For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফোকাস ফিরছে ২২ গজে, বিশাখাপত্তনমে নামছে টিম ইন্ডিয়া! নেই হার্দিক, কারা কারা থাকতে পারেন দলে

বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০আই সিরিজের প্রথম ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য প্রথম একাদশ। 

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামার বর্বরোচিত হামলার ঘটনার পর হঠাত করেই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই ক্রিকেট মহলের ফোকাস ২২ গজ থেকে সরে গিয়েছে। রবিবার (২৪ ফেব্রুয়ারি)-ই টিম ইন্ডিয়া ফিরছে মাঠে। বিশাখাপত্তনমে শুরু হচ্ছে অস্ট্র্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ। এটাই বিশ্বকাপের আগে দলের সবাইকে শেষবার দেখে নেওয়ার সুযোগ।

ঠিক তার আগেই চোটের কারণে ফের বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিক পাণ্ডিয়াকে। তবে তাতে একদিক থেকে ভারতের লাভই হয়েছে। বিশ্বকাপে ভারত যাকে হার্দিকের পরিবর্ত হিসেবে ভাবছে সেই বিজয় শঙ্করকে আরও একটু দেখে নেওয়া যাবে। হার্দিক ছাড়া বিশ্বকাপের দলের মূল দলের বাকি প্রত্যেকেই আছেন স্কোয়াডে।

এক নজরে দেখে নেওয়া যাক বিশাখাপত্তনমের প্রথম টি২০আই-এর দল কী হতে পারে -

টপ অর্ডার

টপ অর্ডার

এই সিরিজে আংশিক ভাবে হলেও রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে সবকটি ম্যাচের জন্যই দলে রাখা হয়েছে। আছেন শিখর ধাওয়ান। দলে ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলিও। নিউজিল্যান্ডে কিন্তু রোহিত ও শিখর দুজনেই ধারাবাহিকতা দেখাতে পারেননি। ঘরের মাঠে দুজনেই আত্মবিশ্বাস ফিরে পেতে চাইবেন। বিরাটও বিশ্বকাপের আগে আন্তর্জাতিক আঙিনায় শেষবার নিজের দক্ষতায় শান দিতে মুখিয়ে থাকবেন।

মিডল অর্ডার

মিডল অর্ডার

দল ঘোষণার দিনই এমএসকে প্রসাদ জানিয়েছিলেন বিশ্বকাপের দলে ঢোকার জন্য পন্থ ও কার্তিকের মধ্যে একজনকে এই সিরিজে বেছে নেওয়া হবে। পন্থকে টি২০-র পাশাপাশি ওডিআই দলেও রাখা হয়েছে। দীনেশ আছেন শুধু টি২০-তে। পন্থ সম্ভবত আসবেন ৪ নম্বরে। কারণ, তাঁকে তৃতীয় ওপেনার হিসেবেও ভাবা হচ্ছে। আর টি২০ দলে ৬ নম্বর জায়গাটা আপাতত দীনেশের জন্য পাকা। আর এদের দুজনের মাঝে নামবেন মহেন্দ্র সিং ধোনি। নিউজিল্যান্ডে চোটের জন্য ২টি ওডিআই খেলতে পারেননি তিনি। ২০১৯-এর শুরু থেকেই ফর্ম ফিরে পাওয়ার পর যত বেশি সম্ভব ম্যাচ খেলে তৈরি রাখতেন চাইছেন নিজেকে।

অলরাউন্ডার

অলরাউন্ডার

নির্বাচকদের কথায় পরিষ্কার বিশ্বকাপের দলে দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে বিজয় শঙ্করের জায়গা পাওয়া প্রায় পাকা। শেষ একবার দেখে নেওয়ার জন্য তাঁকে দলে নেওয়া হয়েছিল। হার্দিক চোট কিন্তু তাঁর সামনে আরও বড় সুযোগ এনে দিতে পারে। আসন্ন সীমিত দুই ওভারের সিরিজে যদি বল হাতেও প্রত্যাশা ছাড়ানো পারফরম্যান্স দিতে পারেন, তাহলে কিন্তু হার্দিককে টপকে প্রথম অলরাউন্ডারও হয়ে উঠতে পারেন তিনি। বিশ্বকাপের দৌড়ে নেই পাণ্ডিয়াদের বড় ভাই। তবে টি২০-তে আপাতত তিনি নিয়মিত সুযোগ পাবেন।

বোলার

বোলার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজটা মোটেই ভাল যায়নি লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের। কিন্তু সেটা যে ব্যতিক্রমী ঘটনা তা প্রমাণ করতে মুখিয়ে থাকবেন তিনি। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের পর লম্বা বিশ্রাম কাটিয়ে ফিরছেন ভারতের সেরা জোরে বোলার জসপ্রিত বুমরা। ব্যাটারি পুরো রিচার্জ করে নিয়ে মাঠে নামতে মুখিয়ে আছেন তিনি। তবে তাঁরা দুজনেরই বিশ্বকাপের টিকিট পাওয়া নিশ্চিত। পরীক্ষা দিচ্ছেন সিদ্ধার্থ কল ও উমেষ যাদব। কলের ডেথ ওভারে বল করার আইপিএল অভিজ্ঞতার জন্যই টি২০ দলে ঢোকার বিষয়ে তিনি এগিয়ে থাকবেন। ভারতের বিশ্বকাপের চতুর্থ বোলার এখনও অনিশ্চিত। কাজেই সুযোগ কাজ লাগাতে ব্যগ্র থাকবেন সিদ্ধার্থ কল।

English summary
The predicted playing eleven of India for the 1st match of the T20I series against Australia in Visakhapatnam.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X