For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোহলির দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে 'তাঁর দল'! কেন এমন বললেন রবি শাস্ত্রী

কোহলির দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে 'তাঁর দল'! কেন এমন বললেন রবি শাস্ত্রী

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে বিরাট বন্দনা। কোহলির অধিনায়কত্বে ২০১৯ সালে টেস্টে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়ে ফিরেছিল ভারত। দীর্ঘদিন ভারত টেস্টের এক নম্বর দল হিসেবে বিরাজ করেছে। সম্প্রতি করোনা ধাক্কার কারণে ব়্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার কাছে ভারত শীর্ষস্থান হারিয়েছে। তিন ফর্ম্যাট মিলিয়ে ক্রিকেট বিশ্বে ভারত এখন সবচেয়ে শক্তিশালী দল। সেই দল নিয়ে মন্তব্য করতে গিয়েই 'তাঁর দল' বিরাটের এই দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, বললেন রবি শাস্ত্রী।

ক্রিকেট আড্ডায় রবি শাস্ত্রী

ক্রিকেট আড্ডায় রবি শাস্ত্রী

ফেসবুক লাইভে কথোপকথনের মাঝে রবি শাস্ত্রী নিজস্ব মত তুলে ধরেছেন। ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ বলেন, 'আমার চোখে সাদা বলের ক্রিকেটে ১৯৮৫ সালের ভারতের দল সেরা দল।'

 ১৯৮৩ সালের দলের চেয়েও ১৯৮৫ সালের দল শক্তিশালী, দাবি শাস্ত্রীর

১৯৮৩ সালের দলের চেয়েও ১৯৮৫ সালের দল শক্তিশালী, দাবি শাস্ত্রীর

১৯৮৩ সালে কপিল দেবের বিশ্বকাপ জয়ী দলের থেকে ১৯৮৫ সালের ভারতীয় দল শক্তিশালী ছিল বলেছেন শাস্ত্রী। কোচ বলেন, '১৯৮৩ সালের ভারতীয় দলের সঙ্গে ১৯৮৫ সালের ভারতীয় দলের তুলনা করলে, আমি অবশ্যই ৮৫-র ওডিআই দলকেই এগিয়ে রাখব।'

কেন ১৯৮৩ এর থেকে ১৯৮৫-র দল এগিয়ে

কেন ১৯৮৩ এর থেকে ১৯৮৫-র দল এগিয়ে

শাস্ত্রী বলেছেন, '১৯৮৩-র দলে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের দারুণ সংমিশ্রণ ঘটেছিল। অভিজ্ঞতার দিক থেকে বিচার করলে ১৯৮৩-র দল এগিয়ে থাকবে। কিন্তু শক্তি!সেদিক থেকে দেখলে দল হিসাবে ১৯৮৫-র দলকেই সেরা বলতে হবে।'

'তাঁর দল' বিরাটের ভারতকে হারাবার ক্ষমতা রাখে

'তাঁর দল' বিরাটের ভারতকে হারাবার ক্ষমতা রাখে

শাস্ত্রীর চোখে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ওডিআই দল হিসেবে বেনসন অ্যান্ড হেজেস কাপজয়ী টিমকে তিনি বেছে নিয়েছেন। শাস্ত্রী বলেন, 'সাদা বলের ক্রিকেট ধরলে ১৯৮৫-র দলকেই সবার আগে রাখব। বিরাটের দলকেও যারা হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখত। এ বিষয়ে আমার মনে কোনও সন্দেহ নেই। '

১৯৮৫ সালের দল ভারতের যেকোনও দলকে হারানোর ক্ষমতা রাখে

১৯৮৫ সালের দল ভারতের যেকোনও দলকে হারানোর ক্ষমতা রাখে

সাদা বলের ক্রিকেটে ১৯৮৫ সালের ভারতীয় দল, ভারতের যেকোনও প্রজন্মের দলকে হারানোর ক্ষমতা রাখত। শাস্ত্রী এমনই দাবি করেছেন।

আইপিএল স্থগিত! নতুন দল কিনছেন কেকেআর মালিক শাহরুখ খান?আইপিএল স্থগিত! নতুন দল কিনছেন কেকেআর মালিক শাহরুখ খান?

English summary
India's team of 1985 could trouble Virat Kohli's side in white ball cricket says Ravi Shastri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X