For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পর পর ছয় ম্যাচে হার, ভারত কি ভুলে গেল টি২০ খেলতে! ওয়ায়েটের ইনিংসে সিরিজ ইংল্যান্ডের পকেটে

গুয়াহাটিতে দ্বিতীয় টি২০আই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে পরাজিত হল ভারত মহিলা দল। এই নিয়ে পর পর ছয়টি টি২০ ম্যাচে হারল ভারত।

Google Oneindia Bengali News

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০আই ম্যাচেও সেই হারের মুখই দেখতে হল ভারত মহিলা দলকে। প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১১ রানেই থেমেছিল ভারতের ইনিংস। জবাবে ড্যানিয়েলে ওয়ায়েট (৫৫ বলে ৬৪)-এর দুর্দান্ত ইনিংসের দৌলতে ৫ উইকেট হারিয়ে ৫ বল হাতে রেখেই জিতে গেল ইংল্যান্ড। ১ ম্যাচ বাকি থাকতেই তাদের সিরিজ জয়-ও নিশ্চিত হল। এই নিয়ে পর পর ছয় ম্য়াচে হারল ভারত।

পর পর ছয় ম্যাচে হার, ভারত কি ভুলে গেল টি২০ খেলতে

এদিন যতটাই ভাল করলেন ভারতীয় বোলাররা ততটাই হতাশ করল ভারতীয় ব্য়াটিং। অথচ দ্বিতীয় ওভারেই পর পর দুটি ছয় মেরে সুরুটা দারুণ করেছিলেন অধিনায়িকা স্মৃতি মান্দানা। কিন্তু তিনি তাঁর ছন্দ ধরে রাখতে পারেননি। ৫ বলে ১২ করেই ফিরে যান প্যাভিলিয়নে। আর তিনি ফিরতেই পথ হারায় ভারতীয় ব্যাটিং।

এদিন একজন ভারতীয় ব্যাটসওম্য়ানও ২৫ রানের গণ্ডি পার করতে পারেননি। সর্বোচ্চ রান আসে অভিজ্ঞ মিতালী রাজের ব্য়াট থেকে। সেই ২০টি রান করতে তিনি নিয়েছেন ২৭ বল। এছাড়া দুই অঙ্কের রান করেছেন হারলিন দেওল (২১ বলে ১৪), দীপ্তি শর্মা (২২ বলে ১৮) ও এদিনই ভারতীয় দলের হয়ে অভিষেক হওয়া ভারতী ফুলমালী (২০ বলে ১৮)।

তবে কৃতিত্ব দিতে হবে ইংল্যান্ডের বোলারেরও। এদিনের উইকেটে বল থেমে থেমে আসছিল। এই অবস্থাটাকে কাজে লাগান তাঁরা। ক্যাথরিন ব্রান্ট ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন।

অবশ্য দারুণ প্রশংসা প্রাপ্য ভারতীয় বোলারদের। পিচ অনুযায়ী অন্তত ২৫ রান কম হাতে নিয়েও ইংল্যান্ডকে বেকায়দায় ফেলে দিয়েছিলেন তাঁরা। ব্রিটিশ মহিলা দল বেঁচে যায় মূলত ড্যানিয়েল ওয়ায়েট-এর ইনিংসের জন্যই। একটা সময় ১০.৪ ওভারে ৫৬ রানে ৪ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। কিন্তু এখান থেকে ওয়ায়েটের সঙ্গে জুটি বাঁধেন লরেন উইনফিল্ড (২৩ বলে ২৯)। দুজনে মিলে পরের ৭ ওভারে ৪৭ রান যোগ করেন। উইনফিল্ডকে দীপ্তি শর্মা তুলে নিলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ওয়ায়েট।

ভারতের পক্ষে ২৩ রান দিয়ে ২ উইকেট নিলেন একতা বিস্ত। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা, রাধা য়াদব ও পুনম যাদব।

ভারত অধিনায়িকা স্মৃতি মান্ধানা জানিয়েছেন, শে, ম্য়াচ জিতে হোয়াইট ওয়াশ রোখাই এখন তাঁদের লক্ষ্য।

English summary
India women team has suffered a 5-wicket loss to England in the 2nd T20 match at Guwahati. This is their sixth consecutive T20I loss. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X