For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাকি কেবল অস্ট্রেলিয়া সিরিজ - রয়েছে ৪ বিশ্বকাপ-প্রশ্ন, দ্বৈরথের রোমাঞ্চের মাঝেই খোঁজ চলবে উত্তরের

আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়ার সিরিজে টিম ভারত ৪ টি প্রশ্নের উত্তর খুঁজবে।

  • |
Google Oneindia Bengali News

ইদানিং ভারত বনাম পাকিস্তান ম্যাচের উত্তেজনার আঁচ নেওয়ার সুযোগ বিশেষ পাওযা যায় না। পুলওয়ামার ঘটনা সেই সম্ভাবনায় আরোই জল ঢেলে দিয়েছে। তবে সৌভাগ্য ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথের উত্তেজনা সেই ফাঁকে আরো গাঢ় হয়েছে। দীর্ঘ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সফর সেরে ফিরে এসেই ভারত ঘরের মাঠে ফের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়ার।

ইতিমধ্যেই 'বেবিসিটিং'-এর আহ্বান জানিয়ে সিরিজকে মশলাদার করে তোলা হয়েছে। তবে এই সিরিজ আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর আগে ভারতের শেষ আন্তর্জাতিক ক্রিকেট কর্মসূচিও বটে। কাজেই, এটাই ভারতের বিশ্বকাপের দল বেছে নেওয়ার শেষ সুযোগ। ভারতের উত্তর অবশ্য দরকার চার প্রশ্নের।

উমেশের অভিজ্ঞতা না খলিলের তারুণ্য?

উমেশের অভিজ্ঞতা না খলিলের তারুণ্য?

ভারতের প্রথম তিন জোরে বোলারের জায়গা পূর্ণ হওয়ার পর ফাঁকা রয়েছে একমাত্র চতুর্থ জোরে বোলারের জায়গাটি। খলিল আহমেদের বাঁহাতি বৈচিত্রকে দলে পেতে দারুণ আগ্রহী ছিল টিম ম্য়ানেজমেন্ট। কিন্তু পন্থের মতো তাঁর খেলাতেও প্রতিভার ছাপ থাকলেও অনভিজ্ঞতা স্পষ্ট ধরা পড়ে। নির্বাচকরা জানিয়েছেন, তাঁকে দেখা হয়ে গিয়েছে। এবার শেষ সুযোগ দেওয়া হয়েছে উমেশ যাদবকে। এই সিরিজের নিরিখে ভারতকে ঠিক করতে হবে উমেশের অভিজ্ঞতার ঝুলি না খলিলের তারুণ্য়ের তেজ - বিশ্বকাপে কি নিয়ে যাবে ভারত।

পন্থের ভবিষ্যত?

পন্থের ভবিষ্যত?

পন্থ মাঝে মাঝেই তাঁর প্রতিভার ঝলক দেখিয়েছেন, কিন্তু এখনও তাঁর ব্যাটিংয়ে অপরিণতির ছাপ স্পষ্ট। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে তাঁর লড়াই কার্তিকে সঙ্গে। কার্তিকের পরীক্ষা দেওয়া শেষ। অস্ট্রেলিয়া সিরিজেই কিন্তু তাঁকে ছাপিয়ে যেতে হবে পন্থকে। এর উপরই নির্ভর করছে তাঁর বিশ্বকাপ ভবিষ্যত।

তৃতীয় ওপেনার রাহুল?

তৃতীয় ওপেনার রাহুল?

অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজের আগে পর্যন্ত তিনিই ছিলেন ভারতের তৃতীয় বা বিকল্প ওপেনার। কিন্তু তারপর মাঠের বাইরের বিতর্ক ও মাঠের খারাপ ফর্মের ফলে দলের বাইরে চলে গিয়েছিলেন। লিস্ট এ ক্রিকেটেও সুযোগ পেয়ে দারুণ কিছু করতে পারেননি। গাভাস্কার বারবার তাঁর বদলে কার্তিককে ততীয় ওপেনারের জায়গায় সুপারিশ করছেন। আসন্ন সিরিজে রাহুল সেষ সুযোগ পাবেন।

বিজয় শঙ্কর?

বিজয় শঙ্কর?

নিউজিল্যাান্ডে একদিনের ম্যাচে ১৮-৪ অবস্থা থেকে আম্বাতি রায়ডুর সঙ্গে জুটি গড়ে ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন। তাতেই টি২০-তে ৩ নম্বরে ব্যাট করার সুযোগ মিলেছিল। তাকেও দারুণভাবে কাজে লাগিয়ে বিশ্বকাপের দৌড়ে চলে এসেছেন বিজয় শঙ্কর। টি২০ সিরিজে কিন্তু তিনি বল করেননি। আসন্ন সিরিজে ব্য়াটের পাশাপাশি তাঁকে ব করিয়ে দেখে নেওয়া হতে পারে হার্দিকের বিকল্প হিসেবে তিনি কতটা তৈরি।

English summary
Team Indian will be in search of the answers of 4 questions in the upcoming India vs Australia series.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X