For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ড সফর: বিশ্রাম দেওয়া হল রোহিতকে, কোচ রাহুল দ্রাবিড় বললেন 'ভাল'

ভারত এ দলের নিউজিল্যান্ড সফর থেকে বিশ্রাম দেওয়া হল রোহিত শর্মাকে। ভারত এ-এর কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, আসন্ন সফর টেস্ট দলের নিয়মিতদের কাজে দেবে।

  • |
Google Oneindia Bengali News

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পরিস্থিতি একেবারে একরকম নয়। কিন্তু তাও ভারতের টেস্ট দলের নিয়মিতদের জন্য ভারত এ দলের নিউজিল্যান্ড সফর অত্যন্ত কাজে লাগবে বলে মনে করছেন ভারত এ দলের কোচ তথা প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়।

অবশ্য মঙ্গলবারই বিসিসিআই-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, রোহিত শর্মা থাকছেন না এই সফরে।

রোহিতকে বিশ্রাম

রোহিতকে বিশ্রাম

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া বেসরকারি টেস্ট ম্য়াচের ন্য ভারত এ দলে নাম ছিল রোহিত শর্মার। কিন্তু মঙ্গলবার বিসিসিআই-এর মেডিকাল টিম জানায় নিউজিল্যান্ড সফর থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে রোহিতকে। ভারতের টিম ম্য়ানেজমেন্ট ও জাতীয় নির্বাচক কমিটির সঙ্গে কথা বলে তাদের মনে হয়েছে এই সফরে গেলে রোহিতের উপর মাত্রাতিরিক্ত 'ওয়ার্কলোড' পড়ে যাবে। বদলে ১৬ তারিখ তিনি মুম্বই থেকে অস্ট্রেলিয়াগামী বিমান ধরবেন।

রইল বাকি পাঁচ

রইল বাকি পাঁচ

রোহিতকে বিশ্রাম দেওয়া হলেও নিউজিল্যান্ডগামী ভারত এ দলে ভারতের তরুণ ক্রিকেটারদের সঙ্গে বেশ কয়েকজন সিনির দলের ক্রিকেটারও আছেন। দলের নেতৃত্বে আছেন ভারতের টেস্ট সহঅধিনায়ক আজিঙ্কা রাহানে। এছাড়া আরও চার ক্রিকেটার - মুরলি বিজয়, পৃথ্বী শ, পার্থিব প্যাটেল ও হনুমা বিহারী আছেন এই দলে, যাঁদের নাম রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের ভারতীয় দলেও।

দারুন সুযোগ

দারুন সুযোগ

এই সফরকে ভারতের টেস্ট দলে থাকা এই ক্রিকেটারদের অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতির জন্য দারুন সুযোগ বলে মনে করছেন ভারত এ দলের কোচ রাহুল দ্রাবিড়। পরিস্থিতি অন্যরকম হলেও এখনকার এ দলের খথেলা অত্যন্ত প্রতিযোগিতামূলক বলে এই ক্রিকেটাররা 'ম্য়াচটাইম প্র্যাকটিস' পাবেন বলে মনে করছেন তিনি।

দুই তরফেরই লাভ

দুই তরফেরই লাভ

সিনিয়র দের ক্রিকেটারা ভারত এ দলের হয়ে খেলতে আসায় একদিকে যেমন তারা ম্যাচ প্র্যাকটিস পাচ্ছেন, তেমনই তাদের থেকে ভারত এ দলের তরুণরাও অনেক কিছু শিখতে পারছে। বলে মনে করছেন দ্রাবিড়।

আরও হোক বেসরকারি টেস্ট সিরিজ

আরও হোক বেসরকারি টেস্ট সিরিজ

এরকম সিরিজ আরও হওয়ার পক্ষে সওয়াল করেছেন দ্রাবিড়। তিনি জানিয়েছেন, আইপিএল-এর দৌলতে সীমিত ওভারের ক্রিকেটে ভারত খুবই শক্তিশালী হয়ে উঠেছে। এ দলের খেলা দেখেই তিনি তা বুঝেছেন। 'দ্য ওয়াল' জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের ফোকাস এখন বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে সাফল্য পাওয়া। মাত্রাতিরিক্ত ক্রিকেট খেলার জন্য এখন গা-ঘামানোর ম্য়াচ খুব একটা পাওয়া যায় না। এইধরণের বেসরকারি টেস্ট সিরিজগুলি সেইদিক থেকে উপযুক্ত বিকল্প হয়ে উঠতে পারে বলে তিনি মনে করছেন।

English summary
Rohit Sharma has been rested from India A tour of New Zealand. India A coach Rahul Dravid has said the upcoming tour will be helpful for the test regulars. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X