For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুরু হতে চলেছে ত্রিদেশীয় সিরিজ, এক ক্লিকে জেনে নিন সব তথ্য

ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের জন্য প্রস্তুতি সারছে , জানুন ক্রীড়াসূচি ও দল। রোহিত শর্মা করবেন অধিনায়কত্ব। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকা সফরে দুরন্ত সাফল্য। সামনেই আইপিএলের একাদশ মরশুম। তারমধ্যে ছোট একটা ত্রিদেশীয় সিরিজ রয়েছে। ভারত -বাংলাদেশ ও শ্রীলঙ্কা এই তিনদলের মধ্যে হবে লড়াই। ২০১৮-র এই ত্রিদেশীয় সিরিজে নিজেদের ঝালিয়ে নিতে চলেছেন সব ক্রিকেটাররাই।

শুরু হতে চলেছে ত্রিদেশীয় সিরিজ, এক ক্লিকে জেনে নিন সব তথ্য

মার্চের ৬ তারিখ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে হবে ম্যাচগুলি। রাউন্ড রবিন পর্বের ম্যাচে প্রতিটা দল একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। আর তাদের থেকে সেরা দুটি দলের মধ্যে হবে ফাইনাল।

ক্রীড়াসূচি
----------
ত্রিদেশীয় সিরিজের প্রতিটা ম্যাচে একদিন করে অন্তর রয়েছে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। মার্চের ৪ তারিখ ভারত ও বাংলাদেশ পৌঁছে গেছে শ্রীলঙ্কায়।
মার্চ -৬ - শ্রীলঙ্কা বনাম ভারত
মার্চ -৮ - বাংলাদেশ বনাম ভারত
মার্চ -১০- শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
মার্চ -১২- ভারত বনাম শ্রীলঙ্কা
মার্চ- ১৪- ভারত বনাম বাংলাদেশ
মার্চ- ১৬ - বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
মার্চ -১৮ - ফাইনাল

শুরু হতে চলেছে ত্রিদেশীয় সিরিজ, এক ক্লিকে জেনে নিন সব তথ্য

সম্প্রচার ও লাইভ স্ট্রিমিং ও গেম আপডেট
-----------------------------
২০১৮ -র ত্রিদেশীয় সিরিজের খেলাগুলি সন্ধ্যা ৭ টা থেকে। ভারতে খেলা দেখাবে ডিডি স্পোর্টস ও ডি স্পোর্টস , রিস্তে সিনেপ্লেক্সে। বাংলাদেশে খেলা সম্প্রচার করবে গাজি টিভি। শ্রীলঙ্কায় খেলা দেখাবে এসএলআরসি। ডিডি স্পোর্টসে খেলা দেখা যাবে ইংরাজি ধারাবিবরণীতে আর রিস্তে সিনেপ্লেক্সে খেলা দেখা যাবে হিন্দি ধারাভাষ্যে। এদিকে লাইভ স্ট্রিমিং হবে জিও লাইভ অ্যাপে। প্রতি মুহূর্তের স্কোরআপডেট পাবেন মাই খেল বাংলা -র পাতায়।

স্কোয়াড
-----------
বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি এই সিরিজে বিশ্রাম পেয়েছেন। ঋষভ পন্থ , ওয়াশিংটন সুন্দর এবং মহম্মদ সিরাজ-রা দলে সুযোগ পেয়েছেন। বিসিসিআই আসলে ত্রিদেশীয় সিরিজে তরুণ প্রতিভাদের কাজে লাগাতে চাইছেন। জসপ্রীত বুমরাহ,ভুবনেশ্বর কুমার ও হার্দিক পান্ডিয়াও বিশ্রামে আছেন। কুলদীপ যাদব বিশ্রামে আছেন চোটের জন্য।

শুরু হতে চলেছে ত্রিদেশীয় সিরিজ, এক ক্লিকে জেনে নিন সব তথ্য

একনজরে ভারতীয় দল
-----------------
অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে যাচ্ছে ভারতীয় দল। দলের বাকি সদস্যরা শিখর ধাওয়ান, কে এল রাহুল, সুরেশ রায়না, মণীশ পান্ডে, দীনেশ কার্তিক , দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, যজুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, বিজয় শংকর, শার্দুল ঠাকুর, জয়দেব উনদকট, মহম্মদ শিরাজ, ঋষভ পন্থ।

English summary
India,Sri lanka and Bangladesh gearing up for Tri series know the fixture and team.India will be captained by Rohit Sharma.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X