For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাদেজার চোট-নাটকের আসরে এবার অনিল কুম্বলে! প্রাক্তন কোচ প্রশ্ন তুললেন দলের একধিক সিদ্ধান্ত নিয়ে

অনিল কুম্বলে বলেছেন, পার্থ টেস্টের আগেই জাদেজার চোট সম্পর্কে ভারতীয় টিম ম্যানেজমেন্টের খোলাখুলি জানানো উচিত ছিল।

Google Oneindia Bengali News

ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী রবিবার (২৩ ডিসেম্বর) সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন দেশ থেকে কাঁধের চোট নিয়েই অস্ট্রেলিয়ায় এসেছিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তাই নিয়ে বিতর্ক তৈরি হয়। প্রশ্ন ওঠে ৭০-৮- শতাংশ ফিট জাদেজাকে বিসিসিআই কীভাবে ফিটনেস ক্লিয়ারেন্স দিয়েছিল তাই নিয়ে।

রবি শাস্ত্রীর আগে ভারতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে। সোমবার জাদেজার চোট প্রসঙ্গে 'ক্রিকেটনেক্সট'-এর কাছে মুখ খুললেন তিনি। সাফ জানালেন, জাদেজার চোটের বিষয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টে সত থাকা উচিত ছিল। এছাড়াওওপেনারদের রান না পাওয়া দলের আরে স্পিনার কূলদীপকে না ব্যবহার করার মতো বিভিন্ন বিষয়ে মতামত জানালেন জাম্বো।

আগে চুপ কেন?

আগে চুপ কেন?

কুম্বলের মতে অস্ট্রেলিয়া বরাবরই ভাল স্পিনারদের সামনে অস্বস্তিতে পড়ে। বিশেষ করে বর্তমান দলের ব্য়াটিং-এ গভীরতা কম। তাই পিচ দেখে ন প্রতিপক্ষের দুর্বলতা দেখেই পার্থ-এ প্রথম একাদশে একজন স্পিনার রাখা উচিত ছিল। জাদেজার চোট থাকলে অবশ্য কিছু করার ছিল না। কিন্তু তাঁকে বিস্মিত করেছে পার্থ টেস্টের আগে জাদেজার চোট নিয়ে টিম ম্য়ানেজমেন্টের একবারও মুখ না খোলা।

কাঁধের চোট নিয়ে ফিন্ডিং?

কাঁধের চোট নিয়ে ফিন্ডিং?

জাদেজার কাঁধে চোট থাকলেও পার্থ টেস্টে তাঁকে ফিল্ডিং করতে দেখা গিয়েছে। প্রাক্তন লেগ স্পিনার কুম্বলে জানিয়েছেন, তিনিও একসময় কাঁধের একই রকম চোটে ভুগেছেন। তাঁকেও ইনজেকশন নিতে হয়েছিল। এটা ঠিক যে সেই ইনজেকশন কাজ করতে একটু সময় নেয়। কিন্তু সেই সময় ডিপ মিড উিকেট থেকে বল ছোঁড়া, একাবারেই ঠিক নয়। জাদেজাকে পরিবর্ত ফিল্ডার হিসেবে নামিয়ে সেটাই করেছে টিম ম্যানেজমেন্ট।

পার্থ টেস্টে কূলদীপ খেললে?

পার্থ টেস্টে কূলদীপ খেললে?

ভারতীয় দলে অশ্বিন, জাদেজা ছাড়াও তৃতীয় স্পিনার হিসেবে রয়েছেন কূলদীপ যাদব। তবে পার্থ-এ একমাত্র স্পিনার হিসেবে কূলদীপকে খেলানো ঝুঁকির কাজ হতো বলেই মনে করেন ভারতের প্রাক্তন কোচ। তাঁর মতে কূলদীপ এখনও তরুণ, তাই তাঁর সফল হতে গেলে অপর প্রান্তে আরেক স্পিনার লাগে। অশ্বিন বা জাদেজার সঙ্গে তিনি খেললে ঠিক আছে। কিন্তু, এখনই প্রধান স্পিনার হওয়ার মতো অবস্থায় আসেননি কূলদীপ।

কেএল রাহুলের পরিবর্ত?

কেএল রাহুলের পরিবর্ত?

কেএল রাহুল প্রসঙ্গে অনিল কুম্বলে জানিয়েছেন, প্রচুর সম্ভাবনা রয়েছে হারুলের মধ্যে। দুর্ভাগ্যের বিষয় সেই বিপুল সম্বাবনাকে তিনি পারফরম্যান্সে পরিণত করতে পারেননি। কুম্বলের মতে শুধু টেকনিক নয়, মানসিকতা নিয়েও এই মুহূর্তে সমস্যায় ভুগছেন রাহুল। গাভাস্কারের মতো তিনিও রাহুলকে ঘরোয়া ক্রিকেটে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। রাহুলের পরিবর্ত হিসেবে তাঁর পছন্দ মায়াঙ্ক আগরওয়াল।

মুরলি বিজয়ের পরিবর্ত?

মুরলি বিজয়ের পরিবর্ত?

অপর ওপেনার মুরলি বিজয় পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ভাল ব্য়াট করছিলেন বে জানিয়েছেন কুম্বলে। ২০ রানে আউট হলেও যতক্ষণ ব্য়াট করছিলেন, ততক্ষণ তাঁকে বেশ জমাট মনে হয়েছে প্রাক্তন কোচের। তবে তিনি সেই সঙ্গেই জানিয়েছেন গত ১৫ টেস্ট ইনিংসে বিজয়ের শতরান মাত্র একটিও, তাও আফগানিস্তানে বিরুদ্ধে। বিজয়ের পরিবর্তে তিনি ওপেনে হনুমা বিহারীকে দেখার কথা বলেছেন। তাঁর মতে হনুমার টেম্পারামেন্ট রয়েছে, রক্ষণ জমাট। জোরে বোলিং খেলতে পারেন। আর কঠিন পরিস্থিতিতে ঘাবড়ে যান না।

English summary
Anil Kumble said Indian team management should have been open about the injury of Jadeja before the Perth test.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X