For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়া সফরে নেই শিখর, প্রত্যাশা মতো দলে ফিরলেন রোহিত, রয়েছে আরও চমক

শুক্রবার অস্ট্রেলিয়ার সফরের চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতের দল ঘোষণা করা হয়েছে। রোহিত শর্মা, মুরলি বিজয় ও পার্থিব প্যাটেল দলে ফিরেছেন।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার (২৬ অক্টোবর) অস্ট্রেলিয়া সফরের চার টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। প্রত্যাশা মতোই টেস্ট দলে ফিরলেন রোহিত শর্মা।

নির্বাচকদের বিরুদ্ধে মুখ খুলে বিসিসিআইয়ের চক্ষুশূল হয়েও আরও একটি সুযোগ পেলেন ওপেনার মুরলি বিজয়। তবে সবচেয়ে বড় চমক দীর্ঘদিন পরে ভারতীয় দলে পার্থীব প্যাটেলের ফিরে আসা।

ব্রাত্যই শিখর

ব্রাত্যই শিখর

ইংল্য়ান্ড সফরে লাল বলের ক্রিকেটে জঘন্য় পারফরম্যান্সের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাদ পড়েছিলেন শিখর ধাওয়ান। অস্ট্রেলিয়া সফরেও তাঁকে ব্রাত্যই রাখলেন নির্বাচকরা।

ফিরলেন রোহিত, পার্থীব প্য়াটেল

ফিরলেন রোহিত, পার্থীব প্য়াটেল

বাউন্সি পিচে স্ট্রোক খেলার ক্ষমতার জন্য বরাবরই অস্ট্রেলিয়ায় রোহিত শর্মার পারফরম্য়ান্স ভাল। তাই অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল অস্ট্রেলিয়া সফরে ফের দলে ফিরতে পারেন রোহিত। দক্ষিণ আফ্রিকায় ধারাবাহিক ব্যর্থতার পর তিনি লাল বলের ক্রিকেটের ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন।

তবে এই দিনের দল নির্বাচনের সবচেয়ে বড় চমক সম্ভবত অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্য়ান পার্থীব প্যাটেলের দলে ফেরা। প্রথম দলে সুযোগ পেলে তিনি কীভাবে সেই সুযোগকে কাজে লাগান সেটাই দেখার।

শিকে ছিঁড়ল মুরলির, এবারেও বাদ করুণ নায়ার

শিকে ছিঁড়ল মুরলির, এবারেও বাদ করুণ নায়ার

করুণ নায়ারের করুণ দশাই বজায় থাকল। দল থেকে বাদ দেওয়ার পর নির্বাচকদের পক্ষ থেকে কোনও যোগাযোগ করা হয়নি বলে সমবাদ মাধ্যমের সামনে মুখ খুলে বোর্ডের রোষে পড়েছিলেন করুণ ও মুরলি বিজয়। এবারেও করুণের জায়গা হল না দলে। তবে কাউন্টি ক্রিকেটে ধারাবাহিক রান করার পুরস্কার পেলেন বিজয়।

বিদেশ সফরে নেই মায়াঙ্ক ও সিরাজ

বিদেশ সফরে নেই মায়াঙ্ক ও সিরাজ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠের সিরিজে প্রথমবার ভারতীয় দলে ডাক পেয়েছিলেন মায়াঙ্ক আগরওয়াল ও মহম্মদ সিরাজ। কিন্তু সিরিজের দুটি ম্যাচের একটিতেও প্রথম দলে খেলার সুযোগ হয়নি তাঁদের। বিদেশ সফরে তাঁদের আপাতত নিয়ে যাওয়া হচ্ছে না।

পৃথ্বীর পরীক্ষা

পৃথ্বীর পরীক্ষা

মায়াঙ্ক, সিরাজদের মতোই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথম ডাক পেয়েছিলেন পৃথ্বী শ। প্রথম ইনিংসেই তিনি শতরান করেন। দ্বিতীয় টেস্টেও শতরানের কাছে চলে গিয়েছিলেন। সিরিজের সেরাও হন। তিনিও উঠছেন অস্ট্রেলিয়াগামী বিমানে। যে প্রত্যাশা তিনি ইতচিমধ্যএই তৈরি করেথছেন এইবার তা পূরণ করার পালা ভারতের নতুন টিনএজ ব্যাটিং সেনসেশনের।

ভারতের সম্পূর্ণ স্কোয়াড

ভারতের সম্পূর্ণ স্কোয়াড

বিরাট কোহলি (অধিনায়ক), মুরলি বিজয়, কেএল রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রোহিত শর্মা, ঋষভ পন্থ, পার্থিব প্যাটেল, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, জসপ্রীত বুমরা, ভূবনেশ্বর কুমার।

English summary
India squad for the four-match Test series on Australia tour has been announced on Friday. Rohit Sharma, Murali Vijay and Parthiv Patel are making their comeback into the squad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X