For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে বরাবরই ভারতের শক্ত গাঁট অজিরা, শেষ তিন বিশ্বকাপ ম্যাচে ভারত-অস্ট্রেলিয়া ডুয়েলের ফলাফল

বিশ্বকাপে মোট ১১ বার মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। একনজরে বিশ্বকাপে শেষ তিন ম্যাচে ভারত-অস্ট্রেলিয়া ডুয়েল,india vs aus, last 3 world cup match results

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপে মোট ১১ বার মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশতম সংস্করণে ইংল্যান্ডের কেনিংটন ওভালে আজ দুই দলের ১২তম লড়াই। শেষ ১১ ডুয়েলে অজিদের বিরুদ্ধে ভারতের পরিসংখ্যান অবশ্য একেবারেই সুখের নয়।

বিশ্বকাপে বরাবরই ভারতের শক্ত গাঁট অজিরা, শেষ তিন বিশ্বকাপ ম্যাচে ভারত-অস্ট্রেলিয়া ডুয়েলের ফলাফল

বিশ্বকাপে ১১ বার সাক্ষাতে অজিদের কাছে ৮ বার হেরে বসেছে ভারত, জিতেছে মাত্র ৩ বার। বিশ্বকাপে শেষ দুই সাক্ষাতে একবার জিতেছে ভারত, অন্যবার নীল জার্সিদের হারিয়েছে অজিরা। ২০১১ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অজিদের হারিয়েছিল মেন ইন ব্লু। পাল্টা ২০১৫ বিশ্বকাপে সেমিফাইনালে ভারতকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালের টিকিট পেয়েছিল মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া

একনজরে বিশ্বকাপে শেষ তিন ম্যাচে ভারত-অস্ট্রেলিয়া ডুয়েলের ফলাফল

২০১৫ বিশ্বকাপ সেমিফাইনাল- অস্ট্রেলিয়ার কাছে ভারতের হার, বিশ্বকাপে অজিদের বিরুদ্ধে শেষ সাক্ষাতে শতরান হাঁকিয়েছিলেন স্টিভ স্মিথ। ৮১ রানের ইনিংস খেলেছিলেন অ্যারন ফিঞ্চ।

২০১১ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল- অজিদের হারিয়ে সেমির টিকিট পেয়েছিল ভারত। ব্রেট লি, শন টেটদের বিরুদ্ধে ২৬১ রান তাড়া করতে নেমে সচিন- গম্ভীর ও যুবির অর্ধশতরানে ম্যাচ জিতেছিল ব্লু আর্মি।

২০০৩ বিশ্বকাপ ফাইনাল- বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে শতরান করেছিলেন পন্টিং। তার অপরাজিত ১৪০ রানে ভর করে ২ উইকেট হারিয়ে ৩৫৯ রান তুলেছিল অজিরা। জবাবে ভারতের ইনিংস থামে ২৩৪ রানে। ভারতকে ১২৫ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।

[আরও পড়ুন:বিশ্বকাপ ফ্যান্টাসি প্রোমো ক্যাম্পেন, ভবিষ্যদ্বাণী করুন ও নগদ জিতুন ]

English summary
india vs aus, last 3 world cup match results
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X