ইন্ডিজ সফরে নির্বাচকরা কোহলিকে বিশ্রাম দিতে চেয়েছেন।যদিও বিশ্রাম নয়, ক্রিকেটে ফোকাস করতে চান বলে পাল্টা বার্তা দিয়েছেন বিরাট। সেক্ষেত্রে দলের নেতা হিসেবে কোহলিই সম্ভবত ক্যারিবিয়ান সফরের জন্য় বিমান ধরছেন।

সৌদি চললেন মোদী

সৌদি চললেন মোদী

ওয়াশিংটন ছেড়ে এদিন সৌদি আরবের রিয়াধের উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আলোচনায় শিখর ধাওয়ান

আলোচনায় শিখর ধাওয়ান

নেটে ব্যাটিং শুরু করে দিলেও তাঁকে এখনই ওয়েস্ট ইন্ডিজ সফরে ওপেনিংয়ে ঠেলে দিয়ে ঝুঁকি নিতে নারাজ বোর্ড

অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের দেহের ময়না তদন্ত সম্পন্ন

অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের দেহের ময়না তদন্ত সম্পন্ন

গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করা 'বালিকা বধূ' অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের দেহের ময়না তদন্ত করা হল গুরগাঁও দক্ষিণের একটি হাসপাতালে।

কারা ইন

কারা ইন

ওয়েস্ট ইন্ডিজ সফরে মিডল অর্ডারে সুযোগ পেতে পারেন শ্রেয়স আইয়ার, মায়াঙ্ক আগারওয়াল। এছাড়া দলে ফিরতে পারেন মনীশ পান্ডে। তরুণদের মধ্যে ব্যাটিংয়ে ডাক পেতে পারেন শুভমন গিল। বিশ্বকাপের পর বোলারদের মধ্যে ভুবি-বুমরাহদের বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে তরুণ বাঁ-হাতি খলিল আহমেদ, সিদ্ধার্থ কলদের ডাক পড়তে পারে। অন্যদিকে ২০২০ বিশ্বকাপকে মাথায় রেখে পন্থকে সুযোগ দিতে চলেছেন নির্বাচকরা।

অশ্বিনের সমালোচনায় সানি

অশ্বিনের সমালোচনায় সানি

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে একটি নো বল করেন রবিচন্দ্রণ অশ্বিন। যা নিয়ে বিশ্ব ক্রিকেটে চর্চা অব্যাহত। একজন স্পিনার কীভাবে নো বল করেন, তা নিয়ে অশ্বিনের সমালোচনায় সরব হয়েছেন খোদ সুনীল গাভাসকর।

কারা আউট

কারা আউট

দীনেশ কার্তিক, কেদার যাদব যারা নিশ্চিতভাবে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাদ পড়ছেন। অন্যদিকে দল ঘোষণার আগে ধোনির সঙ্গে আলোচনা করে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জেনে নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

গুরুদাসপুরে ফের সন্দেহভাজন

গুরুদাসপুরে ফের সন্দেহভাজন

পাঞ্জাবের গুরুদাসপুরে সাতজন সন্দেহভাজনকে দেখা গিয়েছে খবর পাওয়ার পরই এলাকায় তল্লাশি শুরু করল পুলিশ।

সোহরাবউদ্দিন শেখ এনকাউন্টার মামলা

সোহরাবউদ্দিন শেখ এনকাউন্টার মামলা

সোহরাবউদ্দিন শেখ এনকাউন্টার মামলায় আর কারও নাম অভিযুক্ত হিসাবে যুক্ত করা যাবে না বলে জানাল সিবিআইয়ের বিশেষ আদালত।

সুকমায় চারটি আইইডি বিস্ফোরক উদ্ধার

সুকমায় চারটি আইইডি বিস্ফোরক উদ্ধার

ছত্তিশগড়ের সুকমায় চারটি আইইডি বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। কয়েকদিন আগে এই সুকমায়ই বিস্ফোরণ ঘটিয়ে কয়েকজন জওয়ানকে মেরে ফেলে মাওবাদীরা।

মাল্যর বিরুদ্ধে নয়া সমন জারি

মাল্যর বিরুদ্ধে নয়া সমন জারি

নতুন করে বিজয় মাল্যর বিরুদ্ধে সমন জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ৯ এপ্রিল তাকে হাজির হতে বলা হয়েছে।

গতিমান এক্সপ্রেস

গতিমান এক্সপ্রেস

ভারতের সবচেয়ে দ্রুতগতির ট্রেন হতে চলেছে গতিমান এক্সপ্রেস। আগামী ৫ এপ্রিল হজরত নিজামুদ্দিন থেকে আগ্রায় যাত্রা শুরু করবে ট্রেনটি। এর সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার।

ওমরকে আমন্ত্রণ মেহেবুবার

ওমরকে আমন্ত্রণ মেহেবুবার

আগামী ৪ এপ্রিল জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মেহেবুবা মুফতি। সেজন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে আমন্ত্রণ জানালেন তিনি।

সিদ্ধার্থের দাবি

সিদ্ধার্থের দাবি

বিবেকানন্দ উড়ালপুলের নির্মাণকারী সংস্থা আইভিআরসিএলকে দিয়ে রেলেরও কাজ করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রেলমন্ত্রী থাকাকালীন জম্মু ও কাশ্মীরে রেলের একটি কাজ করে এই সংস্থা। এমনই দাবি করেছেন বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং।

English summary
India's Squad For West Indies Tour will be pick on July 21, who may in who may out
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X