For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আট বছর বাদে ভারতীয় টেস্ট একাদশে 'কামব্যাক' কার্তিকের

আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে চোটগ্রস্ত ঋদ্ধিমান সাহার জায়গায় দলে এলেন দীনেশ কার্তিক।

  • |
Google Oneindia Bengali News

আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে একটিমাত্র টেস্টে চোটের কারণে খেলতে পারবেন না ঋদ্ধিমান সাহা। আঙুলের চোট না সারা বিশ্রাম নেবেন তিনি। তাঁর জায়গায় দলে এলেন দীনেশ কার্তিক। পার্থিব প্যাটেলও দৌড়ে ছিলেন। তবে তাঁকে পিছনে ফেলে দলে জায়গা করে নিয়েছেন কেকেআর অধিনায়ক।

আট বছর বাদে ভারতীয় টেস্ট একাদশে কামব্যাক কার্তিকের

শেষ দক্ষিণ আফ্রিকা সফরে দলে জায়গা পেয়েছিলেন পার্থিব। তবে অনবদ্য ফর্মে থাকা কার্তিককে বসিয়ে রাখার সাহস দেখাননি নির্বাচকেরা। ঘরোয়া ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট ও সর্বোপরি আইপিএলে ভালো খেলা কার্তিকই ঋদ্ধিমানের পরিবর্ত হতে চলেছেন।

প্রসঙ্গত, ভারতের এক নম্বর কিপার ঋদ্ধিমান আইপিএলে শিবম মাভির বলে কলকাতা ম্যাচে চোট পান। সানরাইজার্স হায়দরাবাদ দল সূত্রে জানা যায়, সাহাকে অন্তত চার-পাঁচ সপ্তাহ বিশ্রামে থাকতে বলা হয়েছে। ফলে জুনের মাঝামাঝি আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে রাহানে খেলতে পারবেন না। তবে ১ অগাস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে কোনও অসুবিধা হওয়ার কথা নয় সাহার।

২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় দীনেশ কার্তিকের। শেষবার ২০১০ সালে বাংলাদেশের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেন তিনি। আটবছর বাদে ফের টেস্ট খেলতে চলেছেন তিনি। মাঝে সাতবছর টেস্ট দলে জায়গা পাননি তিনি।

English summary
India vs Afghanistan : Dinesh Karthik replaces injured Saha for one-off historic Test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X