For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধিনায়কত্বের শুরুটা ভাল হল না স্মৃতির! পর পর ৫ টি২০আই-তে হারল ভারত মহিলা দল

প্রথম টি২০ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৪১ রানে পরাজিত হল ভারত মহিলা দল। মহিলাদের ক্রিকেটে এই নিয়ে পর পর পঞ্চম টি২০ ম্যাচে হারল ভারত।

Google Oneindia Bengali News

মাত্র ২২ বছর বয়সে ভারতের মহিলা দলের টি২০ অধিনায়িকা হয়ে রেকর্ড করেছেন স্মৃতি মান্ধানা। কিন্তু অধিনায়কত্বের প্রথম দিনটা মোটেই ভাল গেল না তাঁর। ব্যাটেও রান পেলেন না (৮ বলে ২), অন্যদিকে জয়ের জন্য ১৬১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ৬ উইকেট হারিয়ে দলও আটকে গেল মাত্র ১১৯ রানে। হারতে হল ৪১ রানে। ফলে এই নিয়ে পর পর ৫টি টি২০-তে হারল ভারত মহিলা দল।

অধিনায়কত্বের শুরুটা ভাল হল না স্মৃতির

সোমবার, প্রথমে ব্যাট করতে নেমে দুই ইংরেজ ওপেনার বিউমন্ট (৫৭ বলে ৬২) ও ড্যানিয়েলা ওয়ায়েট (৩৪ বলে ৩৫), ৮৯ রানের জুটি গড়ে ইংল্যান্ড-কে বড় রানের ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন। অধিনায়িকা হিথার নাইট (২০ বলে ৪০)-এর ক্যামিও ইনিংসে ইংল্যান্ড ৪ উইরকেট হারিয়ে ১৬০ তুলেছিল। এদিনও ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ১ উইকেট নিলেন শিখা পাণ্ডে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই রাস্তা হারায় ভারত মহিলা দল। মাত্র ২৩ রানের মধ্যেই প্রথম ৩ ব্যাটসওম্যান প্যাভিলিয়নের রাস্তা নেন। তার মধ্যে ছিলেন দুই ফর্মে থাকা ব্যাটার স্মৃতি ও জেমাইমা (৩ বলে ২)-ও। রান পাননি অভিজ্ঞ মিতালী (১১ বলে ৭)-ও।

টপ অর্ডারের ব্যর্থতার দিনে বরং আশা জোগালো লোয়ার অর্ডার। এদিন দলের হয়ে সর্বোচ্চ রান করলেন ৮ নম্বরে নামা শিখা পাণ্ডে (২১ বলে ২৩*)। নিউজিল্যান্ড থেকেই তিনি বল হাতে কেরামতি দেখাচ্ছেন। এদিন ভাল বল করার পর ব্য়াট হাতেও ৪টি চার মারলেন। ক্রমে কিন্তু নিজেকে অন্য় স্তরে তুলে ধরছেন শিখা।

তিনি ছাড়া বেদা কৃষ্ণমূর্তী (২৫ বলে ১৫), দীপ্তি শর্মা (২৩ বলে ২২), অরুন্ধতী রেড্ডি (১৯ বলে ১৮)-ও দুই অঙ্কের রান করলেন। কিন্তু ১৬১ রান তাড়া করার জন্য সেই প্রচেষ্টা যথেষ্ট ছিল না।

নিউজিল্যান্ডে একদিনের সিরিজ জেতার পর তিনটি টি২০-তেই পরাজিত হয়েছিল ভারত। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও ঘটনাক্রম অনেকটা সেই দিকেই এগোচ্ছে। এদিকে পরের বছর কিন্তু শুরুতেই অস্ট্রেলিয়ার মাটিতে বসছে মবিলা টি২০ বিশ্বকাপ। তার আগে এই ফলাফল বলে দিচ্ছে এই ফর্ম্যাটে দলকে নিয়ে কিন্তু এখনও অনেক কাটতে হবে কোচ রামনকে।

নয়া অধিায়িকা মান্ধানা জানিয়েছেন, তাঁর মতে প্রথম ইনিংসে শেষ দিকে ১০-১৫টা রান বেশি দিয়েছেন বোলাররা। ব্যাটে শুরুটা ভাল না হলেও লোয়ার অর্ডারের রান পাওয়ার ইতিবাচক দিকটিই এই ম্য়াচ থেকে তিনি গ্রহণ করছেন বলে জানিয়েছেন স্মৃতি।

English summary
India women team has suffered a 41-run loss to England in the 1st T20 match. This is fifth consecutive T20I loss of India in women's cricket. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X