For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরু ঐতিহাসিক টেস্টে প্রথম ইনিংসে বড় রান ভারতের

বেঙ্গালুরু ঐতিহাসিক টেস্টে প্রথম ইনিংসে ৪৭৪ রান তুলল ভারত। ভারতের হয়ে জোড়া শতরান করেন মুরলী বিজয় এবং শিখর ধবন। ১০৭ রান করেন শিখর ধবন এবং ১০৫ রান করেন মুরলী বিজয়।

Google Oneindia Bengali News

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্টের প্রথম ইনিংসে ৪৭৪ রান তুলল ভারত। ১০৪.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৪৭৪ রান তোলে ভারত। প্রথম ইনিংসে বিরাট কোহলি হীন টিম ইন্ডিয়াকে নির্ভরতা দেন মুরলী বিজয় এবং শিখর ধবন। ওপেনিং জুটিতে দীর্ঘ দিন পর একশো রানের গণ্ডি টপকায় ভারত। এই দুই তারকা ব্যাটসম্যান প্রথম উইকেটে গড়েন ১৬৮ রানের পার্টনারশিপ। শিখর ধবন ১০৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন এদিন। শিখরকে যোগ্য সঙ্গত দেন ১০৫ রানের ইনিংস খেলা মুরলী বিজয়।

বেঙ্গালুরু ঐতিহাসিক টেস্টে প্রথম ইনিংসে বড় রান ভারতের

এই দুই ওপেনার ছাড়া ভারতের হয়ে ভাল পারফর্ম করেন সদ্য সমাপ্ত আইপিএলে বিধ্বংসী মেজাজে থাকা কেএল রাহুল এবং হার্দিক পান্ডিয়া। আফগানদের বিপক্ষে ৫৪ রানের ইনিংস খেলেন লোকেশ রাহুল। হার্দিক করেন ৭১ রান। শিখর এবং বিজয়ের উইকেট হারানোর পর মূলত এই দুই ক্রিকেটারই ভারতকে বড় রানের দিকে পৌছে দিতে সাহায্য করেন।

এদিন ৩৫ রান করেন চেতেশ্বর পূজারা, ১০ রানে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। বড় রান পাননি উইকেটরক্ষক দীনেশ কার্তিক(৪)। ইনিংসের শেষের দিকে কিছুটা লড়াই চালান রবিচন্দ্রন অশ্বিন(১৮), রবীন্দ্র জাডেজা(২০) এবং উমেশ যাদব(২৬)।

আফগানিস্তানের হয়ে প্রথম টেস্টে ভাল বল করেন ইয়ামিন আহমেদজাই। ঐতিহাসিক টেস্টে আফগানিস্তানের জার্সিতে প্রথম টেস্ট উইকেট নেন তিনই। মোট তিনটি উইকেট এই ম্যাচে নেন আহমেদজাই। এছাড়া আফগানিস্তানের হয়ে দু'টি করে উইকেট নেন তারকা লেগ স্পিনার রশিদ খান এবং বাফাদার। একটি করে শিকার মুজিব উর রহমান এবং মহম্মদ নবি।

English summary
Indian manage to score 474 runs in first innings against Afghanistan. Murli Vijay and Shikhar Dhawan played outstanding innings and scored century in the first innings.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X