For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপরাজিত থেকে ফের বিশ্বকাপ জয় ভারতের, দুরমুশ অস্ট্রেলিয়া

গোটা টুর্নামেন্ট অপরাজিত থেকে ম্যাচ জিতল ভারত। ফাইনালে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে মধুর জয় পৃথ্বী শ' বাহিনীর।

  • |
Google Oneindia Bengali News

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটে ভারতের স্বপ্নের দৌড় বজায় রইল। ২০১৬ সালে সামান্য ভুলে বিশ্বকাপ অধরা থেকে গিয়েছিল। এবার সেই দুঃখ সুদে-আসলে তুলে গোটা টুর্নামেন্ট অপরাজিত থেকে ম্যাচ জিতল ভারত। ফাইনালে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে মধুর জয় পৃথ্বী শ' বাহিনীর। [জেতার পর আবেগ বাঁধ ভাঙল, দেখুন কীভাবে সেলিব্রেশন করল টিম ইন্ডিয়া]

অপরাজিত থেকে ফের বিশ্বকাপ জয় ভারতের

এদিন টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বে ওভাল মাঠে। মেঘলা আবহাওয়াকে কাজে লাগিয়ে ভারতীয় বোলাররা জ্বলে ওঠেন। প্রথম দুটো উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে কাঁপুনি ধরিয়ে দেন বাংলার পেসার ইশান পোড়েল।

তারপরে বাকী কাজটা সারেন কমলেশ নাগরকোটি, শিবা সিং, শিবম মাভি, ও অনূকুল রায়রা। চারজনেই ২টি করে উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে ২১৬ রানে শেষ করে দেন। এরপরে জয় ছিল শুধুই সময়ের অপেক্ষা।

অপরাজিত থেকে ফের বিশ্বকাপ জয় ভারতের, দুরমুশ অস্ট্রেলিয়া

জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক পৃথ্বী শ' ও মনজ্যোত কালরা একেবারে চ্যাম্পিয়নের মতো শুরু করেন। পৃথ্বী ২৯ রানে আউট হয়ে গেলেও কালরা ফাইনালে অনবদ্য অপরাজিত ১০১ রান করে দলের জয় নিশ্চিত করেন।

শুভমান গিলকে (৩১ রান) সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে পার্টনারশির গড়েন। তারপরে হার্ভিক দেশাইকে নিয়ে দলকে জয়ের বৈতরণী পার করিয়ে চতুর্থবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দিলেন মনজ্যোত কালরা।

এর আগে ২০০০ সালে মহম্মদ কাইফের নেতৃত্বে ভারত প্রথমবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতে। তারপরে ২০০৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে ও ২০১২ সালে উন্মুক্ত চাঁদের নেতৃত্বে ভারত এই ফর্ম্যাটে চ্যাম্পিয়ন হয়। সেই তালিকায় নিজের নাম তুলে নিলেন পৃথ্বী শ'।

English summary
India vs Australia U19 CWC : Manjot Kalra shines with century, Prithvi Shaw team wins world cup for the 4th time for India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X