For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে নিশ্চিত ১৩টি নাম! বাকি আসনে জোর লড়াই, আসন্ন সিরিজে ফোকাসে উনাদকাট-খলিল

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজে নির্বাচক কমিটির প্রাথমিক ফোকাসে রয়েছেন বাঁহাতি পেসার জয়দেব উনাদকাট ও খলিল আহমেদ।
 

  • |
Google Oneindia Bengali News

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজই, বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার শেষ আন্তর্জাতিক ক্রিকেট কর্মসূচী। ফলে এই সিরিজই বিশ্বকাপের ভারতীয় দলের সদস্যদের দেখে নেওয়ার শেষ সুযোগ। কাজেই, শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) আসন্ন সিরিজের দল বাছাই অত্য়ন্ত গুরুত্বপূর্ণ।

তার আগে বোর্ড সূত্রে জানা গেল ভারতের বিশ্বকাপের দলের ১৩ জনের নাম মোটামুটি চুড়ান্ত হয়ে গিয়েছে। জায়গা ফাঁকা পড়ে আছে মাত্র দুটি। আর তার জন্য আসন্ন সিরিজে ডুয়েল লড়বেন ৪ জন ক্রিকেটার। হঠাত করেই বিশ্বকাপের দলে ঢোকার জন্য ভেসে উঠেছে সৌরাষ্ট্রের বাঁ-হাতি জোরে বোলার জয়দেব উনাদকাটের নাম। নির্বাচকদের প্রাথমিক ফোকাসটা তাকছে জয়দেব ও খলিল আহমেদের উপর।

খলিল বনাম জয়দেব

খলিল বনাম জয়দেব

বুমরা, শামি ও ভূবনেশ্বর - প্রথম ৩ জোরে বোলার হিসেবে নিশ্চিত হয়ে যাওয়ার পর, আক্রমণের বৈচিত্র বাড়াতে চতুর্থ পেসার হিসেবে এক বাঁ-হাতিকে চাইছে টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে খলিলের বোলিং দেখে মনে হয়েছে, তিনি এখনই বিশ্বকাপের মতো বড় ইভেন্ট খেলার জন্য তৈরি নন। অপর পক্ষে জয়দেবের আন্তর্জাতিক অভিষেক ২০১০ সালে হলেও, কখনই তিনি দলে নিয়মিত হতে পারেননি। সম্প্রতি সৌরাষ্ট্রকে নেতৃত্ব দিয়ে রঞ্জি ফাইনালে তোলার পর তিনি ফের আলোচনায় ফিরে এসেছেন। এখন অনেক পরিণত তিনি। বলের গতি ও বৈচিত্রও বেড়েছে।

কার্তিক বনাম পন্থ

কার্তিক বনাম পন্থ

৩ নয়, ২ উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিয়েই বিশ্বকাপে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম নামটি অবশ্যই মহেন্দ্র সিং ধোনি। দ্বিতীয় স্থানের জন্য় এই সিরিজে সরাসরি ডুয়েল হবে দীনেশ কার্তিক ও ঋষভ পন্থের মধ্যে। সদ্য সমাপ্ত টি২০ সিরিজে দুজনকেই ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছে।

কেএল রাহুল বনাম পন্থ

কেএল রাহুল বনাম পন্থ

ঋষভ পন্থকে অবশ্য একই সঙ্গে দলের তৃতীয় ওপেনারের ভূমিকাতেও ভাবা হচ্ছে। সম্প্রতি লিস্ট এ ক্রিকেট ও টি২০ সিরিজে এই কারণেই তাঁকে উপরের দিকে ব্যাট করতে পাঠানো হয়েছে। যদিও তৃতীয় ওপেনার হিসেবে টিম ম্যানেজমেন্টের ভোট এখনও পাচ্ছেন কেএল রাহুলই। সম্প্রতি দেশের মাটিতে ইংল্যান্ড লায়ন্স দলের বিরুদ্ধে দুটি বেসরকারি টেস্টে দুটি বড় রানের ইনিংস খেলেছেন তিনি।

নিশ্চিত যে ১৩ জন

নিশ্চিত যে ১৩ জন

নির্বাচকরা ইতিমধ্যেই বিশ্বকাপের টিকিট দেওয়ার জন্য ১৩ জনের নাম চুড়ান্ত করেছেন বলে জানা গিয়েছে। এই ১৩ জন হলেন - বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, বিজয় শঙ্কর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরা ও মহম্মদ শামি।

English summary
Left-arm pacers Jaydev Unadkat and Khaleel Ahmed, are in the selection committee's primary focus in the upcoming limited-overs series against Australia.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X