For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম অস্ট্রেলিয়া: মরণ বাঁচন ম্যাচে কী হতে পারে ভারতের প্রথম একাদশ

ভারত বনাম অস্ট্রেলিয়া: মরণ বাঁচন ম্যাচে কী হতে পারে ভারতের প্রথম একাদশ

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার মেগা ম্যাচ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাজকোটে মরণ-বাঁচন লড়াইয়ে নামতে চলেছে ভারত। মুম্বইয়ে প্রথম ম্যাচে ব্যাটে-বলে দুই বিভাগে পর্যুদস্ত হওয়ার পর কোহলির দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, বিরাটের ব্যাটিং অর্ডার নিয়েও ক্রিকেটসমর্থকদের মধ্যে চর্চা তুঙ্গে।

একনজরে দেখে নেওয়া যাক, রাজকোটের অজিদের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইয়ে ভারতের প্রথম একাদশ কী হতে পারে

দুই ওপেনার

দুই ওপেনার

ওপেনিংয়ে রোহিত-ধাওয়ান জুটিই থাকবে। মুম্বই ম্যাচে বড় রান পাননি। ২০১৯ এর বর্ষসেরা ওডিআই ক্রিকেটার রোহিত সেই ম্যাচ ভুলে দ্রুত রানে ফিরতে চাইবেন। অন্যদিকে গত ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ রানমেকার (৭৪রান) শিখর ধাওয়ান ওপেনিংয়ে তাঁর ধারাবাহিকতা দেখাতে চাইবেন।

তিনে বিরাট

তিনে বিরাট

মুম্বইয়ে ম্যাচ হারের পরেই বিরাট তিন ফিরতে চলেছেন বলে ইঙ্গিত দিয়েছিলেন। সেক্ষেত্রে কোহলিকে তিন নম্বরে দেখা যাবে।

চার ও পাঁচ নম্বরে কে?

চার ও পাঁচ নম্বরে কে?

চারে শ্রেয়স আইয়ার না লোকেশ রাহুল? সেটাই এখন প্রশ্ন। এর আগেও বারবার দলের চার নম্বর ব্যাটসম্যান নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ক্যারিবিয়ান সফর ও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ ধরলে ওডিআইয়ে টানা চার ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন আইয়ার।

সেক্ষেত্রে চারে নামার ক্ষেত্রে শ্রেয়স এগিয়ে। অন্যদিকে লোকেশ রাহুল ধারাবাহিকভাবে ব্যাট হাতে ফর্মে রয়েছেন। যেকারণে তাঁকে দলে সুযোগ করে দিতে চান বিরাট।সেক্ষেত্রে চোটের পর্যবেক্ষণের কারণে পন্থ দল থেকে ছিটকে যাওয়ার পর পাঁচ নম্বরে রাহুল নামতে পারেন।

 ছয়ে কে?

ছয়ে কে?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে বল হাতে দল কোনও কামাল করতে পারেনি। বোলিংয়ে শক্তি বাড়াতে সেক্ষেত্রে শিবম দুবেকে ছয় নম্বরে ব্যবহার করা হতে পারে। অন্যদিকে একজন বেশি ব্যাটসম্যান খেলানোর পরিকল্পনা থাকলে ছয় নম্বরে নির্ভরশীল কেদার যাদব বা মনীশ পান্ডের মধ্যে কেউ একজন খেলতে পারেন।

বোলিং

বোলিং

কোহলি দুই স্পিনার চাইলে সাতে জাদেজা, আটে কুলদীপ। নইলে চাহালকে পরীক্ষা করে দেখতে পারেন। তিন পেসার হিসেবে শামি-বুমরাহের সঙ্গে শার্দুলের পরিবর্তে দ্বিতীয় ম্যাচে নভদীপ সাইনি খেলতে পারেন।

English summary
India vs australia 2nd odi rajkot, team india's probably xi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X