For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়া সফর ২০১৮-১৯, রওনা হল বিরাট-বাহিনী, সদস্যরা সব খোশ মেজাজেই, দেখুন ছবি

শুক্রবার খোশ মেজাজেই কঠিন অস্ট্রেলিয়া সফরের জন্য রওনা হল ভারতীয় ক্রিকেট দল। দেখুন কয়েকজন স্কোয়াড সদস্যের টুইট ।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার কঠিন অস্ট্রেলিয়া সফরের জন্য রওনা দিল ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলি নেতৃত্বে ২১ নভেম্বর থেকে তারা ৩টি টি২০আই, ৪ টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে। ২০১৫-১৬ সালে ভারত শেষ অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজ ছিল ১-৪ ফলে ও ৩ ম্যাচের টি২০ সিরিজ জিতেছিল ৩-০ ফলে। তবে সেইবার সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন মহেন্দ্র সিং ধোনি।

এই প্রথমবার পূর্ণ সিরিজে অধিনায়ক হিসেবে মেন ইন ব্লুকে নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন কোহলি। সামনে কঠিন লড়াই অপেক্ষা করে থাকলেও রওনা হওয়ার আগে কিন্তু ভারতীয় দলের সদস্যদের খোশ মেজাজেই দেখা গিয়েছে। তাঁদের হাস্যোজ্জ্বল মুখের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছে ভারতীয় বোর্ড। বোর্ড ছাড়াও এদিন অবশ্য একাধীক ক্রিকেটারও টুইটারে আসন্ন সফর ঘিরে তাদের উত্তেজনা প্রকাশ করেছেন।

ছত্রাক

ছত্রাক

২০১১ সালের ভারতীয় বাংলা ড্রামা ছত্রাক। এই ছবিটি বাংলার পাশাপাশি ইংরাজিতেও ডাবিং হয়। এই ছবিতে পাওলি দামের একটি ওরাল সেক্স দৃশ্য এমএমএস আকারে ফাঁস হওয়ায় বিতর্কের সৃষ্টি হয়।

বিসিসিআই

বোর্ডের প্রকাশ করা ছবিতে অস্ট্রেলিয়া সফরে রওনার প্রাক মুহূর্তে বিরাট কোহলি, রোহিত শর্মা, দীনেশ কার্তিক, শিখর ধাওয়ান, জসপ্রিত বুমরাদের 'হ্যাপি ফেস'-এ ধরা দিয়েছেন। বেশ কয়েকজন সদস্যকে ভিডিও গেমস খেলতেও দেখা গিয়েছে।

বেডরুম

বেডরুম

২০১২ সালে তৈরি হয় ছবিটি। ছবির পরিচালক মৈনাক ভৌমিক। ছবিতে আবির চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, উষসী, পার্নো মিত্র, পাওলি দাম, রাহুল, তনুশ্রী, অনুব্রত প্রমুখ অভিনয় করেছেন।

রোহিত শর্মা

সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সহনায়ক রোহিত শর্মা দলের দুই বোলার যুজবেন্দ্র চাহাল ও খলিল আহমেদের সঙ্গে তাঁর নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'গ্যাঙের সবাই এসে গিয়েছে, আমরা উড়ে যেতে প্রস্তুত'।

বিবর

বিবর

২০০৬ সালে তৈরি হয় ছবিটি। ছবিতে অভিনয় করেছেন তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় ও সুব্রত দত্ত।

কুলদীপ যাদব

রোহিত-শিখর সহ দলের আরও কয়েকজন সদস্যের সঙ্গে একটি ছবি তুলে পোস্ট করে, চায়নাম্যান স্পিনার কুলদীপ বলেছেন, অস্ট্রেলিয়া সফরের চ্যালেঞ্জ নিয়ে তিনি উত্তেজিত।

গাণ্ডু

গাণ্ডু

২০১০ সালে ছবিটি মুক্তি পায়। ছবিটির কনসেপ্ট সাদা-কালো। ছবিটিতে অভিনয় করেছেন রি ও অনুব্রত। যৌনতা, নগ্নতা কী নেই এই ছবিতে। এই ছবি নিয়ে বিতর্কও �

জসপ্রিত বুমরা

গত এক বছরে প্রভুত উন্নতি ঘটিয়ে আজ ক্রিকেটের তিন সংস্করণের ভারতীয় দলেরই এক নম্বর বোলার জসপ্রিত বুমরা। তিনি বিমানে উঠে নিজের একটি ছবি তুলে পোস্ট করেছেন। সেই ছবিতে তাঁর হাতের থাম্বস আপই বলে দিচ্ছে অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা উইকেটে বল করার কথা ভেবে তিনি কতটা খুশি।

আমি ও আমার গার্লফ্রেন্ডস

আমি ও আমার গার্লফ্রেন্ডস

২০১৩ সালে মুক্তি পায় ছবিটি। এটিও মৈনাক ভৌমিকের নির্দেশনায় তৈরি। রাইমা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, পার্নো মিত্র, বিক্রম চট্টোপাধ্যায়, অনুব্রত বসু ও বিশ্বনাথ বসু অভিনয় করেছেন।

ক্রুণাল পাণ্ডিয়া

ভারতীয় টি২০আই দলের হয়ে সদ্য অভিষেক ঘটেছে পাণ্ডিয়া ভাইদের বড়ভাই ক্রুণালের। পরের সিরিজই খেলতে হবে অস্ট্রেলিয়ার মাটিতে। সেই নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি। অন্তত তাঁর শরীরি ভাষায় চিন্তার কোনও ছাপ দেখা যায়নি।

ও হেনরি

ও হেনরি

২০১৩ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। এই ছবিতে অভিনয় করেছেন লকেট চক্রবর্তী।

নাগরদোলা

নাগরদোলা

২০০৫ সালে এই ছবিটি তৈরি হয়। এই ছবিতে অভিনয় করেছেন রূপা গঙ্গোপাধ্যায়।

কসমিক সেক্স

কসমিক সেক্স

২০১৪ সালে এই ছবিটি মুক্তি পায়। নামেই বোঝা যাচ্ছে ছবির বিষয়বস্তু। এই ছবিতে অভিনয় করেছেন রি।

অন্তরমহল

অন্তরমহল

২০০৫ সালে মুক্তি পায় ঋতুপর্ণ ঘোষের এই ছবিটি। এই ছবিতে অভিনয় করেন সোহা আলি খান. জ্য়াকি শ্রফ, অভিষেক বচ্চন, রূপা গঙ্গোপাধ্যায় প্রমুখ।

তৃষ্ণা

তৃষ্ণা

২০০৯ সালে ছবিটি মুক্তি পায়। ছবির পরিচালনা করেছেন প্রীতম জালান। এই ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অংশুমান গুপ্ত।

English summary
The Indian cricket team left on Friday for the gruelling tour of Australia with 'Happy Faces'. See the tweets from some of the squad members.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X